তৃতীয় শ্রেণি চিঠিপত্র ও দরখাস্ত বা আবেদনপত্র Class 3 Bangla Letter Application

তৃতীয় শ্রেণি চিঠিপত্র ও দরখাস্ত বা আবেদনপত্র
তৃতীয় শ্রেণি চিঠিপত্র ও দরখাস্ত বা আবেদনপত্র


প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি চিঠিপত্র ও দরখাস্ত বা আবেদনপত্র নিয়ে আজকের পোস্টটি সাজানো হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ চিঠি দরখাস্ত দেওয়া হবে ৩য় শ্রেণীর শিক্ষার্থীরা এগুলো অনুশীলন করলে তারা অন্যান্য চিঠি বা দরখাস্ত লিখতে পারবে বলে আশা করা যায়।

{tocify} $title={Table of Contents}

চিঠি বা পত্র কি?

চিঠির আভিধানিক অর্থ হলো স্মারক বা চি‎‎‎হ্ন। তবে ব্যবহারিক অর্থে চিঠি বা পত্র লিখন বলতে বোঝায়, একের মনের ভাব বা বক্তব্যকে লিখিতভাবে অন্যের কাছে পৌঁছানোর বিশেষ পদ্ধতিকে। আরও সহজ করে বলা যায়, দূরের কিংবা কাছের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের কাছে নিজের প্রয়োজনীয় কথাগুলো লিখে জানানোর পদ্ধতিকে চিঠি বা পত্র লিখন বলে।

চিঠি বা পত্রের কয়টি অংশ ও কি কি?

একটি চিঠি বা পত্রে সাধারণত ছয়টি অংশ থাকে। এগুলো হলোঃ 

  1. যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম ও তারিখ; 
  2. সম্বোধন বা সম্ভাষণ; 
  3. মূল বক্তব্য; 
  4. বিদায় সম্ভাষণ; 
  5. প্রেরকের (যে চিঠি পাঠাচ্ছে তার) স্বাক্ষর ও 
  6. প্রাপকের (যে চিঠি পাবে তার) নাম ও ঠিকানা।
$ads={1}

চিঠি বা পত্র লেখার নিয়ম

চিঠি বা পত্র লেখার সময় সাধারণ কয়েকটি নিয়ম পালন করতে হয়। যেমনঃ 

  • সুন্দর ও স্পষ্ট হস্তাক্ষরে লেখা;    
  • সহজ, সরল ভাষায় লেখা;  
  • নির্ভুল বানানে লেখা;  
  • চলিত ভাষায় লেখা;  
  • বিরামচি‎েহ্নর যথাযথ ব্যবহার করা;  
  • একই কথার পুনরাবৃত্তি না করা;  
  • পাত্রভেদে সম্মান ও স্নেহসূচক বাক্য ব্যবহার ইত্যাদি।

চিঠি বা পত্রের প্রকারভেদ

বিষয়বস্তু বিবেচনায় চিঠিকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। যথাঃ

১. ব্যক্তিগত চিঠি। যেমনঃ মাÑবাবা বা বন্ধুÑবান্ধবকে ব্যক্তিগত বিষয় উল্লেখ করে লেখা চিঠি।

২. সামাজিক চিঠি। যেমনঃ সামাজিক কোনো সমস্যা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য কিংবা প্রশাসনকে জানানোর জন্য লেখা চিঠি।

৩. ব্যবহারিক চিঠি। যেমনঃ ব্যবহারিক প্রয়োজনে লেখা আবেদনপত্র, ব্যবসাপত্র, নিমন্ত্রণপত্র ইত্যাদি।

তৃতীয় শ্রেণি চিঠিপত্র


১. মনে কর, তোমার নাম তরু/তারা। গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ। ধর, তোমার বন্ধুর নাম সুজলা/সজল।
 
২০.০১.২০২২
কাপাসিয়া, গাজীপুর। 
প্রিয় সজল, 
ভালো আছো তুমি? আমি ভালো আছি। আজ ক্লাসে স্যারের কাছ থেকে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারলাম। গাছ খাদ্য, কাঠ, অক্সিজেন ইত্যাদি দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গাছের অনেক দরকার আছে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। 

বাড়ির সামনের উঠোনে বাবা আর আমি অনেকগুলো চারা লাগিয়েছি। তুমিও তোমাদের বাড়িতে ফল ও কাঠ গাছের চারা লাগিও। আমাকে চিঠি লিখে জানিও।

ইতি
তোমার বন্ধু
তারা
$ads={1}

২. মনে কর, তোমার নাম তমা। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে তোমার বিদেশি বন্ধুকে একটি পত্র লেখ। ধর, তোমার বন্ধুর নাম শাওন।
 
১৩ই জানুয়ারি, ২০২২
কুমিল্লা
প্রিয় শাওন,
কেমন আছো? আমি ভালোই আছি। আজকে আমি তোমাকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলব।

