(তৃতীয়) ৩য় শ্রেণি বাংলা বিপরীত শব্দ (Class 3 Bangla Opposite Word)

(তৃতীয়) ৩য় শ্রেণি বাংলা বিপরীত শব্দ (Class 3 Bangla Opposite Word)
৩য় শ্রেণি বাংলা বিপরীত শব্দ


প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে (তৃতীয়) ৩য় শ্রেণি বাংলা বিপরীত শব্দ (Class 3 Bangla Opposite Word) একটি গুরুত্বপূর্ণ অংশ।  প্রাথমিক শিক্ষা প্রশ্ন কাঠামো অনুযায়ী তৃতীয়  চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ে পাঁচটি বিপরীত শব্দ এসে থাকে। তাই শিক্ষার্থীদের বিপরীত শব্দ সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে এই পাঁচটি বিপরীত শব্দের উত্তর দেওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। আজকে আমরা তৃতীয় শ্রেণির বাংলা বিপরীত শব্দ উদাহরণসহ আলোচনা করব।

{tocify} $title={Table of Contents}

৩য় শ্রেণি বাংলা বিপরীত শব্দ

‘বিপরীত’ শব্দের অর্থ হচ্ছে- ‘উল্টো’। 

👉 একটি শব্দ যখন অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে পরস্পরের বিপরীত শব্দ বলে।

$ads={1}

যেমন : ভালো 一 মন্দ, সঠিক 一 ভুল, আসল 一 নকল, বড় 一 ছোট ইত্যাদি। নিচে বিপরীত অর্থ প্রকাশ করে, (বিপরীতার্থক) এমন কিছু শব্দের উদাহরণ দেওয়া হলো :

মূল শব্দ বিপরীত শব্দ

পরিণত 一 অপরিণত

উপকার  一 অপকার

প্রথম 一 শেষ

পূর্ব 一 পশ্চিম

আপন 一 পর

প্রিয় অপ্রিয়

বীর ভিতু

স্বাধীন 一 পরাধীন

হাসি কান্না

খুশি অখুশি

নেই আছে

জানা 一 অজানা

দেবে 一 নেবে

$ads={1}

ঊর্ধ্ব নিম্ন

রাঙা 一 তিমির

নবীন 一 প্রবীণ

সজীব 一 নির্জীব

নতুন 一 পুরাতন

শক্ত নরম

ছাত্র ছাত্রী 

যুদ্ধ শান্তি

দিন রাত

থামা 一 চলা

নামা 一 ওঠা


7 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন