যতি চিহ্ন বা বিরাম চিহ্ন ৫ম শ্রেণি |
প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য যতি চিহ্ন বা বিরাম চিহ্ন চেনা খুবই জরুরী। প্রাথমিক লেভেলটা উপযুক্ত সময় একজন মানুষের যতি চিহ্ন বা বিরাম চিহ্ন চেনা এবং এর সঠিক ব্যবহার জানতে পারলে ভাষা শেখা খুব সহজ হয়ে যায়।
{tocify} $title={Table of Contents}
বিরাম চিহ্ন নিয়ে প্রশ্ন অনেক রয়েছে তবে প্রথম কাজ হচ্ছে বিরাম চিহ্ন গুলো চেনা এবং বিরাম চিহ্ন ব্যবহারের নিয়ম জানা।
প্রাথমিক লেভেলে ৫ম শ্রেণি, ৪র্থ ও ৩য় শেণির বাংলা বিষয়ে বিরাম চিহ্নের ব্যবহার নিয়ে পাঁচ মার্কের একটি প্রশ্ন এসে থাকে। সেখানে একটি অনুচ্ছেদ যতি চিহ্ন ছাড়া দেওয়া থাকে শিক্ষার্থীদের যতি চিহ্ন বা বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ সম্পন্ন করতে হয়।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য যতি চিহ্ন বা বিরাম চিহ্ন
যতি চিহ্ন ব্যবহারের প্রয়োজনীয়তা
মানুষ একটানা কথা বলতে পারে না। তাই তাকে মাঝে মাঝে থামতে হয়। তা ছাড়া অন্যকে কথাগুলো বোঝার সময়ও দিতে হয়। লেখার বেলায়ও তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয়। লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন বা সংকেত। এই চিহ্ন বা সংকেতই বিরামচিহ্ন। একে যতি বা ছেদ-চিহ্নও বলা হয়ে থাকে। বিরামচিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয।
যতি চিহ্ন কি?
লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় সেগুলোকে বিরামচিহ্ন বলে।
$ads={1}
যতি চিহ্ন কয়টি ও কি কি?
বাংলা ভাষায় ব্যবহৃত যতি চিহ্ন বা বিরাম চিহ্ন ১২ টি?
নিচে বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিরামচিহ্নের নাম, আকৃতি নির্দেশ করা হলো :
বিরামচিহ্নের নাম আকৃতি
কমা ,
সেমিকোলন ;
দাঁড়ি ।
জিজ্ঞাসাচিহ্ন ?
বিস্ময়চিহ্ন !
কোলন :
$ads={1}
কোলন ড্যাশ :-
ড্যাশ 一
হাইফেন -
উদ্ধরণচিহ্ন / উদ্ধৃতিচিহ্ন “ ”
বন্ধনী চিহ্ন ( ), { }, [ ]
বিকল্প চিহ্ন /
ইলেক / লোপচিহ্ন / ঊর্ধ্বকমা ’
অনুশীলনী নেই কেন
উত্তরমুছুনঅনেক খারাপ
উত্তরমুছুনBaje
উত্তরমুছুন