শিশুর বৈশিষ্ট্য
শিশুদের নিজস্ব কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। এসব বৈশিষ্ট্য বিবেচনায় রেখে প্রাক-প্রাথমিক শ্রেণিতে
শিশুদের জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে। যেমন:
- সব শিশু একরকম নয়। প্রতিটি শিশুই অপর শিশু থেকে আলাদা, তার একটি নিজস্ব সত্তা রয়েছে।
- শিশুরা নিজেদের মতো করে পৃথিবী দেখে, বড়দের মতো করে নয়।
- শিশুরা খেলার মাধ্যমে ও নানারকম কাজ করে শেখে।
- শিশুরা আত্মকেন্দ্রিক হয়।
- শিশুদের প্রধান দুইটি চাহিদা হলো-
- ভালোবাসা পাওয়া ও বড়দের কাছে গ্রহণীয় হওয়া।
- অনুসন্ধান করা, নানা রকম কাজ করা ও নিজস্ব সত্তাকে প্রকাশ করা।
Tags:
প্রাক প্রাথমিক