প্রাক-প্রাথমিক শিক্ষার বিভিন্ন কাজসমূহ

প্রাক-প্রাথমিক শিক্ষার বিভিন্ন কাজসমূহ


প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির জন্য নির্দিষ্ট কিছু কাজ রয়েছে যা ধারাবাহিক ভাবে করতে হয়। আমরা এই পোস্টে মাধ্যমে জানবো প্রাক-প্রাথমিক শিক্ষার বিভিন্ন কাজসমূহ। এবং পরের পোস্টের মাধ্যমে আমরা প্রাক প্রাথমিক শ্রেণির রুটিন জানবো।

প্রাক-প্রাথমিক শিক্ষার বিভিন্ন কাজসমূহ

শিশুর সার্বিক বিকাশের জন্য প্রত্যাশিত অর্জন উপযোগী যোগ্যতা এবং শিখন ফলের প্রতি লক্ষ্য রেখে প্রি-স্কুলে বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক কাজ নির্ধারণ করা হয়েছে। এ সকল কাজের মধ্যে রয়েছে শিশুদের শারীরিক ও চলনক্ষমতার বিকাশ, সামাজিক ও আবেগিক দক্ষতার বিকাশ, ভাষা ও যোগাযোগ দক্ষতার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ সম্পর্কিত কাজ। এছাড়া শিশুরা যেন সামাজিকভাবে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে গড়ে ওঠে তাও প্রাক-প্রাথমিক শিক্ষার বিষয় ও কাজ নির্ধারণে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। প্রি-স্কুলের বিষয় বা

প্রাক-প্রাথমিক শিক্ষার বিভিন্ন কাজসমূহ নিচে উল্লেখ করা হলো

  • দৈনিক সমাবেশ ও শুভেচ্ছা
  • ব্যায়াম
  • সৃজনশীল কাজ (ছড়া, গান, নাচ, গল্প, চারু , কারু ও অভিনয়)
  • ভাষার কাজ (শোনা-বলা, প্রাক-পঠন, প্রাক-লিখন)
  • গণিতের কাজ (প্রাক-গানিতিক ধারণা, সংখ্যার ধারনা ও লেখা, যোগ-বিয়োগ)
  • অন্যান্য কাজ (পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও নিরাপত্তা)
  • খেলা - ইচ্ছেমত খেলা ও নির্দেশনার খেলা
  • সমাপনী কাজ

প্রাক-প্রাথমিক শিক্ষার প্রত্যাশিত অর্জন উপযোগী যোগ্যতা ও শিখনফলসমূহ অর্জনে উপরে বর্ণিত কাজসমূহ সুসংগঠিতভাবে শ্রেণিকক্ষে করার জন্য একটি রুটিন করা হয়েছে। নি¤েœ বর্ণিত ক্লাস রুটিন অনুযায়ী শিক্ষক শ্রেণি কক্ষে শিশুদের সংঙ্গে নির্ধারিত কাজসমূহ বাস্তবায়ন করবেন।

রুটিন অনুযায়ী দৈনিক পাঠ পরিকল্পনা তৈরির জন্য বিস্তারিত কার্যক্রম নিয়ে একটি বাৎসরিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। শিক্ষক মাস ভিত্তিক এ পরিকল্পনা অনুসরণ করে দৈনিক পাঠ পরিকল্পনা তৈরি করবেন এবং প্রাকপ্রাথমিক শ্রেণি পরিচালনা করবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন