অন্তর্বতীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ pdf (বাড়ির কাজ সহ)


করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রম এগিয়ে নিতে ন্যাপ কর্তৃক অন্তর্বতীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ pdf (বাড়ির কাজ সহ) প্রকাশ করা হয়। এটি বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২১ অনুসরণ করে তৈরি করা হয়েছে। এই পাঠ পরিকল্পনায় বাড়ির কাজ সংযুক্ত থাকায় শিক্ষকরা শিক্ষার্থীদের মোবাইলে বা অনলাইন প্লাটফর্মের মাধ্যেমে বাড়ির কাজ দিতে পারবে। অন্তর্বতীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ নেপ কর্তৃক অনুমোদিত

আরো পডুনঃ

প্রাথমিকে অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পন ও বাড়ির কাজ  (৬ সপ্তাহ)

অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ (১০ জুলাই - ৯ সেপ্টেম্বর) বাড়ির কাজ

অন্তর্বতীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ pdf (বাড়ির কাজ সহ)

নিচে অন্তর্বতীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ pdf download লিংক দেওয়া হলো।

Download Now


অন্তর্বতীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ এর সাধারণ নির্দেশনা।

  •  শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের প্রথম থেকে ক্রমান্বয়ে সকল অনুশীলনীকে বাড়ির কাজ নামে ক্রমিক নম্বর প্রদান করা হয়েছে।
  • বাংলা বিষয়ের বাড়ির কাজ করার ক্ষেত্রে কোন বিষয়বস্তু গে্প, কবিতা, নাটক, বর্ণনা) পড়তে হবে, তার নির্দেশনা বাড়ির কাজের সাধারণ তথ্য অংশে উল্লেখ করা আছে।
  • প্রতি সপ্তাহের জন্য মূল পাঠপরিকল্পনার ৬ দিনের পাঠ নির্ধারণ করা হয়েছে।
  • সাপ্তাহিক পরিকল্পনায় শুক্রবারসহ অন্যান্য জাতীয় ছুটির দিন বাদ দিয়ে শ্রেণি কার্যক্রমের দিনগুলোকে তারিখের কলামে উল্লেখ করা হয়েছে।
  • মুল পাঠপরিকল্পনায় সাময়িক পরীক্ষার জন্য নির্ধারিত দিনগুলোকে পাঠ দিবস হিসেবে গণ্য করা হয়েছে। 
  • শিখন ঘাটতি পূরণে পূর্বের শ্রেণির আবশ্যকীয় শিখন বিষয়বস্তু শেড দিয়ে চিহিত করা হয়েছে। শেড দেয়া ঘরের সংযুক্ত পূর্ববর্তী পাঠ বা পাঠ্যাংশ বা অনুশীলনগুলো আগে শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে হবে, তারপর বর্তমান শ্রেণির পাঠ বা পাঠ্যাংশ বা অনুশীলনী শিক্ষক বুিয়ে দিবেন।
  • যে পাঠের সাথে যে বাড়ির কাজ সম্পর্কিত তা শ্রেণি ও নম্বরসহ টেবিলে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরা সরবরাহকৃত বাড়ীর কাজগুলো পূরণ করার জাগে তাদের পাঠ্নবইয়ে প্রদত্ত অনুশীলনী বা এক্টিভিটিগুলো
  • কলম/ পেঙ্সিল দিয়ে পূরণ করবে, তারপর ওয়ার্কশীটগুলো পূরণ করবে। ক্রমিকনম্বরসহ উল্লেখ করা হয়েছে।
  • বিদেশি ভাষা হিসেবে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পড়া, বাড়ির কাজগুলো করতে শিক্ষার্থীদের অভিভাবকগণ (পিতা-মাতা, ভাই, বোন) সহায়তা করবেন।

বাড়ির কাজসহ অন্তর্বতীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ pdf

লকডাউনের মেয়াদ শেষ হলে পরবর্তী তারিখ থেকে ১ম দিন ধরে পাঠপরিকল্পানা বাস্তবায়ন করতে হবে। শিক্ষকের জন্য ব্যবহার নির্দেশিকা


  • প্রতি সপ্তাহের নির্দিষ্ট পাঠের বিষয়বন্তু ও সংশ্লিষ্ট বাড়ির কাজ শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনাসহ পৌহানোর ব্যবস্থা গ্রহণ করবেন।
  • নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই করবেন ও বাড়ির কাজ সংগ্রহ করে তার ভিত্তিতে “শিক্ষার্থী প্রোফাইল” তৈরি ও সংরক্ষণ করবেন।
  • অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পাঠপরিকল্পনায় নির্দিষ্ট তারিখের নিরধারিত পাঠ (শিখন ঘাটতি পুরণ পরিকল্পনাসহ) উপস্থাপন করবেন। পাঠ উপস্থাপনার সাথে সাথে এঁ পাঠের জন্য নির্ধারিত বাড়ির কাজ শিশুদের যথাযথ নির্দেশনাসহ বুকিয়ে দিবেন।
  • সকল কার্যক্রম পরিচালনার ক্ষে্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করবেন।


অন্তর্বতীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ এ নিন্নবর্ণিত ক্রমে বিষয়সমূহ বিন্যস্ত করা হয়েছে।

১। বাংলা
২। ইংরেজি
ও! প্রাথমিক গণিত
8। প্রাথমিক বিজ্ঞান
৫। বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৬। ইসলাম ও নৈতিক শিক্ষা
৭1 হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
৮|। খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা
৯। বৌদ্ধধর্স ও নৈতিক শিক্ষা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন