প্রাথমিক বিদ্যালয়ের স্কুল reopen সংক্রান্ত কতিপয় জরুরি নির্দেশনা অনযায়ী ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে প্রতিবেদন দেওয়ার কথা বরা হয়েছে ৮/০৯/২০২১ তারিখের মধ্যে।
স্কুল reopen সংক্রান্ত কতিপয় জরুরি নির্দেশনাঃ
# প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর স্কুল বন্ধ থাকার পর আগামী ১২/০৯/২১ থেকে কর্তৃপক্ষ স্কুলগুলো reopen করার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন।
স্কুলগুলো পূনরায় চালুর পূর্বপ্রস্ততি গ্রহণের জন্য নিম্নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হলো:
১। আগামী তিনদিনের মধ্যে আবশ্যিকভাবে স্কুলের আঙিনা, শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, টয়লেট/ওয়াশব্লক পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করতে হবে।
২। ভবনের ছাদ, টিনের চালা পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখতে হবে। স্কুলের কোথাও পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
৩। সুষ্ঠুভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করতে হবে।
৪। টিউবওয়েল/পানির লাইনে সমস্যা থাকলে তা অতি দ্রুত মেরামত করতে হবে।
৫। হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬। প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান, স্যাভলন/ডেটল, ব্লিচিং পাউডার ইত্যাদি) পর্যাপ্ত পরিমানে স্কুলে মজুদ রাখতে হবে।
৭। প্রত্যেক শিক্ষার্থীর জন্য দুইটি করে তিন স্তর বিশিষ্ট/কাপড়ের তৈরি মাস্ক (ধুয়ে পূনরায় ব্যবহারযোগ্য) প্রস্তুত রাখতে হবে।
৮। Infrared থার্মোমিটার কার্যকর আছে কিনা তা নিশ্চিত হতে হবে। সমস্যা থাকলে ঠিক করতে হবে/নতুন কিনতে হবে।
৯। স্কুলের ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর, স্ক্রিন, সাউন্ড সিস্টেম ইত্যাদি সচল রাখতে হবে।
১০। প্রতিটি স্কুলের শতভাগ শিক্ষক/কর্মচারীর COVID-19 ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে। গুরুতর অসুস্থ, গর্ভবতী ও সন্তানকে স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন গ্রহণের ব্যবস্থা নিতে হবে।
১১। স্কুল reopen সংক্রান্ত আপডেট তথ্য/নির্দেশনা সম্পর্কে সর্বদা জ্ঞাত থাকতে হবে এবং তদনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১২। স্কুলে অবস্থানকালীন প্রত্যেকটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে হবে।
১৩। প্রদত্ত নির্দেশনাসমূহ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশার প্রতি মমত্ববোধ সৃষ্টির মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরণের অবহেলা/শৈথিল্য পরিলক্ষিত হলে তজ্জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
বিশেষ দ্রষ্টব্য: আগামী ০৮/০৯/২১ তারিখের মধ্যে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণপূর্বক আমার messenger এ প্রতিবেদন পাঠানোর জন্য বিশেষভাবে বলা হলো।
(সূত্র: ০৪/০৯/২১ তারিখে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় DG স্যারের প্রদত্ত নির্দেশনা)