মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা হলো ১২তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা সপ্তম শ্রেণি এসাইনমেন্ট উত্তর ২০২১। তোমরা দ্বাদশ সপ্তাহে দুটি এসাইনমেন্ট লিখছো। একটি হলো বিজ্ঞান ও অন্যটি কর্ম ও জীবনমুখী শিক্ষা।
{tocify} $title={Table of Contents}
সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কর্ম ও জীবনমুখী শিক্ষা উত্তর যারা খুজছিলে তাদের জন্যই আজকের পোস্টটি। তোমাদের অনেকেই হয়তো দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান অ্যসাইনমেন্টটি লিখে ফেলেছো। তারা এখন এই কর্ম ও জীবনমুখী শিক্ষা সপ্তম শ্রেণি assignment টি লিখবে।
কর্ম ও জীবনমুখী এসাইনমেন্ট তোমাদের জন্য খুবই সহজ হবে। তোমরা নিজের মত করে এটি লিখতে পারবে। তবে এটা লেখার জন্য একটি নমুনা উত্তর প্রয়োজন। আমরা তোমাদের সেই নমুনা উত্তরটি প্রদান করবো। তোমরা সেটা থেকে ধারণা নিয়ে নিজের মনের মত করে লিখতে পারো।
১২তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা সপ্তম শ্রেণি এসাইনমেন্ট উত্তর ২০২১
তোমরা যারা আজকের এসাইনমেন্টটি লিখতে চাও তারা অবশ্যই প্রশ্নগুলো পড়ে লেখা শুরু করবে। এবং প্রশ্নের নির্ধারিত কাজ এবং নির্দেশনা এই দুটি অংশ মনোযোগ সহকারে পড়বে। এবং সর্ব্বোচ্চ বোঝার চেষ্টা করবে।
প্রিয় ৭ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নটি ইমেজ আকারে সংরক্ষন করতে পারো। সংরক্ষণ করতে ছবির উপর ক্লিক কর এবং সেভ কর। তাহলে চলো ৭ম শ্রেনির ১২ সপ্তাহের কর্ম ও জীবনমুখী প্রশ্নটি দেখে নিই।
দ্বাদশ সপ্তাহের সপ্তম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট প্রশ্ন
এসাইনমেন্ট ক্রমঃ সপ্তম শ্রেণির কর্ম ও জীবনমূখী শিক্ষা এসাইনমেন্ট ২
অধ্যায়ঃ প্রথম, কর্ম ও মানবিকতা।
পাঠ ২: কঠোর কায়িক শ্রমের নিদর্শন
পাঠ ৩ ও ৪: কায়িক শ্রমের গল্প
পাঠ ৫ ও ৬: মেধা শ্রমের
পাঠ৭ ও ৮: মেধা শ্রমের অনুশীলন
পাঠ ৯: মেধাশ্রমের গল্প
পাঠ ১০ আত্মমর্ধাদা বজায় রেখে কাজ করা
পাঠ ১১ ও ১২: চল আত্মমর্যাদাবান হই
পাঠ ১৩; কাজে সফলতা ও আত্মবিশ্বাস
পাঠ ১৪- ১৬: এসো আত্মবিশ্বাসী হই
পাঠ ১৭ কাজের ক্ষেত্রে সৃজনশীলতা
পাঠ ১৮-২০: সৃজনশীলতা কেন প্রয়োজন
নির্ধারিত কাজঃ তুমি আত্মমর্যাদাবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে কীভাবে গড়ে তুলতে পারো তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন কর।
নির্দেশনাঃ তোমার পরিবার বা আত্মীয় ত্বজনের মধ্যে এমন একজনকে বেছে নাও। ধিনি আত্মমর্যাদাবান হিসাবে সমাজে পরিচিত । স্বাস্থ্য সুরক্ষা নীতি বজায় রেখে সমাজে আত্মবিশ্বাসী হিসাবে নিজেকে গড়ে তুলছেন সে বিষয়ে তথ্য সংগ্রহ কর। ৭ম শ্রেণির প্রথম অধ্যায় পাঠ ১০-১৬ পাঠের সহায়তা নিবে।
৭ম শ্রেণির দ্বাদশ সপ্তাহের কর্ম ও জীবনমূখী শিক্ষা এসাইনমেন্ট ২০২১ |
প্রশ্ন নিয়ে কিছু কথাঃ উপরের প্রশ্নগুলো পড়ে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে তোমাদের কী করতে হবে। তাহলে আর দেরি কেন চলো আমরা একটি নমুনা উত্তর দেখে আসি। তবে তোমাদের অনুরোধ করবো সম্পূর্ণ পোস্টটি পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে। কারণ আমরা তোমাদের অনেক টিপস দিয়ে থাকি যেটা এসাইনমেন্ট উত্তর অংশের মেধ্য আমরা লিখিনা।
১২তম সপ্তাহের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কর্ম ও জীবনমুখী শিক্ষা উত্তর
আত্মমর্যাদাবান ও আত্মবিশ্বাসী হওয়ার কর্ম পরিকল্পনা
