প্রাথমিক বিদ্যালয়ে গান শেখানোর নিয়ম

গান শেখানোর নিয়ম


গান শেখানোর নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো অনুসরণ করে প্রাথমিক বিদ্যালয়ে গান শেখালে শিক্ষার্থীরা দ্রুত গান শিখতে পারবে। নিচের গান শেখানোর নিয়মগুলো দেওয়া হলো।

      গান শেখানোর নিয়ম

      • শিশুদের গান শেখানোর আগে শিক্ষক প্রতিটি গান নিজে ভালোভাবে আয়ত্ব করে নিবেন।
      • প্রথমে পুরো গানটি শিশুদের সামনে গাইবেন এবং তারপর শিশুদের কাছে জানতে চাইবেন যে গানটি
      • তাদের ভালো লাগছে কি না অথবা তারা শিখতে চায় কি-না।
      • শিশুরা আগ্রহী হলে তাদের নিয়ে গোল হয়ে বসবেন এবং শিক্ষক গানটির প্রথম অংশ শিশুদের নিয়ে
      • গাইবেন। একটি অংশ শিশুরা ভালোভাবে আয়ত্ব করার পর পরবর্তী অংশ শেখাবেন। গানের শব্দ, সুর,
      • ছন্দ, শেখার পর শিশুরা হাততালি দিয়ে সকলে মিলে গাইবে।
      • গানের কোনো শব্দ, ভাববস্তু বা অর্থ যদি মনে হয় বোঝানো প্রয়োজন তবে খুব সহজ ও সরলভাবে শিক্ষক
      • শিশুদের তা বলবেন।
      • এভাবে পুরো গানটি শিশুদের শিখাবেন।
      • পুরো গানটি শেখা হলে শিশুদেরকে একাকী এবং দলে গাইতে উৎসাহ ও সহায়তা দেবেন।
      • গানের সুর, তাল, লয় ইত্যাদি সঠিকভাবে শেখার জন্য এবং ভুল শোধরানোর জন্য বার বার চর্চা করতে হবে।
      • গান গাওয়ার দলীয় প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।
      গান শেখানোর সময় লক্ষনীয়
      সহায়িকায় বর্ণিত গান ছাড়া শিক্ষক স্থানীয়ভাবে সংগৃহীত আঞ্চলিক গানও একই নিয়মে শিশুদের শেখাতে পারেন।

      গান শেখানোর বিশেষ দ্রষ্টব্য :
      শিশুদের শুধু গান মুখস্থ করানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্যে নয় বরং শিশুরা যেন উৎসাহ ও আনন্দের মাধ্যমে
      মজা করে সুর তাল লয় মেনে গান গাইতে পারে তাই মূল লক্ষ্য। 

      একটি মন্তব্য পোস্ট করুন

      নবীনতর পূর্বতন