আমাদের দেশের প্রকৃতি অনেক সুন্দর। চারদিকে সবুজের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। নদী, পাহাড়, সমুদ্র, ঝরনা, বন সবকিছুই আছে আমাদের দেশে। বছরে ছয়টি ঋতু যাওয়া-আসা করে। সে কারণে দেশটির রূপ আরও বেড়েছে। রূপের দিক থেকে বাংলাদেশ সকল দেশের রানি।
অনেক দিন তোমার কোনো চিঠি পাই না। আমাকে তোমার বনভোজনের কথা বলবে না? ভালো থেকো।
ইতি
তোমার বন্ধু
তমা

৩. মনে কর, তোমার নাম মানিক। তোমার বন্ধুর নাম রিয়াজ। স¤প্রতি তোমার এলাকায় ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।

যাত্রাবাড়ী, ঢাকা
১৪ই মার্চ, ২০২২
প্রিয় রিয়াজ,
শুভেচ্ছা নিও। কেমন আছ? কয়েকদিন আগে আমার চোখের সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে গেল। তখন বিকেল প্রায় চারটা। স্কুল ছুটির পর বাড়ি ফিরছি। একটি অল্পবয়সী ছেলে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। কাছেই ফুট-ওভারব্রিজ থাকলেও ছেলেটি তা ব্যবহার করছিল না। হঠাৎ তাড়াহুড়ায় রাস্তা পার হওয়ার সময় উল্টোদিক থেকে একটি বাস এসে তাকে চাপা দিয়ে চলে গেল। ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু হলো। রক্তে রাজপথ ভেসে যাচ্ছিল। ছেলেটিকে দেখে চেনার কোনো উপায় ছিল না। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল। দ্রæত বাড়িতে ফিরে এলাম।

ভালো থেকো। রাস্তা পারাপারে সব সময় সাবধান থাকবে। চাচা-চাচিকে আমার সালাম জানিও।
ইতি
তোমার বন্ধু
মানিক
$ads={1}
৪. মনে কর, তোমার বন্ধুর নাম জামাল। তোমার নাম কামাল। ঘুড়ি ওড়ানোর আনন্দের কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।

মাছিমপুর, নরসিংদী
২৮শে সেপ্টেম্বর, ২০২২
প্রিয় জামাল,
ভালো আছো তো? আজকে তোমাকে বলব ঘুড়ি ওড়ানোর কথা। গত কয়েকদিন বাড়ির সামনের খোলা মাঠে বন্ধুদের নিয়ে ঘুড়ি ওড়াচ্ছি। বিকেল হতেই ছুটে যাই মাঠে। আমি শক্ত হাতে নাটাইটা ধরে রাখি। একজন বাতাসের উল্টোদিকে গিয়ে ঘুড়িটি উড়িয়ে দেয়। সুতোয় টান দিলে ঘুড়ি হোঁচট খায়। তখন তাকে সামলে রাখা ভারি মুশকিল হয়ে পড়ে। সুতোর সাথে সুতোর প্যাঁচ লেগে অনেকের ঘুড়ি কেটে যায়। পরে তা আর খুঁজে পাওয়া যায় না।

ঘুড়ি ওড়ানো সত্যিই খুব মজার। ছুটি কেমন কাটছে? চিঠি লিখে জানিও। আজকের মতো বিদায়।
ইতি
তোমার বন্ধু
কামাল

৫. মনে কর, তোমার বন্ধুর নাম জুঁই। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা জানিয়ে তাকে একটি পত্র লেখ।

তেরখাদা, খুলনা
২৮শে জানুয়ারি, ২০২২
প্রিয় জুঁই,
কেমন আছ? আজ তোমাকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা জানিয়ে লিখছি। গত সোমবার আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমি মনে রাখার খেলা, ১০০ মিটার দৌড় ও অঙ্ক দৌড়- এ তিনটি খেলায় অংশগ্রহণ করেছিলাম। প্রথম দুটিতে দ্বিতীয় স্থান অধিকার করতে পারলেও শেষটিতে কোনো পুরস্কার পাইনি।
আজ এখানেই শেষ করছি। ভালো থেকো।
ইতি
তোমার প্রিয় বন্ধু
ঈশিতা
$ads={1}
৬. মনে কর, তোমার নাম শফিক। তোমার বাবা চট্টগ্রামে চাকরি করেন। বার্ষিক পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিয়েছ তা জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখ।

ছয়সূতী, কিশোরগঞ্জ
০৭/১১/২০২২
শ্রদ্ধেয় বাবা,
আস্সালামু আলাইকুম। কেমন আছেন? ২০ তারিখ থেকে আমার বার্ষিক পরীক্ষা শুরু হবে। আমার প্রস্তুতি খুব ভালো। ইংরেজি ও গণিতে এখন আর কোনো সমস্যা নেই। দোয়া করবেন, এবারও যেন প্রথম হতে পারি।
আমরা সবাই ভালো আছি। আপনার ছুটি হবে কবে? পরীক্ষার পর আপনাকে ছাড়া একদম ভালো লাগবে না। তাড়াতাড়ি চলে আসবেন।
ইতি
আপনার স্নেহের
শফিক

৭. মনে কর, তোমার নাম রাকীবা এবং তোমার বান্ধবীর নাম তাহমিনা। তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল কেমন হয়েছে তা জানিয়ে বান্ধবীকে একটি পত্র লেখ।

মাছিমপুর, নরসিংদী
০১/০১/২০২২
প্রিয় তাহমিনা,
শুভেচ্ছা। ভালো আছ তো? আমি ভালো আছি। আমার বার্ষিক পরীক্ষার ফলাফল জেনে তুমি খুবই খুশি হবে। প্রতিবারের মতো এবারও আমি প্রথম হয়েছি। তোমার পরীক্ষার ফলাফল জানতে চাই। চিঠি দিও তাড়াতাড়ি।
আজ আর লিখব না। ভালো থেকো। চাচাÑচাচিকে আমার  সালাম দিও।
ইতি
তোমার বান্ধবী
রাকীবা
$ads={1}
৮. মনে কর, তোমার নাম খসরু। তোমার বড় বোনের বিয়ের দিন ঠিক করা হয়েছে। তোমার প্রিয় বন্ধু হামিদকে এ উপলক্ষ্যে একটি চিঠি লেখ।

পূর্ব ঘোপাল, ফেনী
২৫শে মার্চ, ২০২২
প্রিয় হামিদ,
শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। আগামী ১০ই এপ্রিল আমার বড় আপার বিয়ের দিন ঠিক হয়েছে। তুমি অবশ্যই আসবে। মা, আপা সবাই তোমাকে আসতে বলেছেন। তুমি কিন্তু ৭ তারিখের মধ্যেই চলে এসো, কেমন?
আজকের মতো বিদায়। সাবধানে এসো।
ইতি
তোমার বন্ধু
খসরু

৯. মনে কর, তোমার নাম মিরাজ। তোমার বই কেনার জন্য টাকা প্রয়োজন। এখন বই কেনার টাকা চেয়ে বাবার কাছে চিঠি একটি চিঠি লেখ।

ছয়সূতী, কিশোরগঞ্জ
০৭/১১/২০২২
শ্রদ্ধেয় বাবা,
আস্সালামু আলাইকুম। কেমন আছেন? আপনি তো জানেন আমি দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। তৃতীয় শ্রেণীর বই স্কুল থেকে দিলেও আমার আরো কিছু বই কেনার প্রয়োজন। তাই আমার কিছু টাকার প্রয়োজন।

আমরা সবাই ভালো আছি। আপনার ছুটি হবে কবে? আপনাকে ছাড়া একদম ভালো লাগে না। তাড়াতাড়ি চলে আসবেন।
ইতি
আপনার স্নেহের
মিরাজ

তৃতীয় শ্রেণি দরখাস্ত বা আবেদনপত্র


১. মনে কর, তোমার নাম সেলিম চৌধুরী। তোমার বিদ্যালয়ের নাম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসুস্থতার জন্য তুমি তিন দিন বিদ্যালয়ে যেতে পারনি। অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

২৪/০৪/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ছাগলনাইয়া, ফেনী
বিষয় : অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ২১/০৪/২০২১ থেকে ২৩/০৪/২০২১ এ তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
সেলিম চৌধুরী
শ্রেণিঃ৩য়, রোলঃ৭
$ads={1}


২. মনে কর, তুমি রোকাইয়া শশী। আগামী ২৫শে জুন তোমার বড় বোনের বিয়ে। এ উপলক্ষ্যে চার দিনের অগ্রিম ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

২১/০৬/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
ছয়সূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
বিষয় : অগ্রিম ছুটির জন্য আবেদন।

মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আগামী ২৫শে জুন আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে আমাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে। তাই আমার ২২শে জুন থেকে ২৫শে জুন পর্যন্ত মোট ৪ দিনের ছুটি অত্যন্ত প্রয়োজন।
অতএব, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত ৪ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
আপনার অনুগত ছাত্রী
রোকাইয়া শশী
তৃতীয় শ্রেণি, শাখাÑক
রোলঃ০১

৩. মনে কর, তুমি মুহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। বিদ্যালয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছ। এ অবস্থায় তৃতীয় ঘণ্টার পর ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। ধর, তোমার নাম মোঃ হাসান।

১৭/০৫/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
মুহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মুহম্মদনগর, সিলেট।
বিষয় : তৃতীয় ঘণ্টার পর ছুটির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আজ বিদ্যালয়ে আসার পর থেকে আমার প্রচÐ পেটব্যথা হচ্ছে। এ কারণে আমি ক্লাসগুলোতে মনোযোগ দিতে পারছি না।
অতএব, দয়া করে আমাকে তৃতীয় ঘণ্টার পর ছুটি দিয়ে বাধিত করবেন।

বিনীত
মোঃ হাসান
তৃতীয় শ্রেণি, শাখা ক
রোলঃ১০


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন