৩য় শ্রেণি বাংলা সমার্থক শব্দ |
প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর সমার্থক শব্দ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা সমার্থক শব্দ এসে থাকে। সাতটি সমার্থক শব্দ দেয়া থাকে সেখান থেকে পাঁচটি সমার্থক শব্দের উত্তর দিতে হয়। শিক্ষার্থীদের সমার্থক শব্দ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে সেই অংশটির উত্তর দিতে তাদের সমস্যা হয়। তাই তৃতীয় শ্রেণির বাংলা সমার্থক শব্দের প্রস্তুতিমূলক কিছু সমর্থক শব্দ নিচে দেওয়া হল। যেগুলো শিক্ষার্থীরা চর্চা করলে সমর্থক শব্দ নিয়ে তাদের আর কোন সমস্যা থাকবে না।
{tocify} $title={Table of Contents}
৩য় শ্রেণি বাংলা সমার্থক শব্দ
‘সমার্থক’ বলতে বোঝায় একই অর্থ বিশিষ্ট। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো একই অর্থ বোঝায়। যেমন : আকাশ, আসমান, গগন শব্দগুলোর অর্থ একই। অর্থাৎ এগুলো পরস্পরের সমার্থক। এমন আরও কিছু সমার্থক শব্দের উদাহরণ নিচে উল্লেখ করা হলো :
মূল শব্দ সমার্থক শব্দ
চোখ 一 নয়ন, আঁখি।
ফুল 一 পুষ্প, কুসুম।
পাখি 一 বিহঙ্গ, পক্ষী।
গাছ 一 তরু, বৃক্ষ।
$ads={1}
রাজা 一 নৃপতি, দেশশাসক।
কন্যা 一 মেয়ে, জায়া।
অরণ্য 一 জঙ্গল, বন।
ইচ্ছা 一 সাধ, আগ্রহ।
হুকুম 一 আদেশ, নির্দেশ।
রাষ্ট্র 一 দেশ, ভূখÐ।
সংগ্রাম 一 লড়াই, সমর।
গ্রাম 一 গাঁ, পল্লি।
খবর 一 সংবাদ, সন্দেশ।
হাত 一 হস্ত, পাণি।
দুশমন 一 শত্রæ, অরি।
মা 一 জননী, মাতা।
$ads={1}
স্কুল 一 বিদ্যালয়, পাঠশালা।
ইচ্ছা 一 সাধ, আগ্রহ।
অহংকার 一 দেমাগ, অহমিকা।
কথা 一 বচন, উক্তি।
অকুতোভয় 一 সাহসী, ভয়হীন।
বাবা 一 পিতা, জনক।