দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১ (২০২২ এসএসসি বিজ্ঞান ২য় সপ্তাহ)

দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১ (২০২২ এসএসসি বিজ্ঞান ২য় সপ্তাহ)

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর। তোমাদের ২য় সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ পেয়েছে। আজকের পোস্টে তোমরা দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১ পেয়ে যাবে। সেই সাথে তোমাদের ২য় সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্টের উত্তর ও পেয়ে যাবে।

দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১

আরো পড়ুনঃ

{tocify} $title={Table of Contents}

তোমরা হয়তো ২য় সপ্তাহের বিজ্ঞান এসানমেন্টটি অনেক যায়গায় পেয়ে যাবে। কিন্তু উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। এক্ষেত্রে তোমাদের একটি গ্রাফ অঙ্কন করতে হবে। গ্রাফটি ভালো করে তৈরি করার জন্য আমাদের পোস্টটি ফলো করো। সম্পূর্ণ নির্ভূল করে গ্রাফটি আমরা তোমদের আকিয়ে দিয়েছি। 

১০ম শ্রেণি বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্টটি লেখার জন্য তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্নটি অবশ্যই পড়তে হবে। প্রশ্নে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে সেই সাথে নির্দেশনাও দেওয়া আছে।

দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন


দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন
দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন

উপরের প্রশ্নটি পড়ে তোমরা বুঝতে পারছো ২য় সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্টটি মূলত বিএমআই সম্পর্কিত। তোমাদের পরিবারের সকলের বিএমআই নির্ণয় করতে হবে সেই সাথে বিএমআই গ্রাফ অঙ্কন করতে হবে। এবং গ্রাফ অনুযায়ী কার ওজন কেমন সেটা বলতে হবে। এবং কার খাবার কেমন হবে সেই নির্দেশনা দিয়ে একটি ছক তৈরি করতে হবে।

দশম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর

এসাইনমেন্ট শুরু

বডি মাস ইনডেক্স বা বিএমআই হচ্ছে শরীরের আদর্শ ওজন নির্ণয়ের একটি গাণিতিক পদ্ধতি। দেহের ওজন ও উচ্চতার ভিত্তিতে এ পদ্ধতিতে আদর্শ ওজন নির্ণয় করা হয়। উচ্চতা অনুযায়ী কারো ওজন স্বাভাবিক আছে কি না, তা বিএমআইয়ের মানের মাধ্যমে জানা যায়।

নিন্মের ছকের মাধ্যমে আমার পরিবারের সদস্যদের নাম, ওজন ও উচ্চতা লিপিবদ্ধ করে ছকের মাধ্যমে উপস্থাপন করা হলোঃ

দশম ২য় সপ্তাহ বিজ্ঞান এসাইনমেন্ট পরিবারের নাম ওজন উচ্চতা


এখন প্রত্যেক সদস্যের BMI নির্ণয় করিঃ

২য় সপ্তাহ বিজ্ঞান বিএমআই নির্ণয় সূত্র

তাহলে (০১) আমার পিতার বিএমআই = ৮০ ÷ (১.৮)²

            = ২৪.৭ কেজি/মিটার²

(০২) আমার মাতার বিএমআই = ৭০ ÷ (১.৬)²

            = ২৭.৩ কেজি/মিটার²

(০৩) আমার ভাইয়ের বিএমআই = ৪০ ÷ (১.৫)²

            = ১৭.৮ কেজি/মিটার²

(০৪) আমার দাদুর বিএমআই = ৭০ ÷ (১.৪)²

            = ৩৫.৭ কেজি/মিটার²

১০ম শ্রেণি বিজ্ঞান ২য় সপ্তাহের বিএমআমি গ্রাফ


স্বাভাবিক বিএমআই এর মান থেকে আমরা জানি,

<১৮.৫০ = কম ওজন,

১৮.৫০-২৪.৯ = সঠিক ওজন,

২৫.০০-২৯.৯ = বেশি ওজন,

৩০.০০-৩৯.৯ = স্থুল,

৪০ > = অতিরিক্ত স্থুল।

তাহলে আমি দেখতে পাই যে, 

  • আমার বাবার ওজন সঠিক, 
  • আমার মার ওজন বেশি, 
  • আমার ভাই এর ওজন কম 
  • আমার দাদুর স্থুলতা

খাদ্য গ্রহণ সংক্রান্ত পরামর্শ তালিকাঃ
যেহেতু বিএমআই অনুযায়ী আমার বাবার ওজন সঠিক, আমার মাতার ওজন বেশি, আমার ভাই এর ওজন কম এবং আমার দাদুর স্থুলতা তাই তাদের জন্য খাদ্যগ্রহণ তালিকা প্রস্তুত করে নিন্মে উপস্থাপন করা হলঃ

১০ শ্রেণি বিজ্ঞান খাগ্য গ্রহণ পরামর্শ চার্ট

১০ শ্রেণি বিজ্ঞান খাগ্য গ্রহণ পরামর্শ চার্ট ২

এসাইনমেন্ট শেষ


আরো পড়ুনঃ


১০ম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

১০ম শ্রেণির বিজ্ঞান ২য় সপ্তাহের এসাইনমেন্টের মত সকল এসাইনমেন্ট পেতে সমস্যা ও সমাধান নামে ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখো। সেই সাথে এসাইনমেন্টের ফেজবুক গ্রুপে জয়েন করতে পারো। তাহরে তোমরা এসাইনমেন্ট উত্তরগুলো দ্রুত পেয়ে যাবে। নিচে পেজ ও গ্রুপ লিংক দেওয়া হলো।

আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন