৯ম শ্রেণির ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১

৯ম শ্রেণির ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১


তোমাদের ৯ম শ্রেণির ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১ পোস্ট করা হলো। তোমরা নবম শ্রেণির শিক্ষার্থীরা কৃষি শিক্ষা ৮ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর লেখার আগে প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও। 

৯ম শ্রেণির ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১


কৃষি শিক্ষা তোমাদের ৪র্থ বিষয়। তাই সকলকে এই কৃষি শিক্ষা এসাইনমেন্টটি লিখতে হবেনা। শুধুমাত্র তোমরা যারা ৪র্থ বিষয় হিসেবে উক্ত বিষয়টি নিয়েছো তাদেরকেই এটি লিখতে হবে। এই বিষয়টি মানবিক, বিজ্ঞান, বাণিজ্য বিভাগের সবাই নিতে পারো। তবে উচ্চতর গণিত শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং অর্থনীতি শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। তবে তোমরা ইচ্ছা করলে গার্হস্থ্য বিজ্ঞান নিতে পারতে।

নিচে ৯ম শ্রেণির কৃষি শিক্ষা ৮ম সপ্তাহের প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা সেখান থেকে প্রশ্নগুলি ভালো করে পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে। তোমরা ইচ্ছা করলে নিচের নমুনা উত্তরটি অনুসরণ করতে পারো। কিন্তু প্রশ্ন না পড়ে কোনে ভাবেই উত্তর লেখা শুরু করবেনা।


৯ম শ্রেণির ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট প্রশ্ন


এসাইনমেন্ট ক্রমঃ ২
অধ্যায় বা অধ্যায়ের শিরোনামঃ প্রথম অধ্যায়, কৃষি প্রযুক্তি।
এসাইনমেন্ট বিষয়বস্তুঃ 

৪র্থ পরিচ্ছেদ:
  • বীজ সংরক্ষণ
ক্লাশ ১: ধীজ সংরক্ষনের শর্তসমূহ
ক্লাশ ২: বীজ প্রক্রিয়াজাতকরণ ও বীজ সংরক্ষণের গুরুত্ব।
ক্লাশ ৩: বীজ সংরক্ষণের পদ্ধতি

৫ম পরিচ্ছেদ:
  • খাদ্য সংরক্ষণ
ক্লাশ ১: মাছের খাদা সংরক্ষপের প্রয়োজনীয়তা ও সঠিক খাদা সংরক্ষপের পন্ধতি।
ক্লাশ ২: পণশুপাখির খাদা সংরক্ষণের প্রয়োজনীয়তা ও সংরক্ষণের পদ্ধতি ।

৬ষ্ঠ পরিচ্ছেদ:
  • মাছের সম্পূরক খাদ্য
ক্লাশ ১ মাছের সম্প্রক খাদোর পৰিডিতি ও প্রয়োজনীয়তা, সম্পূরক খাদোর উৎস ও উপকারিতা, মাছের পুষ্টিচাহিদা, ও সম্প্রক খাদ্য তার্গিকা।
ক্লাশ ২: মাছের সম্পূরক খাদা প্রস্তুত প্রপালী ও সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি ।
ক্লাশ ৩: পণ পাছির সম্পূরক খাদা , বিডির সম্পূরক খাদ্য তৈরি গু প্রয়োগ পদ্ধতি ।
ক্লাশ ৪: গবাদি পত্তকে আলজি রা লেগুলা খাওয়ানো।

নির্ধারিত কাজঃ 
একজন ধানচাষী চটের বস্তায় ধানের বীজ সংরক্ষণ করে বীজতলায় বপন করলে খুব কম সংখ্যক বীজ অংকুরিত হয়। অনাদিকে এক জন দুগ্ধ খামার মালিক বছরব্যাপী তার গাতীগুলোকে কাঁচা ঘাস সরবরাহ করেন । কিন্তু হঠাৎ বন্যার কারণে তার গাভীগুলো মারাত্বক খাদা সংকটে পড়ে । উপরোক্ত ধানচাষী ও দুগ্ধ খামারী কী কী ব্যবস্থা গ্রহণ করে বীজ ও ঘাস সংরক্ষণ করলে এ সংকটে পড়তেন না। এ ব্যাপারে তোমার মতামতসহ একটি প্রতিবেদন তৈরি কর।

