প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড জানবেন যেভাবে। How to know the EMIS code of primary school.

প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড জানবেন যেভাবে


আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড জানবেন যেভাবে। How to know the EMIS code of primary school নিয়ে আলোচনা করবো। এবং এই সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর জানবো।

{tocify} $title={Table of Contents}

EMIS - এর পূর্ণরূপ: Education Management information system. শিক্ষা ব্যবস্থাপনা তথ্য সিস্টেম (প্রক্রিয়া)।

primary EMIS Cod কিভাবে পাবেন

নতুন বিদ্যালয়ের জন্য আপনার উপজেলায় যোগাযোগ করুন এবং EMIS Cod কালেক্ট করুন।

$ads={1}

নতুন পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড জানবেন যেভাবে

  • প্রথমে http://www.dpe.gov.bd/ প্রিবেশ করুন
  • প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা (http://myschool.eis.dpe.gov.bd/) সাইটে প্রবেশ করুন
  • বাম দিকে রেজিস্ট্রেশন/লগইনের অপশন পাবেন। (যদি রেজিস্ট্রেশন করা না থাকে যে কোনো মেইল দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করুন)


এরপর বিদ্যালয় শুমারী থেকে নতুন ‍বিদ্যায়ল নিবন্ধনে ক্লিক করুন

EMIS Cod

এরপর বিভাগ, জেলা, উপজেলা/থানা, ইউনিয়ন/ওয়ার্ড, এলাকা, গ্রাম, পৌরসভা/ইউনিয়ন পরিষদের ওয়ার্ড হলে গ্রাম প্রযোজ্য নয়, ক্লাস্টার, নিবন্ধন মাধ্যম সিলেক্ট করে বিদ্যালয় তালিকায় ক্লিক করুন

primary EMIS Cod

একটি তালিকা দেখতে পাবেন। নিচের চিত্রের মত। বামে EMIS কোড দেখতে পাবেন


এখানে ৯ সংখ্যার একটি কোড দেখতে পাবেন। এই সংখ্যার পূর্বে ২টি সংখ্যা যোগ করতে হবে। সংখ্যা দুইটি হবে

  • পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 91
  • নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 99

উদাহরণঃ যেমন উপরের চিত্রের হরিরাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য EMIS কোড 91202010203

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন