আগামী ১২ সেপ্টেমর শুরু হতে যাচ্ছে প্রাথমিক সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠাণের শ্রেণি কার্যক্রম। সেই শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য কিছু জরুরী নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা গুলোর মধ্যে একটি হচ্ছে করোনাকালীন সময়ে বিদ্যালয় reopen করার জন্য বিদ্যালয়ের সামনের গেটে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য করনীয় ও বর্জনীয় কিছু নির্দেশনা লিখে দিতে হবে।
প্রায় ১৮ মাস বিদ্যালয় বন্ধ, এই সময়ে শিক্ষার্থী সহ আমরা সকলে অবগত আছি যে করোনাকালীন সময়ে আমাদের করণীয় বর্জনীয় বিষয়। তবুও শিক্ষার্থী ও অভিভাবককে মনে করিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের করণীয় বিষয়াবলীঃ
- বাড়ি থেকে বের হওয়ার সময় কাপড়ের মাস্ক পরিধান করতে হবে।
- বিদ্যালয় প্রবেশের সময় ইনফ্রারেড থার্মমিটার দিয়ে শরীরের তাপমাত্র মেপে প্রবেশ করতে হবে।
- ক্লাসরুমে প্রবেশের পূর্বে জীবানুনাশক দিয়ে হাত পরিষ্কার করতে হবে।
- আগমন ও প্রস্থানের সময় লাইন ধরে তিন ফিট দুরুত্ব বজায় রাখতে হবে।
- পানির বোতল বাড়ি থেকে নিয়ে আসতে হবে।
- হাঁচি কাশি দেওয়ার সময় হাতের কনুই বাঁকা করে নাক চেপে হাঁচি দিতে হবে।
- বিদ্যালয় থেকে বাসায় গিয়ে পোশাক রোঁদে বা উচ্চ তাপমাত্রায় শুকাতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বর্জনীয় বিষয়াবলীঃ
- বিদ্যালয় ও আশেপাশে জনসমাগম করা যাবেনা।
- একই গ্লাসে পানি পান থেকে বিরত থাকতে হবে।
- বাইরের কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
- পশু-পাখির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।
- করমর্দন/হ্যন্ডশেক/কোলাকুলি পরিহার করতে হবে।
- পরস্পর থেকে ৩ফুট দুরুত্ব বজায় রাখতে হবে।
উপরোক্ত নির্দেশনা বাদে পাঠকদের কিছু সাজেশন থাকলে কমেন্টে জানান।
Tags:
প্রাথমিক শিক্ষা