৫ম শ্রেণি গণিত সাজেশন ১২ অধ্যায় ক্যালকুলেটর ও কম্পিউটার class 5 math chapter 14

৫ম শ্রেণি গণিত সাজেশন ১২ অধ্যায় ক্যালকুলেটর ও কম্পিউটার

৫ম শ্রেণি গণিত সাজেশন ১২ অধ্যায় ক্যালকুলেটর ও কম্পিউটার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে।

৫ম শ্রেণি গণিত ১২ অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১। ‘অন’ করা ক্যালকুলেটর কয়টি বোতাম টিপে নিচের হিসাবটি পাওয়া যাবে? ১৭ + ৯ = ২৬
উত্তর : ৫টি
২। ৮ + ৭ = কত? এই যোগটি সচল ক্যালকুলেটর ব্যবহার করে করতে গেলে কয়টি বোতাম টিপতে হবে?
উত্তর : ১৫, ৪টি
৩। ৮ × ৩ = কত? ক্যালকুলেটর ব্যবহার করে দেখাও।
উত্তর : ২৪; AC/ON ৮ × ৩ = ২৪
৪। ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় কর : ৫  ৩ = কত?
উত্তর :  AC/ON  ৫    ×  ৩  =  ১৫ 
৫। ইংরেজি কম্পিউট (Compute) বাংলা অর্থ কী? 
উত্তর : ইংরেজি কম্পিউট (Compute) বাংলা অর্থ হিসাব করা।
৬। কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস-এর নাম লিখ।
উত্তর : কি-বোর্ড
৭। ক্যালকুলেটর কী?
উত্তর : ক্যালকুলেটর হিসাব-নিকাশের একটি সহায়ক যন্ত্র।
৮। ক্যালকুলেটরে কয়টি প্রদর্শন বক্স থাকে?
উত্তর : ১টি
৯। ক্যালকুলেটর ব্যবহারের শুরুতে কোন বোতাম টিপে মেশিন সচল করতে হয়?
উত্তর : AC/ON
১০। ক্যালকুলেটরের ব্যবহার শেষ হলে কোন বোতাম টিপে তা বন্ধ করতে হয়।
উত্তর : OFF
১১। কম্পিউটার কী?
উত্তর : কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র।
১২। ক্যালকুলেটর কয় প্রকার?
উত্তর : ২ প্রকার।
১৩। বর্তমান যুগকে কীসের যুগ বলা হয়?
উত্তর : কম্পিউটারের যুগ।
১৪। ক্যালকুলেটর সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তর : দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায় হিসাবের কাজে ব্যবহার করা হয়।
১৫। বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্র উল্লেখ কর।
উত্তর : বৈজ্ঞানিক ক্যালকুলেটর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয়।

৫ম শ্রেণি গণিত ১২ অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


১। রুবেল দোকান থেকে ৪২০ টাকার মাছ, ৫০ টাকার সবজি, ৭০ টাকার পেঁয়াজ ও ১৯০ টাকার তেল ক্রয় করল। সে দোকানদারকে ৫০০ টাকার ২টি নোট দিল।  
ক্যালকুলেটরের সাহায্যে হিসাব কর :
ক. রুবেল কত টাকার পেঁয়াজ ও তেল ক্রয় করল?
খ. ১ লিটার তেলের মূল্য ৯৫ টাকা হলে সে কত লিটার তেল ক্রয় করল?
গ. রুবেল মোট কত টাকার বাজার করল?
ঘ. দোকানদার তাকে কত টাকা ফেরত দিল?

২। অমিত দোকান থেকে ৪৪ টাকা করে ৫ কেজি চাল, ১২০ টাকার ১ কেজি ডাল, এবং ৬০ টাকা করে ৩ কেজি পেঁয়াজ কিনল। সে দোকানদারকে ১০০০ টাকা দিল।
ক্যালকুলেটরের সাহায্যে হিসাব কর :
ক. অমিত মোট কত কেজি সামগ্রী কিনল?
খ. অমিত মোট কত টাকার বাজার করল?
গ. দোকানদার অমিতকে কত টাকা ফেরত দিল?
ঘ. দোকানদার তাকে কতটি ২০ টাকার নোট ফেরত দিতে পারে?

৩। ১ হালি ডিমের দাম ৪০ টাকা। সেলিম ২ ডজন ডিম কিনে দোকানদারকে ৫০০ টাকার একটি নোট দিল।  [১ ডজন = ১২টি]
ক্যালকুলেটরের সাহায্যে হিসাব কর :   
ক. সেলিম কত হালি ডিম কিনল?
খ. সেলিম কত টাকার ডিম কিনল?
গ. দোকানদার সেলিমকে কত টাকা ফেরত দিল?
ঘ. প্রতি ডজন ডিমের দাম ১০ টাকা বেড়ে গেলে দোকানদারের ফেরত দেওয়া টাকায় আর কত ডজন ডিম কেনা যাবে?



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন