শিশুদের সাথে যোগাযোগের কিছু সুনির্দিষ্ট্য কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে আজকের পোস্টে। তথ্যগুলো প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা বই থেকে সংগ্রহ করা হয়েছে।
শিশুদের সাথে সফল যোগাযোগের উপায়
শিশুর বৈশিষ্ট্যগুলো বুঝে সে অনুযায়ী শিশুদের সাথে যোগাযোগ করতে হবে। পাঠের সফলতা নির্ভর করে শিশুর সাথে শিক্ষকের সহজ ও সাবলীলভাবে ভাব বিনিময়ের ওপর। ভাব বিনিময় দু’ভাবে হতে পারে। মৌখিক এবং অমৌখিক।
মৌখিক ভাব বিনিময়ের সময়ে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন-
- খুব উঁচু স্বরে কথা না বলা;
- খুব নিচু স্বরে কথা না বলা;
- সহজ ভাষায় সরাসরি ও ধীরে ধীরে কথা বলা;
- কথার ভাবের সাথে মিল রেখে কণ্ঠস্বরের ওঠানামা ঠিক রাখা;
- শিশুদের কথা বলার মাঝখানে কথা না বলা;
- শিশুদের এমন প্রশ্ন করা যেখানে চিন্তা করার সুযোগ থাকে
অমৌখিক ভাব বিনিময়ের লক্ষণীয় দিকগুলো হলো-
- শিশুদের সাথে চোখে চোখে যোগাযোগ রাখা;
- শিশুদের সাথে হাসিখুশি থাকা;
- শিশুদের সামনে আন্তরিকভাবে বসা;
- শিশুদের কাছাকাছি যাওয়া;
- হাত-মাথা-মুখ নাড়াচাড়ার মধ্যে একটি সমন্বয় রক্ষা করা;
- কথার ভাবের সাথে অঙ্গভঙ্গি ঠিক রাখা।
শিশুদের সাথে যোগাযোগ বা ভাব বিনিময়ের ক্ষেত্রে প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদেরকে এমন প্রশ্ন করতে হবে যাতে তারা চিন্তা করার সুযোগ পায়। প্রশ্ন সাধারণত তিন ধরনের হয়ে থাকে। যেমন-
অমুক্ত প্রশ্ন কি?
এ ধরনের প্রশ্নের উত্তর সাধারণত ‘হ্যাঁ’ বা ‘না’ হয় অথবা খুবই সংক্ষিপ্ত হয়। এসব প্রশ্নের উত্তর দিতে শিশুদের চিন্তা করার বা বেশি কথা বলার সুযোগ থাকে না। যেমন- ‘এ জায়গাটা কি তোমার ভালো লাগে?’ এ ধরনের প্রশ্ন শিশুর ভাষা বিকাশে তেমন একটা সহায়তা করে না। শিশুরা কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না।
মুক্ত প্রশ্ন কি?
এ ধরনের প্রশ্ন শিশুকে চিন্তা করতে এবং তার নিজের মতো করে উত্তর দিতে সহায়তা করে। এতে করে সে তার ধারণা, অভিজ্ঞতা প্রকাশ করতে পারে। যেমন- ‘এই জায়গাটা তোমার ভালো লাগে কেন?’
প্রভাবিত প্রশ্ন কি?
এ ধরনের প্রশ্নের উত্তরে প্রশ্নকর্তা তার পছন্দের উত্তর আশা করে অর্থাৎ শিশু বা উত্তরদাতা প্রশ্নের প্রতি প্রভাবিত হয়। যেমন- ‘এ জায়গাটা খুব সুন্দর, তাই না?’ এ ধরনের প্রশ্ন করলে শিশুরা তাদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ পায় না। বরং প্রশ্নকর্তার ইচ্ছা-অনিচ্ছানুযায়ী উত্তর দেয়। শিশুদের সব ধরনের প্রশ্নই করা উচিত হবে তবে মুক্ত প্রশ্নের ব্যবহার বেশি থাকতে হবে।