মাধ্যমিক শিক্ষার্থীদের দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১ প্রকাশ করা হলো। এখানে তোমরা বিজ্ঞান বিভাগের ২য় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে যাবে।
দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের এসাইনমেন্ট লিখতে তোমাদের অনেক লিখতে হয়। আসলে এই বিষয়টায় এরকম। তোমাদের আজকের ২য় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় দশম শ্রেণি লিখতে হয়তো একটু সময় লাগবে। তোমরা প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবে উত্তর আসলে ছোট করে লেখার কোনো সুযোগ নাই।
আরো পড়ুনঃ
- দশম শ্রেণির ইংরেজি ১ম পত্র ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১
- দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১
২য় সপ্তাহের ১০ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট লেখার শুরু করার আগে নিচে থেকে প্রশ্নগুলো একবার হলেও চোঁখ বুলিয়ে নাও। প্রশ্ন না পড়ে উত্তর লিখলে ভূল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া প্রশ্ন না দেখে উত্তর লিখলে তোমরা বুঝতে পারবেনা তোমার উত্তর প্রশ্ন অনুযায়ী হচ্ছে কিনা।
আমি যাচাই করে দেখেছি অনেক ওয়েবসাইট ও ইউটিউব চ্যনেলে প্রশ্নের সাথে সামন্জস্য না রেখেই উত্তর দেওয়া হয়। তোমরা এগুলো এড়িয়ে চলবে। বিডিপ্রাইমারি সাইটের সাথে থাকবে।
দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন
ক্রমঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট ১
এসাইনমেন্টঃ তোমার এলাকায় বসবাসরত ষাটোর্ধ তোমার দাদা বা নানার কাছে তুমি ১৯৭১ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারলো যে শুরু হলে আওয়ামী লীগের উদ্যোগে গঠিত মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনায় গুরুতুপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক দলসহ ভূমিকা মূল্যায়ন করে নির্দেশনা অনুসরণে একটি প্রতিবেদন প্রণয়ন কর।
শিখনফল/বিষয়বস্তুঃ মুজিবনগর সরকারের ভূমিকা করতে পারবে ।
মুক্তিযুদ্ধের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র পেশাজীবী নারী, সাধারণ জনগণের ভূমিকা মূল্যায়ন করতে পারবে। দেশের প্রতি ভালোবাসা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা পোষণ করবে।
নির্দেশনা/সংকেত/ধাপ/পরিধিঃ
- মুজিবনগর সরকারের গণ্ঠন ও কার্যক্রম বর্ণনা
- মুক্তিযুদ্ধে জনগণ ও পেশাজীবীদের ভূমিকা ব্যাখ্যা ।
- স্বাধীনতা অর্জনে তৎকালীন ব্যক্তিদের অবদান মূল্যায়ন।
দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন |
দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
প্রতিবেদনের বিষয়ঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ভূমিকা।
প্রতিবেদনের সময়ঃ সকাল দশটা।
প্রতিবেদনের তারিখঃ ২১ জুন ২০২১
প্রতিবেদক এর নাম ও ঠিকানাঃ তোমার নাম ও রোল নাম্বার লিখবে।
প্রতিবেদনের প্রাপকের নাম ও ঠিকানাঃ এই বিষয়ে শিক্ষকের নাম ও বিদ্যালয়ের নাম লিখবে।
ভূয়িকাঃ স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় সরকার গঠন হবে তা অকল্পনীয় ছিল পাকিস্তানের কাছে। কিন্তু দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়ায় স্বাধীন বাংলাদেশ। কারণ গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার। এই অস্থায়ী সরকার গঠনের মধ্য দিয়েই পরিকল্পিত কায়দায় মুক্তিবাহিনীকে সংগঠিত ও সমন্বয় সাধন করে পাকিসানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ পরিচালনা ও ষ্বাধীন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় করেছিল মুজিবনগর সরকার।
মুজিবনগর সরকার গঠন ও শপথের তারিধঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার। মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায়( বর্তমানে মুজিবনগর) শপথ গ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান তখন পাকিস্থানের জেলে। তার অনুপস্থিতিতে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মস্ত্রিপরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন মেহেরপুর তৎকালীন আয়োজিত এই অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, “সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত জনসাধারণের, আপনাদের সামনে আমার মস্ত্রিসভার প্রধানমন্ত্রীকে আপনাদের সামনে সর্বপ্রথমে উপস্থিত করছি। জনাব তাজউদ্দিন আহমেদ"। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানায়। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং পরাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ ছাড়াও তিনি অনুষ্ঠানে হাজির করেন ক্যাপ্টেন এম মনসুর আলী এবংএ এইচ এম কামরুজ্জামানকে।সশস্ত্র প্রধান হিসেবে কর্নেল আতাউল ওসমানীর নাম ঘোষণা করা হয়। গণপরিষদের স্পিকার ইউসুফ আলী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও মন্ত্রীদের শপধ বাক্য পাঠ করান।
এছাড়াও ন্যাশনাল আওয়ামী পার্টির মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাশনাল আওয়ামী পাটির অধ্যাপক মোজাফফর আহমেদ, কমরেড মনিসিং, জাতীয় কংগ্রেসের মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমেদ ও খন্দকার মোশতাক আহমেদ এই ৬ জন সদস্য উপদেষ্টা পরিষদের সদস্য।
মুজিবনগর সরকারের কার্যক্রমঃ
মুজিবনগর স্বাধীন বাংলাদেশের সরকারের কাঠামো নিম্নরূপ
- 1. রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- 2. উপরাষ্ট্রপতি- সৈয়দ নজরুল ইসলাম
- 3. প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ
- 4. অর্থমন্ত্রী এম মনসুর আলী
- 5. স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান
- 6. পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী- খন্দকার মোশতাক আহমেদ
আরো পড়ুনঃ
- দশম শ্রেণির ইংরেজি ১ম পত্র ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১
- দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১