আত্মমর্যাদা অর্থ নিজের সম্মান, বা মর্যাদা অর্থাৎ আত্মমর্যাদা বলতে সাধারণত আমরা বুঝে থাকি নিজের কাছে নিজের সম্মান ও মানুষ হিসেবে নিজের পরিচয় সম্পর্কে সচেতন থাকা বা আত্মমর্যাদা হলো নিজের চারপাশে বা নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকা এবং সে অনুযায়ী কাজ করা। আর এই আত্মমর্যাদা সম্পন্ন হওয়ার জন্য জগতের সবার লড়াই।
$ads={1}
আত্মমর্যাদা তৈরি হলে অর্থাৎ আত্মমর্যাদা বৃদ্ধি পেলে একজন মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তাই নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে আমাদের আত্মমর্যাদাবান হওয়া প্রয়োজন। আর এই আত্মমর্যাদা তৈরি করতে যে কাজগুলো পয়োজন তা হলো নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা, ন্যায় কাজ করতে লজ্জাবোধ না করা। নিজের কোন রকম প্রতিবন্ধকতা থাকলেও নিজের ক্ষমতা ও সামর্থ্য সম্মান জানানো এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ইত্যাদি।
নিজেকে আত্মমর্যাদাবান ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে আমার কর্ম পরিকল্পনাঃ
- নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমি আমার প্রতিভাকে বিকশিত করি।
- নিজের মননশীলতার পরিচয় ফুটিয়ে তুলতে সবার সাথে মানবিক আচরণ করি।
- নিজের ভূল ভ্রান্তি নিজেই সংশোধন করার চেষ্টা করি।
- নিজের কাজকে নিজে প্রাধান্য দিয়ে ভালো কিছু করার জন্যে চেষ্টা করি।
- কায়িক শ্রমকে ছোট করে না দেখে যথেষ্ট কায়িক শ্রম দেওয়ার চেষ্টা করি।
- উন্নয়ন ও সৃজনশীলমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি।
- আমি সবসময় সঠিক কাজ সঠিক সময়ে করার চেষ্টা করি। কোন কাজ ফেলে রাখি না।
- কোন কাজে ভয় পেয়ে পিছে হটে যাই না বরং আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করি।
- ন্যায় কাজ করতে কখনো লজ্জাবোধ করি না।
- নিজের মতামত প্রকাশ করি এবং অন্যের মতামতকে শ্রদ্ধা জানাই।
- কোথাও অন্যায় হতে দেখলে প্রতিবাদ করি।
- বিপদ আপদে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।
- বিভিন্ন কাজে নিজের রুচিশীলতার পরিচয় দিয়ে থাকি।
- শ্রেণি শিক্ষক এবং বড়দের সম্মান করি।
- কখনো শ্রেণি কাজ বাকি রেখে ফাঁকি মূলক কাজ করি না।
আমি আশা করি উপরের কর্ম পরিকল্পনাটি আমি সঠিকভাবে পালন করতে পারলে আমি একজন আত্মমর্যাদাবান ও আত্মবিশ্বাসী মানুষ হতে পারবো।
আরো পড়ুনঃ
- ১৩তম সপ্তাহের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান বাংলা
- ১২ সপ্তাহের ৭ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১
শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় উপরের উত্তরটি লেখা শেষ করেছো। তোমাদের কারো যদি বিজ্ঞান এসাইনমেন্টটি লিখতে এখনো বাকি থাকে তাহলে উপরের লিংক থেকে লিখে নিতে পারো। উপরের এসাইনমেন্টটিতে তোমরা নাম পরিবর্তন করলেই কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। তাই তোমরা একই নাম কিন্তু ব্যবহার করবেনা।
শেষকথাঃ তোমাদের মনে এসাইনমেন্ট নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। সকল প্রশ্নের উত্তর পেতে নিচে কমেন্ট কর। তবে তোমাদের কয়েকটি প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।
উত্তরঃ এটি ৭ম শ্রেণির কর্ম ও জীবনমুখী এসাইনমেন্ট ক্রম ২
প্রশ্নঃ আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির নাম কী আমরা সবাই ব্যবহার করতে পারবে?
উত্তরঃ না, সবাই নিজের মত করে নাম পরিবর্তন করে নেবে।
কর্ম ও জীবনমুখী শিক্ষা ৭ম শ্রেণি এসাইনমেন্ট
আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
৭ম শ্রেণির ১২ সপ্তাহের কর্ম ও জীবনমুখী এসাইনমেন্ট ভিডিও