আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড জানবেন যেভাবে। How to know the EMIS code of primary school নিয়ে আলোচনা করবো। এবং এই সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর জানবো।
{tocify} $title={Table of Contents}
EMIS - এর পূর্ণরূপ: Education Management information system. শিক্ষা ব্যবস্থাপনা তথ্য সিস্টেম (প্রক্রিয়া)।
primary EMIS Cod কিভাবে পাবেন
নতুন বিদ্যালয়ের জন্য আপনার উপজেলায় যোগাযোগ করুন এবং EMIS Cod কালেক্ট করুন।
$ads={1}
নতুন পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড জানবেন যেভাবে
- প্রথমে http://www.dpe.gov.bd/ প্রিবেশ করুন
- প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা (http://myschool.eis.dpe.gov.bd/) সাইটে প্রবেশ করুন
- বাম দিকে রেজিস্ট্রেশন/লগইনের অপশন পাবেন। (যদি রেজিস্ট্রেশন করা না থাকে যে কোনো মেইল দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করুন)
এরপর বিদ্যালয় শুমারী থেকে নতুন বিদ্যায়ল নিবন্ধনে ক্লিক করুন
এরপর বিভাগ, জেলা, উপজেলা/থানা, ইউনিয়ন/ওয়ার্ড, এলাকা, গ্রাম, পৌরসভা/ইউনিয়ন পরিষদের ওয়ার্ড হলে গ্রাম প্রযোজ্য নয়, ক্লাস্টার, নিবন্ধন মাধ্যম সিলেক্ট করে বিদ্যালয় তালিকায় ক্লিক করুন
একটি তালিকা দেখতে পাবেন। নিচের চিত্রের মত। বামে EMIS কোড দেখতে পাবেন
এখানে ৯ সংখ্যার একটি কোড দেখতে পাবেন। এই সংখ্যার পূর্বে ২টি সংখ্যা যোগ করতে হবে। সংখ্যা দুইটি হবে
- পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 91
- নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 99
উদাহরণঃ যেমন উপরের চিত্রের হরিরাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য EMIS কোড 91202010203
NS মাল্টিমিডিয়া পাবলিক স্কুল
উত্তরমুছুন