প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেরিতে হলেও প্রকাশ করলাম তেমাদের কাঙ্খিত ৮ম শ্রেণির ১৫ সপ্তাহের এসাইনমেন্ট কর্ম ও জীবনমুখী শিক্ষা। তোমরা এখানে ৮ম শ্রেণির ১৫তম সপ্তাহের জীবন ও কর্মমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ নির্ভূল ও মানসম্মত নমুনা উত্তর পেয়ে যাবে।
{tocify} $title={Table of Contents}
চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাসাইনমেন্ট লেখা শুরুর আগে প্রশ্নগুলো দেখে নিই।
আরো পড়ুনঃ
১৬ সপ্তাহের ৮ম শ্রেণির ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কর্ম ও জীবনমুখী শিক্ষা ১৫তম সপ্তাহ প্রশ্ন
৮ম শ্রেণির ১৫তম সপ্তাহের জীবন ও কর্মমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
আত্মমর্যদা হলো সম্মানবোধ, নিজে সৎ ও নির্ভেজাল থাকা। সেই দিক দিয়ে বিচার করলে আমি অবশ্যই নিজেকে আত্মমর্যাদা সম্মন্ন মনে করি। আমি সর্বদা সত্য কথা বলি, সেই সাথে আমি কোনো খারাপ কাজ করিনা। সমাজের মানুষের ভালো করার চেষ্টা করি। বড়দের শ্রদ্ধা করি ছোটদের স্নেহ করি। নিজের ছাত্রজীবনের কাজ যথাযথ পালন করি। এমন কোনো কাজ করিনা যাতে মানুষ আমাকে খারাপ বলে। তাই আমি মনে করি সমাজের সবার কাছে আমার সম্মান রয়েছে।
আমার বাবার আত্মমর্যাদা নিচের মানের ভিত্তিতে একটি ছকে তুলে ধরা হলোঃ
৫০-৩৬: খুব ভালো, তিনি প্রায়ই একজন আত্মমর্যাদাবান মানুষ । সদাসর্বদা এইভাবে মর্দাবান হয়ে থাকার চেষ্টা করতে হবে।
৩৫-১৬: তাঁর মধ্যে আত্মমর্যাদাবান হওয়ার সকল উপাদান বিদ্যমান তবে তাকে চেষ্টা করতে হবে আত্মমর্ধাদাবান হওয়ার জন্য।
১৫ ও এর নিচে: তাকে আত্মমর্ধাদাবান হতে চেষ্টা করতে হবে। ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন।
এবার ছকে মান বসানো হলো
ক্রম |
নির্দেশনা |
সবসময় |
মাঝেমধ্যে |
কম |
১০ |
৭ |
৩ |
||
১ |
কর্তব্যপরায়নতা |
৯ |
|
|
২ |
নিয়মানুবর্তীতা |
৭.৫ |
|
|
৩ |
স্বনির্ভরতা |
৮.৫ |
|
|
৪ |
মানবতা |
১০ |
|
|
৫ |
মূল্যবোধ |
৮ |
|
|
আরো পড়ুনঃ
- ১৫ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
অষ্টম শ্রেণি বিজ্ঞান: ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও সমাধান ২০২১
তোমাদের ১৬ সপ্তাহের ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্টের জন্য আমাদের নিচের ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখো।
অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কর্ম ও জীবনমুখি সমাধান ২০২১ ১৫ সপ্তাহ
আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন