শিশুরা কীভাবে শেখে এই নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন। শিক্ষকদের জানা জরুরী যে শিশুরা কীভাবে শেখে আজকের পোস্টে শিশুরা কিভাবে শেখে সেটা নিয়ে আলোচনা করা হবে। তথ্যগুলো প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা থেকে নেওয়া হয়েছে।
শিশুরা কীভাবে শেখে
শিশুরা বিভিন্নভাবে শেখে। কেউ দেখে শেখে, কেউ শুনে শেখে, কেউ কথার মাধ্যমে শেখে। আবার যে দেখে শেখে, সে শুনে বা অন্যভাবে যে শেখে না তা কিন্তু নয়। তেমনি যে শোনার মাধ্যমে শেখে, সে অন্যভাবেও শিখতে পারে। প্রত্যেক শিশুর শেখার ধরনেই একটা নিজস্বতা থাকে। তবে মূলকথা হলো, শিশুরা একভাবে শেখে না। জীবনে চলার পথে তারা বিভিন্নভাবে শিখে থাকে। শিশুরা সাধারণত যেভাবে শেখে তা হলো:
- দেখে
- গন্ধ নিয়ে
- কল্পনা করে
- তুলনা করে
- অংশগ্রহণ করে
- দলে কাজ করে
- গল্পের মাধ্যমে
- বই পড়ে
- পর্যবেক্ষণ করে
- শুনে
- অনুভব করে
- একাকী চিন্তা করে
- নির্দেশনা থেকে
- গান করে
- অনুসন্ধান করে
- নাচের মাধ্যমে
- অনুকরণ করে
- স্বাদ নিয়ে
- উপলব্ধি করে
- প্রশ্ন করে
- নাড়াচাড়া করে
- ছড়ার মাধ্যমে
- বার বার চেষ্টা করে
- অভিনয়ের মাধ্যমে
শিশু তখনই সবচেয়ে বেশি শেখে যখন সে আগ্রহ নিয়ে কোনো কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পরিবারে, বিদ্যালয়ে ও সমাজে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা তাদের শিখনের মূল ভিত্তি। কোনো ধারণা বা তথ্য যখন শিশুর পূর্ববর্তী অর্জিত জ্ঞান বা ধারণার ভিত্তিতে তার কাছে অর্থপূর্ণ মনে হয়, তখনই শিশু তার শিখনের পরবর্তী ধাপে প্রবেশ করে। শিশুরা সমন্বিতভাবে শেখে এবং তারা তাদের শিখনকে কোনো বিষয় বা শাখায় বিভক্ত করে না। যে কারণে খেলা হচ্ছে শিশুর শেখার অন্যতম মাধ্যম। শিশুর শেখার ক্ষেত্রে মূলমন্ত্র হচ্ছে:
- শিশু করতে করতে এবং খেলতে খেলতে শেখে;
- আগ্রহ হলো শিখনের মূল চালিকাশক্তি;
- খেলা হলো সুখকর শিখন-অভিজ্ঞতা;
- ইন্দ্রিয়গ্রাহ্য বিভিন্ন কাজ হলো শিখনের মাধ্যম;
- পর্যবেক্ষণ, অনুসন্ধান, চিন্তা ও কল্পনা হলো শেখার কতগুলো অত্যাবশ্যকীয় উপায়।
প্রাক-প্রাথমিক শিক্ষার প্রত্যাশিত ফলাফল অর্জনে শিক্ষক শ্রেণিতে এমনভাবে পাঠদান প্রক্রিয়া চালাবেন যেন শিশুরা উপরে উল্লেখিত বিভিন্ন উপায়ে শেখার সুযোগ পায়।
Tags:
প্রাক প্রাথমিক