পঞ্চম শ্রেণি গণিত ১২ অধ্যায় সময় (সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ) |
আজ আমরা প্রাথমিক বিদ্যালয়ের (৫ম) পঞ্চম শ্রেণি গণিত ১২ অধ্যায় সময় সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করবো।
{tocify} $title={Table of Contents}
এখানে ৫ম গণিত ১২ অধ্যায়ের সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া হলো। পর্যায়ক্রমে প্রশানগুলো আপডেট করা হবে।
৫ম শ্রেণি গণিত ১২ অধ্যায় সময় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। ২০১২ সাল কি অধিবর্ষ?
উত্তর : হ্যাঁ অধিবর্ষ
২। দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে সময় কত হবে?
উত্তর : ০ টা ২৫ মিনিট
৩। তোমার স্কুল অপরাহ্ণ ৪ টায় ছুটি হলে আন্তর্জাতিক রীতিতে কয়টার সময় স্কুল ছুটি হলো?
উত্তর : ১৬ টায়
৪। রাত ১১ টা ৩০ মিনিট আন্তর্জাতিক রীতিতে কয়টা বাজে?
উত্তর : ২৩ টা ৩০ মিনিট
৫। ১লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ঐ মাসের শেষ তারিখ কী বার?
উত্তর : শনিবার
৬। ২০০৪ সালের ফেব্রæয়ারি মাস কত দিন ছিল?
উত্তর : ২৯ দিন
৭। ২১০০ সাল অধিবর্ষ কি?
উত্তর : না, অধিবর্ষ নয়।
৮। ১ দিন = কত সেকেন্ড?
উত্তর : ৮৬৪০০ সেকেন্ডে।
৯। কোন সাল থেকে কোন সাল পর্যন্ত বিংশ শতাব্দী?
উত্তর : ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত
১০। ২০০০ সালের দিন সংখ্যা কত ছিল?
উত্তর : ৩৬৬ দিন
১১। ৫ বছর ৪ দিন = কত মিনিট?
উত্তর : ২৬৩৩৭৬০ মিনিট।
১২। ৩৬২৯০ ঘন্টাকে বছর, মাস, দিন, ঘণ্টায় প্রকাশ কর।
উত্তর : ৪ বছর ১ মাস ২২ দিন ২ ঘন্টা।
১৩। ৩ বছর ৫ মাস ১৫ দিনকে সেকেন্ডে পরিণত কর।
উত্তর : ১০৮৮৬৪০০০ সেকেন্ড।
১৪। ৮৯৭৬০ ঘণ্টাকে বছর ও মাসে পরিণত কর।
উত্তর : ১০ বছর ৩ মাস
১৫। একটি বাস ৩ : ৪৫ এ বাসস্ট্যান্ড ছেড়ে যায় এবং ৪ ঘন্টা ২০ মিনিট পর ফিরে আসে। বাসটি কখন ফিরে আসে?
উত্তর : ৮ : ০৫ এ ফিরে আসে।
১৬। জানুয়ারি মাসের ১ তারিখ বুধবার হলে ৩১ তারিখ কী বার হবে?
উত্তর : শুক্রবার।
১৭। কোন রীতিতে রাত, অপরাহ্ণ, বিকাল ইত্যাদি বলা হয় না?
উত্তর : আন্তর্জাতিক রীতিতে
১৮। ধারাবাহিক ১২ বছর সময়কে কী বলে?
উত্তর : ১ যুগ
১৯। এক দশক = কত বছর?
উত্তর : ১০ বছর
২০। এক শতাব্দী = কত বছর?
উত্তর : ১০০ বছর।
২১। বাংলা বছরের ৭ম মাসের নাম কী?
উত্তর: কার্তিক মাস
২। দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে সময় কত হবে?
উত্তর : ০ টা ২৫ মিনিট
৩। তোমার স্কুল অপরাহ্ণ ৪ টায় ছুটি হলে আন্তর্জাতিক রীতিতে কয়টার সময় স্কুল ছুটি হলো?
উত্তর : ১৬ টায়
৪। রাত ১১ টা ৩০ মিনিট আন্তর্জাতিক রীতিতে কয়টা বাজে?
উত্তর : ২৩ টা ৩০ মিনিট
৫। ১লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ঐ মাসের শেষ তারিখ কী বার?
উত্তর : শনিবার
৬। ২০০৪ সালের ফেব্রæয়ারি মাস কত দিন ছিল?
উত্তর : ২৯ দিন
৭। ২১০০ সাল অধিবর্ষ কি?
উত্তর : না, অধিবর্ষ নয়।
৮। ১ দিন = কত সেকেন্ড?
উত্তর : ৮৬৪০০ সেকেন্ডে।
৯। কোন সাল থেকে কোন সাল পর্যন্ত বিংশ শতাব্দী?
উত্তর : ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত
১০। ২০০০ সালের দিন সংখ্যা কত ছিল?
উত্তর : ৩৬৬ দিন
১১। ৫ বছর ৪ দিন = কত মিনিট?
উত্তর : ২৬৩৩৭৬০ মিনিট।
১২। ৩৬২৯০ ঘন্টাকে বছর, মাস, দিন, ঘণ্টায় প্রকাশ কর।
উত্তর : ৪ বছর ১ মাস ২২ দিন ২ ঘন্টা।
১৩। ৩ বছর ৫ মাস ১৫ দিনকে সেকেন্ডে পরিণত কর।
উত্তর : ১০৮৮৬৪০০০ সেকেন্ড।
১৪। ৮৯৭৬০ ঘণ্টাকে বছর ও মাসে পরিণত কর।
উত্তর : ১০ বছর ৩ মাস
১৫। একটি বাস ৩ : ৪৫ এ বাসস্ট্যান্ড ছেড়ে যায় এবং ৪ ঘন্টা ২০ মিনিট পর ফিরে আসে। বাসটি কখন ফিরে আসে?
উত্তর : ৮ : ০৫ এ ফিরে আসে।
১৬। জানুয়ারি মাসের ১ তারিখ বুধবার হলে ৩১ তারিখ কী বার হবে?
উত্তর : শুক্রবার।
১৭। কোন রীতিতে রাত, অপরাহ্ণ, বিকাল ইত্যাদি বলা হয় না?
উত্তর : আন্তর্জাতিক রীতিতে
১৮। ধারাবাহিক ১২ বছর সময়কে কী বলে?
উত্তর : ১ যুগ
১৯। এক দশক = কত বছর?
উত্তর : ১০ বছর
২০। এক শতাব্দী = কত বছর?
উত্তর : ১০০ বছর।
২১। বাংলা বছরের ৭ম মাসের নাম কী?
উত্তর: কার্তিক মাস
৫ম শ্রেণি গণিত ১২ অধ্যায় সময় কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ একটি প্লেন কোনো শহর ১১:৫০ মিনিটে ত্যাগ করে ১৫:২৫ মিনিটে গন্তব্যে পৌঁছায়।
(ক) ১২ ঘন্টা সময়সূচি অনুযায়ী প্লেনটি কখন গন্তব্যে পৌঁছায়? ২
(খ) প্লেনটি কত ঘন্টা এবং কত মিনিট ভ্রমণ করল? ৩
(গ) খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি ছাড়তে ৫০ মিনিট বিলম্ব হলে কখন গন্তব্যে পৌঁছাবে? ৩
১ নং প্রশ্নের সমাধান
(ক) ১২ ঘন্টা সময়সূচিতে প্লেনটি অপরাহ্ন ৩:২৫ মিনিটে গন্তব্যে পৌঁছায়।
উত্তর : অপরাহ্ন ৩:২৫ মিনিটে।
(খ) গন্তব্যে পৌঁছায় ১৫ ঘন্টা ২৫ মিনিটে
যাত্রা শুরু করে ১১ ঘণ্টা ৫০ মিনিটে
প্লেনটি ভ্রমণ করল ৩ ঘন্টা ৩৫ মিনিটে
উত্তর : ৩ ঘন্টা ৩৫ মিনিটে।
(গ) খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি ছাড়তে ৫০ মিনিট বিলম্ব হলে গন্তব্যে পৌঁছতেও ৫০ মিনিট দেরি হবে।
৫০ মিনিট দেরিতে পৌঁছলে ট্রেনটি গন্তব্যে পৌঁছবে
১৫ ঘন্টা ২৫ মিনিট
৫০ মিনিট
-------------------------------------------
১৫ ঘণ্টা ৭৫ মিনিট
= ১৫ ঘন্টা + ৭৫ মিনিট
= ১৫ ঘন্টা + ৬০ মিনিট + ১৫ মিনিট
= ১৫ ঘণ্টা + ১ ঘণ্টা + ১৫ মিনিট
= ১৬ ঘণ্টা + ১৫ মিনিট
= ১৬:১৫।
উত্তর : ১৬:১৫।
প্রশ্ন \ ২ \ রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে সকাল ৯ টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে রংপুর স্টেশনে ১৬ টা ৪০ মিনিটে পৌঁছলো।
(ক) ট্রেনটি রংপুর স্টেশনে দেশীয় রীতিতে কয়টায় পৌঁছালো? ২
(খ) ঢাকা থেকে রংপুরে পৌঁছাতে ট্রেনটির কত সময় লাগলো? ২
(গ) রংপুরে পৌঁছার সময়কে মিনিটে প্রকাশ কর। ২
(ঘ) ট্রেনটি ৫ পাঁচটি স্টেশনে গড়ে ১০ মিনিট করে থেমে থাকলে মোট কত সেকেন্ড থেমেছিল? ২
২ নং প্রশ্নের সমাধান
(ক) ট্রেনটি রংপুর স্টেশনে পৌঁছার সময়
= ১৬ টা ৪০ মিনিট
= (১৬ টা ৪০ মিনিট ₋ দুপুর ১২ টা)
= ৪ টা ৪০ মিনিট
উত্তর : ৪ টা ৪০ মিনিট।
(খ) ঘণ্টা মিনিট
১৬ ৪০
৯ ১৫
--------------------------------
৭ ঘণ্টা ২৫ মিনিট [বিয়োগ করে]
রংপুর পৌঁছাতে ৭ ঘণ্টা ২৫ মিনিট সময় লাগল।
উত্তর : ৭ ঘণ্টা ২৫ মিনিট।
(গ) রংপুর পৌঁছার সময় ৭ ঘণ্টা ২৫ মিনিট
= ৭ × ৬০ মিনিট + ২৫ মিনিট
= ৪২০ মিনিট + ২৫ মিনিট
= ৪৪৫ মিনিট
উত্তর : ৪৪৫ মিনিট।
(ঘ) ট্রেন থেমেছিল মোট (১০ × ৫) মিনিট
= ৫০ মিনিট
= ৫০ × ৬০ সেকেন্ড
= ৩০০০ সেকেন্ড
উত্তর : ৩০০০ সেকেন্ড।
প্রশ্ন \ ৩ \ সহিদুল ২ দিন ৩ ঘন্টা ট্রেন ভ্রমণ করে ঢাকায় পৌঁছালো।
(ক) ৩ ঘন্টাকে মিনিটে প্রকাশ কর। ২
(খ) ২ দিনকে মিনিটে রূপান্তর কর। ২
(গ) সহিদুলের ভ্রমণের সময়কালকে সেকেন্ডে প্রকাশ কর। ২
(ঘ) ৩ ঘন্টা = কত দিন? ২
৩ নং প্রশ্নের সমাধান
(ক) ১ ঘন্টা = ৬০ মিনিট
৩ ” = (৬০ × ৩) মিনিট = ১৮০ মিনিট
উত্তর : ১৮০ মিনিট।
(খ) ১ দিন = ২৪ ঘন্টা এবং ১ ঘন্টা = ৬০ মিনিট
∴ ২ দিন = (২৪ × ২) ঘণ্টা
= ৪৮ ঘন্টা
= (৪৮ × ৬০) মিনিট
= ২৮৮০ মিনিট।
উত্তর : ২৮৮০ মিনিট।
(গ) সহিদুলের ভ্রমণকাল ২ দিন ৩ ঘন্টা।
এখন, ২ দিন ৩ ঘন্টা = ২ দিন + ৩ ঘন্টা
= ২৮৮০ মিনিট + ১৮০ মিনিট
= ৩০৬০ মিনিট
= (৩০৬০ × ৬০) সেকেন্ড
= ১৮৩৬০০ সেকেন্ড।
উত্তর : ১৮৩৬০০ সেকেন্ড।
(ঘ) আমরা জানি, ২৪ ঘন্টা = ১ দিন।
∴ ১ ” = ১/২৪ দিন
∴ ৩ ” = ১×৩/২৪ দিন = ১৮ দিন।
উত্তর : ১৮ দিন।
প্রশ্ন \ ৪ \ একটি বিআরটিসি বাস দুপুর ১ টা ৪০ মিনিটে বাসস্টপ ছেড়ে যায় এবং বিকাল ৪ টা ১ মিনিটে ফিরে আসে।
(ক) দুপুর ১ টা ৪০ মিনিটকে ২৪ ঘন্টা সময়সূচিতে প্রকাশ কর। ২
(খ) বিকাল ৪ টা ১ মিনিটকে ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ কর। ২
(গ) বাসটি কতক্ষণ ভ্রমণ করে? ২
(ঘ) বাসটির ভ্রমণের সময়কে সেকেন্ডে রূপান্তর কর। ২
৪ নং প্রশ্নের সমাধান
(ক) দুপুর ১ টা ৪০ মিনিটকে ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করে পাই, ১৩ : ৪০
উত্তর : ১৩ : ৪০।
(খ) বিকাল ৪ টা ১ মিনিটকে ২৪ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করে পাই, ১৬ : ০১
উত্তর : ১৬ : ০১।
(গ) বাসটির ভ্রমণকাল :
১৬ ঘণ্টা ১ মিনিট
১৩ ঘণ্টা ৪০ মিনিট
------------------------------------------
২ ঘণ্টা ২১ মিনিট
উত্তর : ২ ঘণ্টা ২১ মিনিট।
(ঘ) বাসটির ভ্রমণকাল = ২ ঘন্টা ২১ মিনিট
= ২ ঘন্টা + ২১ মিনিট
= (২ × ৬০) মিনিট + ২১ মিনিট
[ ∵ ১ ঘন্টা = ৬০ মিনিট ]
= ১২০ মিনিট + ২১ মিনিট
= ১৪১ মিনিট
= (১৪১ × ৬০) সেকেন্ড
[∵ ১ মিনিট = ৬০ সেকেন্ড]
= ৮৪৬০ সেকেন্ড
উত্তর : ৮৪৬০ সেকেন্ড।
প্রশ্ন \ ৫ \ মাসুক ২০১২ সালের ২৬ শে ফেব্রæয়ারি সোমবার বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সে ৯ দিন পরে বাড়িতে ফিরে এলো।
(ক) ২০১২ সালে কত দিনে বছর হয়েছিল? ২
(খ) সে কত তারিখে ফিরে এসেছিল? ২
(গ) সে কী বারে ফিরে এসেছিল? ২
(ঘ) সে কত মিনিট পর বাড়িতে ফিরে এলো? ২
৫ নং প্রশ্নের সমাধান
(ক) ২০১২ ÷ ৪ = ৫০৩; অর্থাৎ ২০১২ সাল অধিবর্ষ ছিল।
সুতরাং, ২০১২ সালে ৩৬৬ দিনে বছর হয়েছিল।
উত্তর : ৩৬৬ দিন।
(খ) ২০১২ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে ছিল। একারণে ২৬ তারিখের ৩ দিন পর ফেব্রæয়ারি মাস শেষ হয়ে যাবে। সুতরাং তার ফিরে আসার দিনের তারিখ ছিল = (৯ - ৩) = ৬ ই মে।
উত্তর : ৬ ই মে।
(গ) সোমবারের ৯ দিন পরের বার বুধবার। সুতরাং, সে বুধবার ফিরে এলো।
উত্তর : বুধবার।
(ঘ) সে ৯ দিন পরে ফিরে এলো
৯ দিন = (৯ × ২৪) ঘণ্টা
= ২১৬ ঘন্টা
= (২১৬ × ৬০) মিনিট
= ১২৯৬০ মিনিট।
উত্তর : সে ১২৯৬০ মিনিট পরে বাড়িতে ফিরে এলো।
প্রশ্ন \ ৬ \ একটি দূরপাল্লার বাস ২৪ ঘন্টা সময়সূচিতে ৭ : ৩০ এ রওনা করে এবং ১৬ : ৪৫ এ গন্তব্যে পৌছায়। যাত্রাপথে ৩টি স্টপে বাসটি যথাক্রমে ১৪, ২৫ ও ৩০ মিনিট যাত্রা বিরতি দেয়।
(ক) ১৬ : ৪৫ কে ১২ ঘন্টা সময়সূচিতে প্রকাশ কর। ২
(খ) বাসটির ভ্রমণকাল নির্ণয় কর। ২
(গ) বাসটি কত সেকেন্ড যাত্রা বিরতি দিয়েছিল? ২
(ঘ) বাসটি কত সময় চলন্ত অবস্থায় ছিল? ২
৬ নং প্রশ্নের সমাধান
(ক) ১৬ : ৪৫ কে ১২ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে পাই, অপরাহ্ন ৪ : ৪৫
উত্তর : অপরাহ্ন ৪ : ৪৫।
(খ) বাসটির ভ্রমণকাল :
১৬ ঘন্টা ৪৫ মিনিট
৭ ঘণ্টা ৩০ মিনিট
-----------------------------
৯ ঘণ্টা ১৫ মিনিট
উত্তর : ৯ ঘন্টা ১৫ মিনিট।
(গ) বাসটি বিরতি দিয়েছিল মোট = (১৪ + ২৫ + ৩০) মিনিট
= ৬৯ মিনিট
= (৬৯ × ৬০) সেকেন্ড
= ৪১৪০ সেকেন্ড।
উত্তর : বাসটি ৪১৪০ সেকেন্ড।
(ঘ) গ থেকে পাই,
বাসটি যাত্রাবিরতি দিয়েছিল = ৬৯ মিনিট
= ৬০ মিনিট + ৯ মিনিট
= ১ ঘন্টা + ৯ মিনিট
= ১ ঘণ্টা ৯ মিনিট।
বাসটি চলন্ত অবস্থায় ছিল =
৯ ঘন্টা ১৫ মিনিট
১ ” ০১ মিনিট
-----------------------------
৮ ঘণ্টা ১৪ মিনিট
উত্তর : ৮ ঘণ্টা ১৪ মিনিট।