৯ম শ্রেণির উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১

৯ম শ্রেণির উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১


মাধ্যমিক পড়ুয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আজকে ৯ম শ্রেণির উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১ নিয়ে আসা হল। তোমরা ৯ম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট লেখার আগে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়বে।

উচ্চতর গণিত এসাইনমেন্ট কিন্তু ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীকে লিখতে হবেনা। শুধুমাত্র তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ছো এবং যারা কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান না নিয়ে ৪র্থ বিষয় হিসেবে উচ্চতর গণিত নিয়েছো তারাই এই এসাইনমেন্টটি লিখবে। 

আরো পড়ুনঃ 

৯ম শ্রেণির উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১

তোমাদের ৯ম শ্রেণির উচ্চতর গণিত বিষয়ের উত্তর লেখার জন্য তোমাদের প্রশ্নগুলো ভালোকরে পড়ে নেওয়া উচিত। প্রশ্নগুলো তোমরা যদি না পেয়ে থাকো তাহলে একটু নিচে লক্ষ করো সেখানে প্রশ্নগুলো দেওয়া আছে সেখান থেকে পড়ে নাও। 

উচ্চতর গণিত ৪র্থ বিষয় বলে গুরুত্ব কম দিলে চলবেনা। অন্য বিষয়গুলোর মত এটাতেও তোমাদের সমান গুরুত্ব দিতে হবে। কারণ এটাও তোমদের অন্য বিষয়গুলোর মত মূল্যায়ন করা হবে।

৯ম শ্রেণির উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন

এসাইনমেন্টের ক্রমঃ ২

অধ্যায়ঃ দ্বিতীয় অধ্যায়, বীজ গাণিতিক রাশি।

এসাইনমেন্টের বিষয়বস্তুঃ 

  • এক চলক বিশিষ্ট বহুপদী: বহুপদীর গুণ ও ভাগ বহুপদীর উৎপাদক বিশ্লেষণ (ভাগশেষ উপপাদ্য ও উৎপাদক উপপাদা)
  • সমমাত্রিক, প্রতিসম এবং চক্র-ক্রমিক রাশি (অনুর্ধা তিন চলক)
  • মুলদ ভগ্লাংশকে আংশিক ভগ্জাংশে প্রকাশ
এসাইনমেন্টের নির্ধারিত কাজঃ এমন দুইটি ত্রিমাত্রিক বহুপদী P(x) ও Q(x) নির্ণয় কর যাদের একটি সাধারণ উৎপাদক (x - 2), ধুবপদ 24 এব জনা উৎগাদকগুলো একমাত্রিক। বহুপদী দুইটির একটিকে হর ও অপরটিকে লৰ ধরে গঠিত ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ কর।

নির্দেশনাঃ উচ্চতর গণিত পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আলোচিত একচলক বিশিষ্ট বছুপদী ও আংশিক ভগ্নাংশে প্রকাশ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে সমস্যার সমাধান করবে। এখানে উল্লেখ যে, এক্ষেত্রে দুইয়ের অধিক ত্রিমাত্রিক বহুপদী নির্ণয় করা সম্ভব৷ তাই সুবিধামত দুইটি ত্রিমাত্রিক বহপদী নিয়ে গঠিত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ কর।

মূল্যায়ন রুব্রিক্সঃ 
২(i) দুইটি ত্রিমাত্রিক বহপরী নিশয়।
২(ii) আংশিক তগ্লাংশের সুত্রে প্রকাশ।
২(iii) আংশিক তগ্লাংশে প্রকাশ।
অতি উত্তম:
সবগুলো অর্জিত হয়েছে।

উত্তম:
যেকোনো ২টি জর্জিত হয়েছে।

ভালো;
যেকোনো ১টি অর্জিত হয়েছে।
অনাথায় অগ্রগতি প্রয়োজন।

৯ম শ্রেণির ৮ম সপ্তাহের উচ্চতর গণিত এসাইনমেন্ট ২০২১
৯ম শ্রেণির ৮ম সপ্তাহের উচ্চতর গণিত এসাইনমেন্ট ২০২১


উপরের প্রশ্নগুলো পড়ে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে অর্থাৎ কিভাবে উত্তর লিখতে হবে। যদি না বুঝে থাকো তাহলে নিচের নুমনা উত্তরটি দেখলে বুঝতে পারবে।

৯ম শ্রেণির উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট ২০২১ সমাধান


এসাইনমেন্ট শুরু


উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২(i)


উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২(ii)


উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২(iii)
উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২(iii) 2
উচ্চতর গণিত ৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২(iii) 2



এসাইনমেন্ট শেষ


৮ম সপ্তাহ উচ্চতর গণিত ৯ম শ্রেণি এসাইনমেন্ট ২০২১


তোমরা যারা ৯ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যায়ন করো তাদের ৪র্থ বিষয়টি লেখা হয়ে গেলো। তোমাদের যে বন্ধগুলো মানবিক বা বাণিজ্য বিভাগে পড়ে তাদের বলবে যে তাদের সকল ৪র্থ বিষয়ের উত্তর বিডি প্রাইমারি সাইটে পাওয়া যাবে।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমরা অতি দ্রুত ও নির্ভূল উত্তর পেতে সমস্যা ও সমাধান নামে ফেজবুক পেজে জয়েন করো। এখানে তোমরা সকল এসাইনমেন্ট সমাধান সহ সকল প্রকার পড়ালেখা ‍বিষয়ক সমাধান পাবে।

আমাদের ইউটিউব লিংক
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
assignment all class (6-9)📝📝

৯ম শ্রেণির উচ্চতর গণিত ৮ম সপ্তাহ

পোস্ট পড়ার জন্য সকলকে ধন্যবাদ।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন