পিইসি (৫ম শ্রেণি) বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট pec BGS model test

পিইসি (৫ম শ্রেণি) বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট pec BGS model test


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা থাকা জরুরী। বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট প্রশ্ন সম্পর্কে শিক্ষার্থীদের একটি ধারণা দিতে সাহায্য করবে। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব।

{tocify} $title={Table of Contents}

শিক্ষার্থীরা এই বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট নমুনা প্রশ্ন গুলো দেখে অনুযায়ী মূল বই থেকে প্রশ্ন তৈরি করে চর্চা করবে, সেইসাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই মডেল টেস্ট নমুনা প্রশ্ন থেকে ধারণা নিয়ে নিজ বিদ্যালয়ে বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন তৈরি করতে হবে। শিক্ষকরা ইচ্ছা করলে নিচে দেওয়া বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট ওয়ার্ড ফাইল টি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

৫ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট নমুনা-১

১। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাওঃ ২×১৫=৩০

ক. ১৯৭১ সালের ১১ই জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়। এ বাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন?
খ. ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতি এবং অঞ্চলভাবেদে বিভেদ সৃষ্টি হয়। এখানে কোন নীতির কথা বলা হয়েছে?
গ. তাহসিন শিক্ষা  সফরে মহাস্থানগড় দেখতে গিয়েছিল। মৌর্য আমলে স্থানটিকী নামে পরিচিত ছিল?
ঘ. আমাদের দেশে উন্নয়তমানের ওষুধ তৈরির জন্য ওষুধ কারখানা রয়েছে। এসব কারখানা কোন ধরনের শিল্পের অন্তর্ভূক্ত?
ঙ. মাহিয়ানের দেশে প্রতি বছর প্রায় ৩০ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। মাহিয়ানের দেশের সাথে কোন দেশের  সাদৃশ্য রয়েছে?
চ. নদীভাঙন বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে কী ঘটে?
ছ. সোহেলের বয়স ১১ বছর। সে স্কুলে না গিয়ে কারখানায় কাজ করছে। সোহেল তার কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে?
জ. ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ই মার্চকে একটি বিশেষ দিবস হিসাবে ঘোষণা দেয়। দিবসটির নাম কী?
ঝ. সাইমন সাহেব নিয়মিত কর প্রদান করেন। এটি তার কীরুপ পরিবর্তন।
ঞ. তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেকোনো কাজে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকেন। প্রধান শিক্ষকের আচরণে কোনটি প্রকাশ পায়?
ট. কখন ইংরেজরা প্রথম বাণিজ্য করার উদ্দেশ্যে এদেশে আসে?
ঠ. মহাস্থানগড়ের নিদের্শন কত বছরের সাক্ষ্য থেকে আসে?
ড. জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে?
ঢ.নারী ও শিশু পাচার কী ধরনের কাজ?
ণ. জাতিসংঘ কত সালে গঠিত হয়?

২।শূন্যস্থান পূরণ কর যে কোন ৫টি    ১×১২=১২

ক. -------------- বেশি মানুষ ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়।
খ. ১৭৫৬ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিংহাসনে বসেন। এ নবাবের নাম--------------
গ. সিপাহি হামিদুর রহমানকে মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করায় সরকার একটি রাষ্ট্রীয় উপাধি দেয় এ উপাধিটির নাম--------------
ঘ. ঢাকার একটি ঐতিহাসকি দুর্গে গোপনে প্রবেশপথ এবং একটি তিন গয়ুজবিশিষ্ট মসজিদ রয়েছে। স্থানটি নাম--------------
ঙ. বাংলাদেশে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে--------------
চ. জনসম্পদ বলতে-------------- বোঝায়?
ছ. প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য প্রয়োজন--------------
জ, দুর্যোগের পূর্বাভাস পেলে --------------করবে?
ঞ. আমাদের --------------কাজ করা কখনোই উচিতনয়।
চ. নিউইয়র্কের পোশাক কারখানার নারী শ্রমিকরা পুরুষের সমান মজুরি ও শ্রমের দাবিতে প্রথম আন্দোলন করে। এটি -------------- সালে ঘটেছিল?
ছ. প্রতিবেশিদের সাথে সুসম্পর্ক রাখার প্রধান কারণ হলো--------------
জ. -------------- কাজটি তোমার জন্য ঝুকিপূর্ণ?
ঝ. নাগরিক হিসেবে আমাদের অন্যতম প্রধান কর্তব্য হলো --------------
ঞ. গণতন্ত্রের -------------- গ্রহনযোগ্য নয়।
ট. --------------ক্ষুদ্রজাতিসত্তা আচিকমান্দি নামে পরিচিত?
ঠ. খাসি পরিবারের সবচেয়ে ছোট মেয়ে সাধারণত সৌভাগ্যবান বলে বিবেচিত হয়। এর প্রধান কারন --------------
ড. ইউনিস্কো বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভাষাকে ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। ভাষাটির নাম--------------
ঢ. বিশ্বের দেশগুলোর জন্য-------------- খুবই প্রয়োজন?

৩। মিলকরণ যে কোন ৫টি ২ ৫=১০

বামপাশ

ডানপাশ

১. বাঙালির সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে

১. আমবাগানে

২. পাকস্তানের বাঙালি জনগনের উপর

২. শত্রæমুক্ত করা

৩. পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল

৩. ভালোভাবে গড়ে তুলতে পারে।

৪. মানবাধিকার মানুষের জীবনকে

৪. শুরু করে অত্যাচার ও নিপীড়ন

৫. জাতিসংঘের কাজ

৫. ল্লালবাগ কেল্লায়

 

৬. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।

 

৭. যুদ্ধ প্রতিষ্ঠা করা।


২। ক থেকে এর মধ্যে ৬টি প্রশ্নের উত্তর সহ মোট সাতটির উত্তর দাওঃ ×৮=৪৮

ক. মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের জন্য যে সরকার গঠন করা হয় তার নাম কী? এই সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উক্ত সরকারের ৪টি  কর্মকান্ড লেখ।

খ. গণতান্ত্রিক মনোভাব কী? বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের চারটি ধাপ উল্লেখ কর।

গ.পাট কী? পাটকে সোনালি আশ বলা হয় কেন? পাটের তিনটি ব্যবহার লেখ।

ঘ. অতিরিক্ত জনসংখ্যা কী ? জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন কেন? জনসংখ্যা সমস্যা সমাধানের তিনটি ব্যবহার লেখ।

ঙ. আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি। এসব দুর্ঘটনা এড়াতে আমরা যেসব পন্থা অবলম্বন করতে পারি এ রকম পাচটি উপায় লেখ।

চ. বাংলাদেশের কোন অঞ্চলে খরা প্রর্বনতা বেশি? উক্ত অঞ্চলের খরা প্রবণতার কারণ অনুসন্ধান কর এবং এর ফলে কী কী সমস্যা হতে পারে বলে তুমি মনে কর।

ছ. তামাক কী? তামাক চাষ নিরুৎসাহিত করা প্রয়োজন কেন? তামাকের তিনটি ক্ষতিকর দিক লেখ।

জ. জাতিসংঘ কোন তারিখকে আন্তজার্তিক নারী দিবস হিসেবে ঘোষণা দেয়? আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য চারটি ব াক্যে লিখ।

ঝ.খাসিদের খাদ্য ব্যবস্থা সম্পর্কে লেখ।

ঞ. জাতিসংঘের মহৎ উদ্দেশ্যগুলো পাচ বাক্যে লিখ।

৫ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট নমুনা-১ উত্তরমালা

২।শূন্যস্থান পূরণ কর যে কোন ৫টি

ক. -------------- বেশি মানুষ ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়।
উত্তরঃ এক কোটির 
খ. ১৭৫৬ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিংহাসনে বসেন। এ নবাবের নাম--------------
উত্তরঃ সিরাজ উদ দৌল্লা
গ. সিপাহি হামিদুর রহমানকে মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করায় সরকার একটি রাষ্ট্রীয় উপাধি দেয় এ উপাধিটির নাম--------------
উত্তরঃবীরশ্রেষ্ঠ
ঘ. ঢাকার একটি ঐতিহাসকি দুর্গে গোপনে প্রবেশপথ এবং একটি তিন গয়ুজবিশিষ্ট মসজিদ রয়েছে। স্থানটি নাম--------------
উত্তরঃ লালবাগ কেল্লা
ঙ. বাংলাদেশে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে--------------
উত্তরঃ দক্ষ জনসম্পদ রপ্তানি
চ. জনসম্পদ বলতে-------------- বোঝায়?
উত্তরঃ দক্ষ জনগণ
ছ. প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য প্রয়োজন--------------
উত্তরঃ জমি
জ, দুর্যোগের পূর্বাভাস পেলে --------------করবে?
উত্তরঃ মাইকযোগেপ্রচার করব।
ঞ. আমাদের --------------কাজ করা কখনোই উচিতনয়।
উত্তরঃ কারও অধিকার নষ্ট হতে পারে এরকম কাজ
চ. নিউইয়র্কের পোশাক কারখানার নারী শ্রমিকরা পুরুষের সমান মজুরি ও শ্রমের দাবিতে প্রথম আন্দোলন করে। এটি -------------- সালে ঘটেছিল?
উত্তরঃ ১৮৫৭ সালে
ছ. প্রতিবেশিদের সাথে সুসম্পর্ক রাখার প্রধান কারণ হলো--------------
উত্তরঃ আমরা অসুবিধায় পড়লে তারা এগিয়ে আসেন বলে।
জ. -------------- কাজটি তোমার জন্য ঝুকিপূর্ণ?
উত্তরঃ অপরিচিতি লোকের কাছ থেকে কিছু খাওয়া
ঝ. নাগরিক হিসেবে আমাদের অন্যতম প্রধান কর্তব্য হলো --------------
উত্তরঃ নৈতিক আইন মানা
ঞ. গণতন্ত্রের -------------- গ্রহনযোগ্য নয়।
উত্তরঃ জোর করে মত চাপিয়ে দেওয়া
ট. --------------ক্ষুদ্রজাতিসত্তা আচিকমান্দি নামে পরিচিত?
উত্তরঃ গারো
ঠ. খাসি পরিবারের সবচেয়ে ছোট মেয়ে সাধারণত সৌভাগ্যবান বলে বিবেচিত হয়। এর প্রধান কারন --------------
উত্তরঃ সম্পত্তির উত্তরাধিকার হয় বলে
ড. ইউনিস্কো বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভাষাকে ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। ভাষাটির নাম--------------
উত্তরঃ ¤্রাে
ঢ. বিশ্বের দেশগুলোর জন্য-------------- খুবই প্রয়োজন?
উত্তরঃ ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব

৩। মিলকরণ যে কোন ৫টি

বামপাশ

ডানপাশ

১. বাঙালির সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে

৩. ভালোভাবে গড়ে তুলতে পারে।

২. পাকস্তানের বাঙালি জনগনের উপর

১. আমবাগানে

৩. পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল

৪. শুরু করে অত্যাচার ও নিপীড়ন

৪. মানবাধিকার মানুষের জীবনকে

২. শত্রæমুক্ত করা

৫. জাতিসংঘের কাজ

৬. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।

 

৫. ল্লালবাগ কেল্লায়

 

৭. যুদ্ধ প্রতিষ্ঠা করা।


pec BGS model test


৫ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট নমুনা-২

১। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাওঃ ×১৫=৩০
ক. মিত্রবাহিনী কীভাবে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে?
খ. ব্রিটিশদের বিরুদ্ধে সংঘটিত দুটি  আন্দোলনের নাম লেখ।
গ. পাটকে কেন সোনালী আশ বলা হয়?
ঘ. অধিক জনসংখ্যার দুটি প্রভাব উল্লেখ কর।
ঙ. দুর্যোগের দুটি মানবৃষ্ট কারণ উল্লেখ কর।
চ. বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার একটি উদাহরণ লেখ।
ছ. নারী নির্যাতনের একটি কুফল উল্লেখ কর।
জ. রাস্তা কীভাবে পর হতে হবে?
ঝ. শ্রেণিনেতা নির্বাচনের সময় আমরা কীরুপ মনোভাব দেখাব?
ঞ. খাসি মেয়েদের পোশাক কেমন?
ট. অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো?
ঠ. মানবাধিকার লঙ্গন হতে দেখলে আমরা কী করব?
ড. গ্যাসের চুলা ব্যবহারের পর কী করতে হবে?
ঢ. দলের কাজ কার নেতৃত্বে করা হয়?
ণ. সদস্যরাষ্টগুলোর মধ্যে বিরোধ মীমাংসা করে কোনটি?
২। শূন্যস্থান পূরণ কর যে কোন ১২টি ১×১২=১২
ক. মুক্তিযুদ্ধে ----------ভুমিকার জন্য ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলা হয়?
খ. বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ----------
গ. ---------- মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভুমিকা রাখেন।
ঘ. এই দেশে কোম্পানি শাসন চলে ---------- বছর
ঙ. পুন্ড্রনগর ---------- আমলে প্রতিষ্ঠিত হয়েছিল?
চ. আনন্দবিহার ---------- জেলায় অবস্থিত?
ছ. ----------শতকে পানাম নগর গড়ে ওঠে।
জ. ----------সালে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যূদয় ঘটে?
ঝ. দক্ষিণ এশিয়ার ---------- দেশ সার্কের সদস্য?
ঞ. ---------- আঞ্চলিক সহযোগিতা সংস্থা?
ট. ভুমিকম্পের সময় তুমি বিছানায় থাকলে---------- করবে?.
ঠ. নারী নির্যাতন বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীলা রাস্তায় মানববন্ধন করছে। এ ধরনের কর্মসূচির উদ্দেশ্য----------
ড. ্একজন নাগরিক ----------শাসন কাজে অংশ্রগহণ করেন?
ঢ. গণতন্ত্র ---------- অংশগ্রহনের সুযোগ করে দেয়?
৩। মিলকরণঃ যে কোন ৫টি ২×৫=১০

বামপাশ

ডানপাশ

১. গারো সমাজ

১. কৃষি

২. চৈতিদের জীবিকার প্রধান উৎস

২. মানসিক ভাবে ভেঙ্গে পড়ে।

৩. নারী নির্যাতন হলে

৩. মহাতান্ত্রিক

৪. পরিবারের সার্মথ্য না থাকায়

৪. তামাক

৫. মাদকদ্রব্য গ্রহণে উৎসাহী করে

৫. শহরের অনেক শিশু গ্রহহীন হয়ে পরে।

 

৬. পরিবার

 

৭. মাটি কাটা


৪। ক থেকে জ এর মধ্যে ৬টি প্রশ্নের উত্তর এবং ঝও ঞ থেকে ১টি প্রশ্নের উত্তর দাওঃ ৬×৮=৪৮
ক. মুক্তিযুদ্ধে নেতৃত্বে দানের জন্য যে সরকার গঠন করা হয় তার নাম কী? এই সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উক্ত সরকারের ৪টি কর্মকান্ড লেখ।
খ.কত সালে পলাশীর যুদ্ধ হয়েছিল? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? পলাশীর যুদ্ধের তিনটি ফলাফল লেখ।
গ. আমাদের দেশে শিশুদের মানবাধিকার লঙ্গনের প্রধান কারণ কী? শিশুদের মানবাধিকার লঙ্গনের চারট উদাহরণ দাও।
ঘ. ক দেশ সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ। জলবায়ু পরিবর্তনর ফলে উক্ত দেশ যে ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হত পারে বলে তুমি মনে কর। তা পাচ বাক্যে লিখ।
ঙ. ইউএনডিপি কী ? বাংলাদেশে এর ৪টি কাজ সম্পর্কে লিখ।
চ. কুটির শিল্প কাকে বলে? কুটির শিল্প সম্পর্কে চারটি বাক্যে লিখ।
ছ. ময়নামতি নামটি কার নাম অনুসারে করা হয়েছে? উক্তস্থানটি কেন ইতিহাস বিখ্যাত? পাচ বাক্যে লিখ।
জ. ওরাওদের গ্রাম প্রধানকে কী বলে? ওরাও সমাজের পাচটি বৈশিষ্ট্য লিখ।
ঝ. মানুষ শহরে আসার পাচটি কারণ লিখ।
ঞ. ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন?

৫ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট নমুনা-২ উত্তরমালা


২। শূন্যস্থান পূরণ কর যে কোন ১২টি
ক. মুক্তিযুদ্ধে ----------ভুমিকার জন্য ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলা হয়?
উত্তরঃ আর্থিক সহায়তার জন্য
খ. বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ----------
উত্তরঃ বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
গ. ---------- মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভুমিকা রাখেন।
উত্তরঃ নবাব আব্দুল লতিফ
ঘ. এই দেশে কোম্পানি শাসন চলে ---------- বছর
উত্তরঃ ১০০
ঙ. পুন্ড্রনগর ---------- আমলে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ উয়ারী বটেশ্বর
চ. আনন্দবিহার ---------- জেলায় অবস্থিত?
উত্তরঃ কুমিল্লার ময়নামতিতে
ছ. ----------শতকে পানাম নগর গড়ে ওঠে।
উত্তরঃ উনিশ শতকে
জ. ----------সালে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যূদয় ঘটে?
উত্তরঃ ১৯৭১
ঝ. দক্ষিণ এশিয়ার ---------- দেশ সার্কের সদস্য?
উত্তরঃ ৮টি
ঞ. ---------- আঞ্চলিক সহযোগিতা সংস্থা?
উত্তরঃ সার্ক
ট. ভুমিকম্পের সময় তুমি বিছানায় থাকলে---------- করবে?.
উত্তরঃ বালিশের নিচে মাথা দেবে।
ঠ. নারী নির্যাতন বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীলা রাস্তায় মানববন্ধন করছে। এ ধরনের কর্মসূচির উদ্দেশ্য----------
উত্তরঃ মানবাধিকার রক্ষা
ড. ্একজন নাগরিক ----------শাসন কাজে অংশ্রগহণ করেন?
উত্তরঃ ভোটদানের মাধ্যমে
ঢ. গণতন্ত্র ---------- অংশগ্রহনের সুযোগ করে দেয়?
উত্তরঃ নির্বাচনে
৩। মিলকরণঃ যে কোন ৫টি

বামপাশ

ডানপাশ

১. গারো সমাজ

২. মানসিক ভাবে ভেঙ্গে পড়ে।

২. চৈতিদের জীবিকার প্রধান উৎস

৩. মহাতান্ত্রিক

৩. নারী নির্যাতন হলে

১. কৃষি

৪. পরিবারের সার্মথ্য না থাকায়

৫. শহরের অনেক শিশু গ্রহহীন হয়ে পরে।

৫. মাদকদ্রব্য গ্রহণে উৎসাহী করে

৪. তামাক

 

৬. পরিবার

 

৭. মাটি কাটা





2 মন্তব্যসমূহ

  1. আমাদের জাতীয় আয়ের কতভাগ সিল্প থেকে আসে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ৫ম শ্রেণীর বাংলাদেশ ও মডেল টেস্ট নমুনা 2 উত্তর

      মুছুন
নবীনতর পূর্বতন