শিক্ষা ভাতা কি, এ সংক্রান্ত গেজেট, নীতিমালা, প্রত্যয়ন পত্র, আবেদন ফরম বিস্তারিত

শিক্ষা ভাতা কি, এ সংক্রান্ত গেজেট, নীতিমালা, প্রত্যয়ন পত্র, আবেদন ফরম বিস্তারিত


সরকারি চাকরিজীবিদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান করা হয়। কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবিদের সন্তানদের শিক্ষা ভাতার সুযোহগ থাকে। আজকে আমরা শিক্ষা ভাতা কি, শিক্ষা ভাতা গেজেট, শিক্ষা ভাতা নীতিমালা সম্পর্কে জানবো। সেই সাথে শিক্ষা ভাতা কিভাবে চালু করতে হয় এবং কি কি লাগবে তা নিয়ে আলোচনা করবো।

{tocify} $title={Table of Contents}

শিক্ষা ভাতা

উপরের তথ্যগুলোর পাশাপাশি শিক্ষা ভাতা প্রত্যয়ন পত্র নমুনা কপি, শিক্ষা ভাতার আবেদন ফরম pdf সরবরাহ করবো।

শিক্ষা ভাতা কি? বা শিক্ষা সহায়তা ভাতা কি?

সরকারি চাকরিজীবিদের সন্তানদের শিক্ষা গ্রহণের সহায়তা বাবদ যে ভাতা প্রদান করা হয় তাই শিক্ষা ভাতা বা শিক্ষা সহায়তা ভাতা।

$ads={1}

শিক্ষা ভাতা গেজেট ও সংশোধনী

শিক্ষা ভাতা নিয়ে ২০১৫, ২০১৮ ও ২০২১ সালে গেজেট প্রকাশ করা হয়েছে। এ গেজেটগুলোর সংশোধনী বিবেচনা করে সর্বশেষ যে তথ্যগুলো বর্তমানে কার্যকর রয়েছে তা নিচে দেওয়া হলো। এবয়ং সাল অনুযায়ী গেজেটগলো নিচে দেওয়া হলো

  • সকল কর্মচারীর জন্য সন্তান প্রতি মাসিক ৫০০/-  (পাঁচ শত) টাকা হারে এবং অনধিক ০২ দেই) সন্তানের জন্য লর্ব্বোচ্চ ১০০০/- (এক হাজার) টাকা পরিমাণ ”শিক্ষা সহায়ক ভাতা” প্রদেয় হবে।
  • স্বামী ও স্ত্রী উভয়ই চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যে কোন একজনের ক্ষেত্রেই গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন পত্র ( Enrolement certificate from the Head of the [7500566) এবং জন্ম নিবন্ধন সনদ এর কপি (copy Birth certificate) দলীল সাপেক্ষে কার্যকর  হবে। জন্ম নিবন্ধন সনদ মোতাবেক এ ভাতা ২৩ বছর পর্যন্ত বয়সী সন্তান/সন্তানেরা প্রাপ্য হবে। (সংশোধনী ২০১৮, ২০১৫ তে ছিলো ২১ বছর পর্যন্ত)
  • সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রতি শিক্ষাবর্ষে শুধুমাত্র একবার প্রত্যয়ন পত্র গ্রহণ করতে হবে।(সংশোধনী ২০২১)
  • কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান সংখ্যা গণনার ক্ষেত্রে কর্মকর্তাগণ তাদের স্ব স্ব বেতন বিলে প্রত্যয়ন করবেন এবং কর্মচারীদের বেলায় তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ/আয়ন ও ব্যয়ন কর্মকর্তা প্রত্যয়ন করবেন। স্বামী ও স্ত্রী উভয়ই চাকরিজীবী হলে সে ক্ষেত্রে তাঁদের যে কোনো একজনের সন্তান সংখ্যা সম্পর্কে উল্লেখিত পদ্ধতিতে প্রত্যয়ন করতে হবে।(সংশোধনী ২০২১)
শিক্ষা ভাতা গেজেট ২০১৫
শিক্ষা ভাতা গেজেট ২০১৫

শিক্ষা ভাতা গেজেট ২০১৮
শিক্ষা ভাতা গেজেট ২০১৮




শিক্ষা ভাতা গেজেট ২০২১
শিক্ষা ভাতা গেজেট ২০২১

$ads={1}
শিক্ষা ভাতা কিভাবে চালু করতে হয় এবং কি কি কাগজপত্র লাগবে

  • সন্তানের জন্ম নিবন্ধন সনদ এর কপি (Birth Certificate)
  • শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র ও কাপি (নমুনা কপি নিচে দেওয়া হলো)
  • লিখিত আবেদন (নমুনা কপি নিচে দেওয়া হলো)
শিক্ষা ভাতা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র

শিক্ষা ভাতা আবেদন ফরম


শিক্ষা ভাতা নিয়ে জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর


প্রশ্ন: বর্তমানে কত থেকে কত বছর পর্যন্ত শিক্ষা ভাতা পাওয়া যায়?
উত্তর: ৫-২৩ বছর পর্যন্ত।
প্রশ্ন: পিআরএল এ থাকলে শিক্ষা ভাতা পাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: এক সন্তানের জন্য শিক্ষা ভাতা কত?
উত্তর: ৫০০ টাকা মাসিক।
প্রশ্ন: দু্ই/তিন জন সন্তানের জন্য শিক্ষা ভাতা কত?
উত্তর: ১০০০ টাকা মাসিক হারে। সন্তান যতই থাকুক ৫০০+৫০০ = ১০০০ টাকা। এর বেশি নয়।
প্রশ্ন: স্বামী স্ত্রী দুজনেরই চাকরি করলে দুজনেই কি সন্তানের আলাদা শিক্ষা ভাতা পাবে?
উত্তর: না। একজন সর্বোচ্চ ১০০০ টাকা তুলতে পারবে।
প্রশ্নঃ জন্ম নিবন্ধন না খাকলে কি শিক্ষা ভাতা পাওয়া যাবে।
উত্তরঃ না
প্রশ্নঃ কোন শ্রেণি থেকে কোন শ্রেণি পর্যন্ত শিক্ষাভাতা পাওয়া যায়?
উত্তরঃ ১ম শ্রেনী থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত পাওয়া যায়।
প্রশ্নঃ পালিত সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পাওয়া যায় কিনা?
উত্তরঃ হ্যা, পালিত সন্তানের জন্যও শিক্ষা ভাতা পাওয়া যায়।
প্রশ্নঃ ৪বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি করলে কি শিক্ষা ভাতা পাওয়া যাবে?
উত্তরঃ না, বয়স নুন্যতম ৫ বছর হতে হবে।
প্রশ্নঃ জন্ম নিবন্ধন না থাকলে কি ibas++ এ শিক্ষা ভাতা সংযুক্ত করা যাবে।
উত্তরঃ না, জন্ম নিবন্ধন লাগবে।



10 মন্তব্যসমূহ

  1. যদি কোন ব্যক্তির ৩ জন সন্তান থাকে।০২ জন সন্তানেরর শিক্ষাভাতা গ্রহন করা হচ্ছে। তার মধ্যে ০১ জন সন্তানের ২৩ বছর পার হওয়ার পর ৩য় সন্তানের জন্য সেই ব্যক্তি পুনরায় ১০০০/- টাকা হারে শিক্ষা ভাতা পাবে কি?

    উত্তরমুছুন
  2. যদি৪ সন্তানেরমধ্যে১সন্তানের চাকুরীহয়ে গেছে, ২য় সন্তানেরবিয়ে হয়ে গেছে,সেক্ষেত্রে ৩য় ও ৪র্থ সন্তানকি শিক্ষা সহায়কভাতা পাবে,

    উত্তরমুছুন
  3. প্রথম দুইজনের বয়স ২৩ বছর পার হলে ৩য় ও ৪র্থ সন্তান পাবে।

    উত্তরমুছুন
  4. ২৩ বছরের কম বয়সী বিবাহিত সন্তান এর জন্য কি শিক্ষা সহায়ক ভাতা পাওয়া যাবে।

    উত্তরমুছুন
  5. অবসরকালীন সময়ে কী শিক্ষাভাতা পাওয়া যায়?

    উত্তরমুছুন
  6. ৪ বছর ১মাস হয় তাহলে শিক্ষা ভাতা পাবে

    উত্তরমুছুন
  7. সাময়িক বরখাস্ত থাকা কালীন কি শিক্ষা সহায়ক ভাতা পাওয়া যায়। আমার প্রথম সন্তান প্রথম আবেদন।

    উত্তরমুছুন
  8. পিআরএল ছুটিতে থাকা অবস্থায় শিক্ষা ভাতা পাওয়া যাবে?

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন