২০২৩ সাল থেকে নতুন একটি কারিকুলাম চালু হতে চলেছে এই কারিকুলাম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এর অনুমোদন পাওয়া গেছে।
প্রাথমিক শিক্ষায় কারিকুলাম প্রথমদিকে কি পরিবর্তন নিয়ে আসছে তা জানার জন্য অনেকের মনে কৌতুহল হচ্ছে। আমরা আজকে দেখে নিব ২০২৩ সালের নতুন কারিকুলাম এর প্রাথমিক পর্যায়ে অর্থাৎ পাইলট প্রোগ্রামিংয়ে প্রাথমিক শিক্ষায় নতুন কী অন্তর্ভুক্ত হচ্ছে।
২০২৩ সালের নতুন কারিকুলামে প্রাথমিক শিক্ষায় যে বিষয়গুলো থাকছে।
- প্রাক-প্রাথমিক শিক্ষা এক বছরের পরিবর্তে দুই বছর হবে।
- শিক্ষাক্রম অনুযায়ী, প্রথম ও তৃতীয় শ্রেণির আগে স্কুলে কোনো পরীক্ষা থাকবে না। শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারা বাহিকভাবে মূল্যায়ন হবে।
- প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে শিখনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন হবে শতভাগ।
- চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে শিখনকালীন মূল্যায়ন হবে ৬০ শতাংশ। বাকি ৪০% সামষ্টিক মূল্যায়ন হবে।
- প্রাথমিকের জন্য আটটি বিষয় নির্বাচন করা হয়েছে। এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি। এর মধ্যে 'ভালো থাকা’ এবং “শিল্প ও সংস্কৃতি বিষয়ে আলাদা বই থাকবে না। এগুলো শিক্ষকেরা শেখাবেন।
- প্রাথমিকে ৫০০ জন শিক্ষককে মাস্টার ট্রেনিং দেওয়া হবে। সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে ডিসেম্বরে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা পরে নিজ নিজ জেলার শিক্ষকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
- পাইলটিং হিসেবে প্রথমে শহর গ্রাম ও হাওড়-চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার স্কুল নির্বাচন করা হবে। সেখানে প্রথম ও ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলামে করা হবে পাইলটিং।
- ২০২৩ সালে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম শিক্ষাক্রম চালু অষ্টম শ্রেণি; ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি ও অষ্টম ও নবম শ্রেণি; ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি; ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে নতুন কারিকুলাম।
- আগামী বছর পাইলটিং হিসেবে ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চালু হবে।
- এক ধর্মের শিশু অন্য ধর্মও জানবে। যাতে সব শিশুর মধ্যে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জন্মায়।
Tags:
প্রাথমিক শিক্ষা