প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থী অথবা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে প্রাথমিক সহকারী শিক্ষক নিযোগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টনের সাথে সাথে অল্প সময়ে প্রস্তুতির বিষয়ভিত্তিক কিছু টিপস দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন
বাংলা (২০) |
বাংলা সাহিত্য-৩ বাংলা ব্যাকরণ-১৭ |
গণিত (২০) |
পাটিগণিত ৮/৯ বীজগণিত- ৫/৬ জ্যামিতি-৫ |
ইংরেজি (২০) |
গ্রামার-১৯ লিটারেচার- ১ |
সাধারণ জ্ঞান (২০) |
বাংলাদেশ বিষয়াবলী
৭/৮ আন্তর্জাতিক বিষয়াবলী ৫/৬ সাম্প্রতিক বিষয়াবলী
৫/৬ |
মৌখিক পরীক্ষা (২০) |
২০ |
মোট |
১০০ |
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি
প্রথমে লিখিত হবে তবে তা এমসিকিউ পদ্ধদিতে। লিখিত পরীক্ষায় ৮০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর অর্থাৎ ৮০ নম্বর। একটি ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে অর্থাৎ ৪টি ভূল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
লিখিত পরীক্ষায় উত্তির্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষার জন্য ২০ নম্বর থাকবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক টিপস
প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ প্রশ্ন নিয়ে অনেকে অনেক ধরণের মন্তব্য করে। পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই উপরের সিলেবাসের প্রতিটি অংশ ভালেভাবে পড়তে হবে। তবে যারা একটু ফাকি দিয়ে পড়তে চান অথবা অল্প সময়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাদের জন্য নিচে কিছু বেশি ও কম গুরুত্বের সিলেবাস দেওয়া হলো
বাংলাঃ(বেশি গুরুত্ব দিয়ে পড়বেন)
2. কারক →১-৩টি
3.লিঙ্গান্তর →১টি
4. প্রকৃতি ও প্রত্যয় →১টি
5. বিরাম চিহ্ন→১টি
6. সমাস →১-২ টি
7. কবিতার চরণের লেখক →১টি
৪. বাগধারা →১-২ টি
9. বিপরীতার্থক শব্দ → ১-৩টি
10. সমার্থক শব্দ → ১-৪ টি
11. ছদ্মনাম →১টি
12. এক কথায় প্রকাশ → ১-২টি
13. শুদ্ধ বানান → ১-২টি
14. সাহিত্যকর্ম → ১-৩টি
বাংলা ( কম গুরুত্ব দিয় পড়বেন)
2. স্বরভঙ্গি → ১টি
3.বাচ্য → ১টি
4. সাধু ও চলিত রুপ → ১টি
5. সারাংশ → ১টি
6. উপসর্গ → ১টি
৭. ধবনি ও শব্দ→ ১টি
৪. পদ → ১টি
গণিতঃ(বেশি গুরুত্ব দিয়ে চর্চা করবেন)
2. অনুপাত → ৯ ১টি
3, শতকরা → ১-২টি
4. সুদকষা → ১টি
5. লাভ-ক্ষতি → ১টি
6. ভগ্নাংশ → ১-২টি
7. সরল সমীকরণ → ১-৩টি
9. বীজগণিতের সূত্রাবলি → ১-৩ টি
10. গড় → ১-২ টি
11. উৎপাদক → ১টি
12. গ.সা.গু ও ল.সা.গু→ ১-২ টি
13. পরিমিতি→ ১টি
14. কোণ → ১টি
15. সময,দূরত্ব → ১টি
কম গুরুত্ব দিয়ে চর্চা করবেন
2. বর্গ → ১টি
3. চতুর্ভূজ → ১টি
4, বারের নাম নির্ণয়→ ১টি
5.সেট → ১টি
6. তথ্য উপাত্ত → ১টি
ইংরেজিঃ(বেশি গুরুত্ব দিবেন)
2. Parts of speech → ১-2 টি
3. Number → ১টি
1. Article → ১ টি
5. Right from of verb → ১-৩ টি
6. Voice →১ টি
7. Noun → ১ টি
8. Narration → ১টি
9. Preposition → ১-২টি
10. Spelling → ১টি
11. Correction → ১-৩টি
12. Synonym → ১-৩টি
14. Antonym → ১-২ টি
ইংরেজি কম গুরুত্ব দিবেন
2. Idioms → ১-২ টি
3. Gender → ১টি
4. Transformation → ১টি
5. Gerund & Participation→ ১টি
6. Connectors → ১টি
7. Literature → ১টি
8. Proverb → ১টি
সাধারন জ্ঞানঃ(বেশি গুরত্ব দিয়ে পড়বেন যেগুলো)
2, প্রাচীন জনপদ → ১টি
3. বাংলাদেশের নদ-নদী → ১টি
4. মানবদেহ → ১টি
5. শব্দ → ১টি
6. জাতিসংঘ ও অন্যান্য সংগঠন → ১-২টি
7. প্রাচীন বাংলার ইতহাস → ১-৩ টি