১০ম সপ্তাহ নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১

১০ম সপ্তাহ নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১


তোমরা যারা ১০ম সপ্তাহ নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১ খুজছো তাদের জন্য নিয়ে এলাম এই অ্যাসাইনমেন্টটি। ৯ম শ্রেণির ১০ম সপ্তাহের এসাইনমেন্ট গুলোর মধ্যে ইসলাম শিক্ষা বিষয়টি গুরুত্বপূর্ণ।

৯ম শ্রেণির ইসলাম অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ তোমাদের ইসলাম শিক্ষা ১ম এসাইনমেন্ট এবং এটি তোমাদের ইসলাম বইয়ের ১ম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তোমাদের ১০ম সপ্তাহে দুটি এসাইনমেন্ট লিখতে হবে। তবে তোমরা যে ধর্মের তাদের সেই ধর্মের এসাইনমেন্ট লিখতে হবে। সেই সাথে নবম শ্রেণির ক্যারিয়ার শিক্ষা এসাইনমেন্টটি সবাইকে লিখতে হবে।

{tocify} $title={Table of Contents}

৯ম শ্রেণির ইসলাম শিক্ষা এসাইনমেন্ট লেখার আগে তোমাদের ইসলাম বই থেকে ১ম অধ্যায়টি (আকাইদ ও নৈতিক জীবন) সম্পূর্ণ পড়তে হবে। এবং ভালো করে আয়ত্ব করতে হবে। প্রয়োজনে আকাইদ বিষয়ে আরো জ্ঞান অর্জনের জন্য অনলাইন বা অন্য বইয়ের সহায়তা নিতে হবে।

১০ম সপ্তাহ নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১

৯ম শ্রেণির মুসলিম শিক্ষার্থীদের জন্য আমরা আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা ৯ম শ্রেণি এসাইনমেন্ট নিয়ে হাজির হলাম।

করোনাকালীন সময়ে তোমাদের এসাইনমেন্টটি দেওয়া কারণে তোমাদের কিছুট অগ্রগতী হচ্ছে বলে আমরা মনে করি। তবে তোমরা যদি অনলাইন বা ইউটিউব থেকে হুবুহু লিখে দাও তাহলে কিন্তু তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে না। তাই ৯ম শ্রেণির সকল সাবধান করে বলতে চাই তোমারা নমুনা উত্তরগুলো দেখে কিছুটা পরিবর্তন করে নিজের মত করে লিখবে।

৯ম শ্রেণির ১০ম সপ্তাহ ইসলাম শিক্ষা এসাইনমেন্ট প্রশ্ন

বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা

এসাইনমেন্ট ক্রমঃ ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসইনমেন্ট ১

অধ্যায়ঃ প্রথম (আকাইদ ও নৈতিক জীবন)

এসাইনমেন্ট বিষয়বস্তুঃ

  • ইসলাম পরিচয় ,
  • ইসলামের ভূমিকা , ইসলাম শিক্ষা পাঠের •
  • ইমান ইসলামের সম্পর্ক •
  • ইমানের সাতটি মুল বিষয় । •
  • তাওহিদ ও পরিচয় ও গুরুত্ব
$ads={1}

এসাইনমেন্টের নির্ধারিত কাজঃ  প্রকৃতি ও বিশ্বজগতের শৃঙ্খলা ব্যবস্থাপনা ” শিরােনামে তােমার পাঠ্য বইয়ের ভিত্তিতে এবং কুরআন ও সুন্নাহর অ্যালোকে একটি নিবন্ধ রচনা কর । ( সর্বোচ্চ ২০০ শব্দ )

সংকেত:

১. তাওহিদের পরিচয়
১. সৃষ্টি ভুগতের বাস্তব উদাহরণ ।
৩. আল কুরআন ও সুন্নাহর প্রাসঙ্গিক  উদ্ধৃতি

এসাইনমেন্ট নির্দেশানঃ 
  • পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়ের উপর পর্যাপ্ত ধারণা অর্জন করা
  • প্রয়োজনে বাবা-মা /আঅভিভাবকের সহযোগিতা নেয়া
  • সম্ভব হলে স্থানীয় জামে মসজিদের ইমাম বা খতিব মহোদয়ের সহযোগিতা নেয়া
  • বর্তমান পরিস্থিতির কারণ মোবাইল ৰা যে কোনো ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে বিষয় শিক্ষকের শরপাপর হওয়া
  • ইন্টারনেটের সাহায্য নেয়া
  • সহস্তে নিবন্ধটি লিপিবদ্ধ করা
৯ম শ্রেণির ১০ম সপ্তাহ ইসলাম শিক্ষা এসাইনমেন্ট প্রশ্ন

প্রশ্ন পড়ে নিশ্চয় তোমরা বুঝতে পারছো তোমাদের কিভাবে উত্তর লিখতে হবে। মূলত তোমাদের ”প্রকুতি ‍ও বিশ্বজগতের সুশৃঙ্খল ব্যবস্থাপনা” বিষয়ে একটি নিবদ্ধ লিখতে হবে।

১০ম সপ্তাহ নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর

এসাইনমেন্ট শুরু
”প্রকুতি ‍ও বিশ্বজগতের সুশৃঙ্খল ব্যবস্থাপনা” 

১০ম সপ্তাহ নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১.pdf_page_1

১০ম সপ্তাহ নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১.pdf_page_2




এসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ৯ম শ্রেণি এসাইনমেন্ট ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দিতে পেরে আমরা গর্বিত। এভাবে ৬ষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত  এসাইনমেন্ট গুলো আমরা তোমাদের সরবরাহ করতে চাই। 

তোমাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট ফেজবুক পেজ ও একটি এসাইনমেন্ট গ্রুপ খোলা হয়েছে। সেখানে তোমরা এসাইনমেন্ট নিয়ে পরস্পরের সাথে আলোচনা করতে পারবে। তাই আর দেরি না কের নিচের লিংক থেকে জলদি পেজে লাইক ও গ্রুপে জয়েন করে ফেলো।

আমাদের ইউটিউব লিংক
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
assignment all class (6-9)📝📝

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন