{tocify} $title={Table of Contents}
আজকের এই বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১৫ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর লেখার আগে চলো দেখে নেওয়া যাক ১৬ সপ্তাহে তোমাদের কী কী অ্যাসাইনমেন্ট থাকতে পারে।
সামনের সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ১৬ সপ্তাহের ৮ম শ্রেণির ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
- ১৬ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট
৮ম শ্রেনির ১৫ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
তোমরা নিশ্চয় ভাবছো অ্যাসাইনমেন্ট প্রোগ্রাম তো শেষ হয়ে যাওয়ার কথা তাহলে আবার ১৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কোথা থেকে আসবে। আমরা শুধু তোমাদের এটা বলতে চাই যে যদি ১৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখতে হয়ে তাহলে কোনটা লিখতে হবে। যদি না লেখা লাগে তাহলে তো তোমাদের ঝামেলা শেষ হয়ে যায়।
আরো পড়ুনঃ
- ১৫ সপ্তাহের ৮ম শ্রেণির কর্ম ও জীবনমুখী অ্যাসাইনমেন্ট উত্তর
- ১৪ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কী ১৫ সপ্তাহের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত প্রশ্নের পিডিএফটা ডাউনলোড করেছো? যদি না করে থাকো তাহলেও কোনো চিন্তা নেই। আমরা তেমাদের প্রশ্নের লেখা তো দিবোই সাথে সাথে ১৫ সপ্তাহ বিজ্ঞান প্রশ্নের ছবি সহ দিবো।
তো চলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা আমরা সবার আগে বিজ্ঞান ১৫ সপ্তাহের অষ্টম শ্রেণির প্রশ্নগুলো দেখে নিই।
১৫ সপ্তাহের ৮ম শ্রেনির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২১
বিষয়ঃ বিজ্ঞান
শ্রেণিঃ অষ্টম
অধ্যায়ঃ সপ্তম অধ্যায় (পৃথিবী ও মহাকর্ষ)
অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ক্রম ৪
বিষয়বস্তুঃ
পাঠ-১ : মহাকর্ষ
পাঠ-২-৩ : অভিকর্ষ ও অভিকর্ষজ্ ত্বরন
পাঠ-৪ : ভর ও ওজন
পাঠ-৫ : ভর ও ওজনের সম্পর্ক
পাঠ-৬ : পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ্ তরণ ও বন্তুর ওজন
পাঠ ৮-৯ : লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য : ওজনহীনতা
$ads={1}
নির্ধারিত কাজঃ
একটি কাগজ ও একটি ছোট ভারী বল নিয়ে এই পরীক্ষণটি সম্পন্ন করো
১) প্রায় ১০ ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দাও ও কী ঘটছে লক্ষ্য করো।
২) কাগজটিকে মুড়িয়ে একটি গোল বলের মতো তৈরি করো এবং বস্তুদুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করো।
কারণ বিশ্লেষনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো। সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যেক্ষণ ধারাবাহিকভাবে লিখ।
সংকেতঃ
ক) উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময়ে মাটিতে পড়ছে কিনা, কারণ বিশ্লেষণ, অভিকর্ষজ ত্বরনে ও ভরের প্রভাব
খ) মহাকর্ষ ও অভিকর্ষ সুত্রের সঠিক ব্যবহার
নির্দেশনাঃ
- এই আ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের এই অধ্যায়ের সকল পাঠ সম্পন্ন করতে হবে।
- প্রয়োজনে অন্যের সাহায্য নিতে হবে
বিজ্ঞান প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে মহাকর্ষ বল ও অভিকর্ষ বল নিয়ে তোমাদের প্রশ্ন করা হয়েছে। এটি খুব মজার একটি বিষয়। এটা নিয়ে সত্যিকার মজার একটি ভিডিওর লিংক নিচে দেওয়া হবে সেখান থেকে তোমরা মজার বিষয়টা দেখে নিতে পারবে।
আজকের প্রশ্নে তোমাদের একটি পরীক্ষা করার কথা বলা হয়েছে সেই সাথে পরীক্ষার পরিকল্পনা, পরীক্ষণ, পর্যবেক্ষণ, ও সীদ্ধান্ত নিয়ে আলোচনা করতে হবে। সেই সাথে মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করতে হবে।
১৫ সপ্তাহের ৮ম শ্রেনির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
এসাইনমেন্ট শুরু
কাগজ ও ছোট ভারী বলের মাটিতে পড়ার পরীক্ষাঃ
প্রয়োজনীয় উপকরণঃ কাগজ, ছোট বল
পরীক্ষণঃ
১) কাগজ ও বলটি ১০ ফিট উচ্চতা থেকে ছেড়ে দিলে প্রথমে বলাটি ও পরে কাগজটি মাটিতে পৌঁছায় ।
২) কাগজ মুড়িয়ে গোল বল ও ছোট ভারী বলটি আবার ১০ ফিট উচ্চতা থেকে ছেড়ে দিলে আবারও ছোট ভারী বলটি আগে ও কাগজের ঐ' বলটি পরে মাটিতে পৌঁছায় ।
$ads={2}
পর্যবেক্ষণঃ
- মহাবিশ্বের প্রাতিটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষন করে । একে মহাকর্ষ বলে । পৃথিবী কোনো বস্তকে যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষনই অভিকর্ষ ৷ অভিকর্ষর প্রভাবেই কোনো বস্তু উপরের দিকে ছুড়ে দিলে তা আবার পৃথিবীতে ফিরে আসে উদ্দিপকের কাগজটি বল অপেক্ষা হালকা হবার কারনে তার উপর অভিকর্ষ বল কম । অন্যদিকে বল ভারী হবার কারনে তার উপর পৃথিবীর আকর্ষন বেশি । তাই প্রথমে বলটি ও পরে কাগজটি মাটিতে পৌছায়।
- আবার দ্বিতীয় বার কাগজটিকে মুড়িয়ে একটি গোলাকার বলের মতো করা হলেও এর ভরের কোনো পরিবর্তন হয় না। তাই দ্বিতীয় বারও প্রথমে ভারী বলটি ও পরে কাগজের বলটি মাটিতে পৌছায়।
সিদ্ধান্তঃ
অভিকর্ষ বল বস্তুর ভরের উপর নিউরশীল। অর্থাৎ, " বস্তুর ভর যত বেশি তার উপর পৃথিবীর আকর্ষণ বল ও তত বেশি”
এসাইনমেন্ট শেষ
আরো পড়ুনঃ
- ১৫ সপ্তাহের ৮ম শ্রেণির কর্ম ও জীবনমুখি শিক্ষা অ্যাসাইনমেন্ট
- ১৬ সপ্তাহের ৮ম শ্রেণির ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
- ৭ম শ্রেণির বিজ্ঞান ১৫ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
- ১৪ সপ্তাহের ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২১
$ads={2}
অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা তোমাদের উত্তরটি কেমন লাগলো নিচে কেমন্ট এ জানিও। তোমাদের জন্য আমরা সম্পূর্ণ নির্ভূল নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমাদের ১৫ সপ্তাহের কর্ম ও জীবনমুখি শিক্ষা এসাইনমেন্টটি পড়ার আমন্ত্রণ রইলো। সেই সাথে তোমাদের বলতে চাই তোমাদের জেএসসি সাজেশন ও সকল সমস্যার জন্য আমাদের সাথে থেকো আমাদের নিচের ফেজবুক পেজে লাইক দেওয়ার মাধ্যমে।
অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিজ্ঞান সমাধান ২০২১ ১৫ সপ্তাহ
আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
সতর্কতাঃ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি উত্তরগুলে হুবুহু কপি করো। যদি এমনটি করে থাকো তবে আজ থেকেই বাদ দিয়ে দাও। কারণ তোমাদের বিদ্যালয়ের স্যারদের মাধ্যমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে বলে দেওয়া হয়েছে যে কেউ অ্যাসাইনমেন্ট নকল করলে তার অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে। তাই তোমরা হুবুহু নকল না করে একটু পরিবর্তন করে লিখবে। নমুনা উত্তরটি লিখতে যাদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাদের জানাবে।