নির্দেশনাঃ 
  • ১. শিক্ষার্থী পাঠাপুস্তকের প্রথম অধ্যায়ের চতৃর্থ ও পঞ্চম পরিচ্ছেদের ধারণা নিবে
  • ২. প্রয়োজনে অভিজ্ঞ কৃষক ও দুগ্ধ খামারির পরামর্শ নিবে
  • ৩. বাৰা মায়ের পরামর্শ নিতে পারে
  • ৪. বিষয় শিক্ষকের সাথে আলোচনা করতে পারে
  • ৫. প্রয়োজনে ইন্টারানেটের সাহায্য নিবে
  • ৬. নিজ হাতে এসাইনমেন্ট লিখবে।
 
৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট ২০২১ নবম শ্রেণি

মূল্যায়ন রুব্রিক্ষঃ 
অতি উত্তম:
১, ধান বীজ সংরক্ষণ ও পবাদী পশ্তর কীচা ঘাস সংরক্ষণ পদ্ধতিগুলি সঠিকভাবে উল্লেখ করলে
২. ধানবীজ সংরক্ষণ ও গবাদী পশুর কাচা ঘাস সংরক্ষণ পদ্ধতির সঠিক বর্ণনা
৩. বর্ণনায় লক্ষনীয় নিজস্বতা ও সৃজনশীলতা

উত্তম:
১. ধানবীজ সংরক্ষণ ও গবাদী পশুর কাচা ঘাস সংরক্ষণ পদ্ধাতির অধিকাংশ নাম উল্লেখ করলে
২. ধানবীজ সংরক্ষণ ও গপবাদী পশুর কাচা ঘাস সংরক্ষণ পদ্ধতির অধিকাংশক্ষেত্রে সংগতিপূর্ণ বর্ণনা 
৩. লেখা আংশিক নিজন্বতা ও সৃজনশীলতা

ভালো:
১. ধানবীজ ও কাঁচা ঘাসের ১টি করে সংরক্ষণ পদ্ধতি উল্লেখ করলে
২. ধানবীঙ্জ সংরক্ষণ ও গবাদী পণ্তর কাচা ঘাস সংরক্ষণ পল্জতির মোটামুটি সংগতিপূর্ণ বর্ণনা
৩. লেখায় সামানামাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা 

অধগতি প্রয়োজন:
১. ধানবীজ ও কাচা ঘাস সংরক্ষন সম্পর্কে ধারণার অভাব
২. ধানবীজা সংরক্ষণ ও কীচা ঘাস সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণার অভাব
৩. লেখায় নিজন্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত

৯ম শ্রেণির ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট ২০২১
৯ম শ্রেণির ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট ২০২১


উপরের প্রশ্নগুলি দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের ৮ম সপ্তাহ কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর কিভাবে লিখতে হবে। তোমাদের সুবিধার্তে নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো। নমুনা উত্তরটি দেখে তোমরা নিজের মত করে লিখতে পারো। তোমরা হয়তো লক্ষ করেছো এসাইনমেন্ট নির্দেশনায় বলা হয়েছে এসাইনমেন্ট নিজ হাতে লিখতে হবে। তাই তোমরা চেষ্টা করবে নিজ হাতে লেখার। না পারলে নমুনা উত্তর থেকে কিছুটা পরিবর্তন করে লিখবে। কিন্তু কোনো ক্রমেই উত্তর হুবুহু লিখবেনা।

৯ম শ্রেণির ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট ২০২১ উত্তর


নমুনা উত্তরটি অনুসরণ করে নিজের মত করে উত্তর লেখার চেষ্টা কর

এসাইনমেন্ট শুরু


আ্যাসাইনমেন্টের শিরোনামঃ কৃষি প্রযুক্তি
প্রতিবেদনের বিষয়ঃ ধান চাষী ও দুষ্ধ খামারী ধানের বীজ ও ঘাস সংরক্ষণে যে যে ব্যবস্থা নিলে তিনি সংকটে পড়তেন না ।
প্রতিবেদন তৈরির তারিখঃ ২১ জুন, ২০২১
প্রতিবেদকের নাম ও ঠিকানাঃ রেজওয়ান রেহান , মেহেরপুর সদর, মেহেরপুর।

ধানচাধীর সমস্যাঃ বীজ ভীষণ অনুভূতি প্রবণ । একটু অসর্তকতার জন্য বিপুল পরিমানে বিজ নষ্ট হয়। এ কারণে একজন ধান চাষী চটের বস্তায় ধানের বীজ সংরক্ষণ করে বীজতলায় বপন করলে খুব কম সংখ্যক বীজ অংকুরিত হয়।

ধানচাষীর ব্যবস্থা গ্রহণঃ .

ধান চাখী ধানের বীজ সংরক্ষণে যে যে ব্যবস্থা নিলে তিনি সংকটে পড়তেন না তা নিম্রুপঃ

(১) বীজ শুকানো ও চটের বস্তায় সংরক্ষণঃ তিনি যদি বীজকে রোদে শুকিযে আর্তা ১২ থেকে ১৩ শতাংশতে আনতেন। অতঃপর বীজগুলোকে চটের বস্তায় বস্তাবন্দি করে গোলা ঘরে রাখতেন । বীজ পোকার উপদ্রব থেকে মিশাতেন।

(২) ধান গোলায় সংরক্ষণঃ ধান সংরক্ষণের জন্য ধানের গোলা ব্যবহার করা হয়। বীজগুলো এমন ভাবে ভরতে হয় যেন এর ভিতর কোন বাতাস না থাকে।

(৩) ডোলে সংরক্ষণঃ ধান সংরক্ষণের জন্য ডোল ব্যবহার করতে পারতেন। তবে ডোল আকারে , ধান গোলার চেয়ে ছোট। তাই ভোলের বীজের ধারণ ক্ষমতা কম।

(8) পলিথিন ব্যাগে সংরক্ষণঃ ৫কে,জি ধারণক্ষমতা বিশিষ্ট পলিথিন ব্যাগে বীজ সংরক্ষন করা হয়। শুকনো বীজ এমনভাবে পলিখিনে রাখতে হবে যেন কোন ফাকা না থাকে এবং ব্যাগে কোন বাতাস না থাকে।

(৫) মটকায় সংরক্ষণঃ মটকা মাটি নির্মিত একটি গোলাকার খেত্র। মটকার ভিতর শুকনো বীজ পুরোপুরি ভর্তি করা হয়। অতঃপর ঢাকনা দিয়ে বন্ধ করে উপরে প্রলেপ দিয়ে বাযুরোধক করা হয়।

(৬) ধানের বীজ রাখার নতুন পদ্ধতি, ইরি কোকুনঃ বেশ বড় আকারের রাবারের একটি ব্যাগ। ওই ব্যাগের মুখ আটকে রাখলে তার মধ্যে কোনো আর্দ্রতা ঢুকতে পারে ন. ফলে সবকিছুই থাকে সতেজ। ব্যাগটির মধ্যে ৪০ থেকে ৫০ মণ ধান রাখা ঘায়। এটাকেই বলা হয় 'ইরি কোকুন”  ধানের বীজ সংরক্ষণের জন্য খুলনার ডুমুরিয়ার বারাতিয়া ও শরাফপুর গ্রামের কৃষকেরা এখন ওই ইরি কোকুনে ধান রাখা শুরু করেছেন। ইরি কোকুন হলো বাংলাদেশে ব্যবন্ৃত বীজ সংরক্ষণে কৃষির সর্বশেষ প্রযুক্তি । এটি একটি ব্লাডারের মতো পাত্র, যেটিতে বীজ রাখলে বড় হয়। এতে বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না, ফলে বীজে আর্রতার পরিমাণ ঠিক থাকে এবং পোকামাকড়েরও কোনো আক্রমণ হয় না। এটি বাড়ির উঠানে রাখলেও রোদ, বৃষ্টি, খরায় বীজের কোনো গুণগত মান নষ্ট হয় না। এই বীজের অঞ্জুরোদৃগমক্ষমতাও খুব বেশি। এটি ফিলিপাইন, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে আগে ব্যবহ্যহ হতো।

দুগ্ধ খামার মালিকের সমস্যাঃ 
একজন দুগ্ধ খামার মালিক বছরব্যাপী তার গাভীগুলোকে কাচা ঘাস সরবরাহ করেন। কিন্তু হঠাৎ বন্যার কারণে তার গাভীগুলো মারাত্বক খাদ্য সংকটে পড়ে।

দুগ্ধ খামার মালিকের ঘাস সংরক্ষণে ব্যবস্থা গ্রহনঃ দুগ্ধ খামারী যদি ৩টি উপায়ে ঘাস সংরক্ষণ করতেন ,বা খাদ্য সংরক্ষণ করতেন তাহলে তিনি খাদ্য সংকটে পড়তেন না। 
উপায় গুলো নিয়নরুপঃ
(১) হে তৈরির মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করলেঃ হে তৈরির বিভিন্ন ধাপ গুলো নিম্নে দেয়া হলঃ

  • (ক) হে তৈরীর জন্য সিম গোত্রীয় ঘাস যেমন, সবুজ খেসারি ,মাসকলাই বেশি উপযোগী।
  • (খ) ফুল আসার সময় গাছ কাটতে হয়।
  • (গ) ঘাস রোদে শুকিযে আদ্রতা ১৫-২০% এর মধ্যে রাখতে হয।
  • (ঘ) ঘাস শুকিয়ে মাচার উপর স্তূপাকারে বা চালা যুক্ত ঘরে সংরক্ষন করতে হয়।
(২) সাইলেজ তৈরীর মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করেঃ সবুজ সাইলেজ তৈরির ধাপগুলো নিয়রূপঃ
  • (ক) সাইলেজ তৈরির জন্য ভুট্টা ,নেপিয়ার, গিনি ঘাস বেশি উপযোগী।
  • (খ) ফুল আসার সময় রসালো অবস্থায় গাছ কাটতে হয।
  • (গ) গাছ কেটে বাযু নিরোধক স্থানে বা সাইলো পিটে রাখা হয়।
  • (ঘ) সাইলো পিটে ঘাস রাখার সময় ঝোলাঞুড়ের দ্রবণ ছিটিয়ে দিতে হয় ।
  • (ঙ) তারপর বাযু চলাচল বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হয়।

৩) খড় তৈরীর মাধ্যমে ফসলের বজ্য সংরক্ষণ করাঃ

আমাদের দেশে বেশির ভাগ কৃষক পরিবারে গরুর জন্য খাদ্য হিসেবে খড় ব্যবহার করা হ্য্‌। গরুকে দৈনিক ৩-৪ কেজি শুকনা খড় দেওয়া হয়। এটি আশ জাতীয় খাদ্য। নিম্নে খড় তৈরির ধাপ গুলো দেওয়া হলঃ

  • (ক) শস্যগাছ (ধান ,ভুট্রা, খেসারি ইত্যাদি গাছ) ক্ষেত থেকে কাটার পর সেগুলো মাড়াই করে শস্যদানা আলাদা করে ফেলা হয় ।
  • (খ) ব্য গাছগুলো রোদে শুকিয়ে আদ্রতা ১৫ থেকে ২০% এর মধ্যে এনে খড় তৈরি করা হয়।
  • গ) খড় সাধারণত গাদা করে রাখা হয় ।


এসাইনমেন্ট শেষ


আশা কারি কৃষি শিক্ষা ৮ম সপ্তাহের এসাইনমেন্টটি তোমরা লিখেছো। তোমাদের যদি ৯ম শ্রেণি ৮ম সপ্তাহ বাংলা এসাইনমেন্টটি না লেখা হয়ে থাকে তাহলে উপরের লিংক থেকে সেটা দেখে লিখে নাও। পরবর্তী ৯ম শ্রেণির ৯ম সপ্তাহের সকল এসাইনমেন্টের উত্তরের জন্য আমাদের সাথে থাকো।

৮ম সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট ২০২১ নবম শ্রেণি


কৃষি শিক্ষা এসাইনমেন্টের ন্যয় সকল বিষয়ের এসাইনমেন্টের জন্য আমাদের সমস্য ও সমাধান নামে ফেজবুক পেজটি লাইক দিয়ে রাখো। অথবা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির এসাইনমেন্ট গ্রুপে জয়েন করো নিচের লিংক থেকে।

আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391

৮ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট ৮ম সপ্তাহ ২০২১


পোস্টটি পড়ার জন্য ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন