এক কথায় প্রকাশ তৃতীয় শ্রেণি |
প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক কথায় প্রকাশ বাংলা ব্যাকরণ এর একটি অংশ। অনেকে গুগলে এক কথায় প্রকাশ সার্চ করেন সেখানে বিভিন্ন পরীক্ষায় আসা এক কথা প্রকাশ পাওয়া যায়। তবে সেগুলো অনেক বেশি সংখ্যক থাকে যা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে অতগুলো পড়া সম্ভব নয়। এক কথায় প্রকাশ তৃতীয় শ্রেণী গুটিকয়েক পড়লেই যথেষ্ট।
{tocify} $title={Table of Contents}
২য় শ্রেণীর এক কথায় প্রকাশ প্রশ্ন হয় না তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য প্রাথমিকে এক কথায় প্রকাশ এসে থাকে। তৃতীয় শ্রেণির বাংলা এক কথায় প্রকাশ ৭ টি এসে থাকে যার মধ্যে পাঁচটির উত্তর দিতে হয়।
৪র্থ শ্রেণীর এক কথায় প্রকাশ তৃতীয় শ্রেণীর এক কথায় প্রকাশ online এর মত চর্চা করলে যথেষ্ট। খুব বেশি পড়ার প্রয়োজন নেই। পঞ্চম শ্রেণি ২০০+ প্লাস এক কথায় প্রকাশ আমাদের সাইটের মধ্যে প্রকাশিত হয়েছে। যেগুলো চর্চা করলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণি একসাথে পড়া হয়ে যাবে। তবে আজকে আমরা তৃতীয় শ্রেণীর এক কথায় প্রকাশ আলাদা করে এখানে দেওয়া হলো যেগুলো তৃতীয় শ্রেণীর জন্য প্রযোজ্য হবে।
এক কথায় প্রকাশ তৃতীয় শ্রেণি
নিচের অনুচ্ছেদটি লক্ষ কর :
লোকটি চার রাস্তার ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছে। তার মাথা থেকে পা পর্যন্ত জলে ভেজা।
কথাগুলো আমরা এভাবেও বলতে পারতাম :
লোকটি চৌরাস্তার ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছে। তার আপাদমস্তক জলে ভেজা।
এভাবে বললে অর্থেরও কোনো পরিবর্তন ঘটে না, বলতেও সহজ ও দ্রুত হয়।
$ads={1}
👉কথা বলার সময় আমরা অনেক ক্ষেত্রেই বাক্য বা বাক্যাংশকে সংক্ষিপ্ত করে থাকি। বড় একটি বাক্য বা বাক্যাংশকে একটি শব্দে বা এককথায় বলি।
👉অর্থ পরিবর্তন না করে বাক্য বা বাক্যাংশকে ছোট করে প্রকাশ করাকেই বলা হয় বাক্য সংকোচন বা এককথায় প্রকাশ।
নিচে এককথায় প্রকাশের কিছু উদাহরণ দেওয়া হলো :
৩য় শ্রেণির এক কথায় প্রকাশ
- পূর্ব দিকে আছে এমন দেশ 一 পূর্বদেশ।
- যিনি কবিতা লেখেন 一 কবি।
- বলবান ও সাহসী যিনি 一 বীর।
- মায়ের কাছে শেখা ভাষা 一 মাতৃভাষা।
- পছন্দ করা হয় এমন 一 প্রিয়।
- গাছপালায় ভরা বনজঙ্গল 一 অরণ্য।
- যে জিনিসে কোনো স্বাদ নেই 一 বিস্বাদ।
- যে সেপাইয়ের সাথে বন্দুক থাকে 一 বরকন্দাজ।
- খুব বেশি 一 বেজায়।
- মানুষ ও অন্যান্য প্রাণী 一 জনপ্রাণী।
- বিপদের ভয়ে নীরব অবস্থা 一 থমথমে।
- যার মৃত্যু নেই 一 অমর।
- বাধা নিষেধ মানে না এমন 一 বেপরোয়া।
- নিজের প্রাণ উৎসর্গ করা 一 আত্মত্যাগ।
- সুস্থ নয় যে 一 অসুস্থ।
- ভয় নেই যার 一 অকুতোভয়।
- $ads={1}
- কবরে শায়িত 一 সমাহিত।
- একটুও না থেমে 一 অনবরত।
- বীরদের মধ্যে শ্রেষ্ঠ 一 বীরশ্রেষ্ঠ।
- কাছাকাছি বসবাস করে যারা 一 প্রতিবেশী।
- কাপড় বোনে যে 一 তাঁতি।
- শিল্প চর্চা করেন যিনি 一 শিল্পী।
- পাখির শরীর বা পাখার আবরণ 一 পালক।
- মাথার ওপরে গোছা করে বাঁধা চুল 一 ঝুঁটি।
- গ্রামের সাধারণ ছবি আঁকিয়ে 一 পটুয়া।
- ১১ থেকে ১৫ বছর বয়সী ছেলে 一 কিশোর।
- দেশসেবায় যারা ব্রত পালন করে 一 ব্রতচারী।
- চিত্রের কাঠামো 一 নকশা।
- স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত 一 ব্যায়াম।
- সাদরে গ্রহণ 一 বরণ
- শিয়ালের ডাক 一 হুক্কাহুয়া
- পাখির ডানা - পক্ষ, পাখা
এক কথায় প্রকাশ ৪র্থ শ্রেণী
উত্তরমুছুনপাখির ডআনআ-এটা কি হবে
উত্তরমুছুনপাখা, পক্ষ
মুছুনযে মরবেই - এক কথায় কি হবে?
উত্তরমুছুনযে নারি দেখতে সুন্দরী -
পাখির ডানা বা পাখা এক কথায় প্রকাশ
উত্তরমুছুনপাখির ডানা বা পাখা
উত্তরমুছুননানা জাতির পাখি এক কথায় প্রকাশ
উত্তরমুছুননানা ধরনের গাছ ও লতা এক কথায় প্রকাশ
উত্তরমুছুন(সুন্দর কাজ ও শিল্প) এক কথায় প্রকাশ কি হবে
উত্তরমুছুন