ছড়া শেখার ও শেখানোর নিয়ম

ছড়া শেখার ও শেখানোর নিয়ম

আমরা অনেকেই জানিনা ছড়া শেখার ও শেখানোর নিয়ম। ছড়া শেখার নিয়ম জানা থাকলে খুব সহজেই ছড়া শেখা যায় বা শেখানো যায়। আজকের পোস্টে ছড়া শেখার ও শেখানোর নিয়ম নিয়ে আলোচনা করা হবে যা প্রাক-প্রাথমিক শিক্ষক সহায়িকা বই থেকে নেওয়া হয়েছে।

ছড়া শেখানোর নিয়ম

  • শিশুদের ছড়া শেখানোর আগে শিক্ষক প্রতিটি ছড়া ভালোভাবে নিজে আয়ত্ব করে নেবেন।
  • প্রথমে পুরো ছড়াটি শিশুদের সামনে শুদ্ধ উচ্চারণে অঙ্গভঙ্গির মাধ্যমে আকর্ষণীয়ভাবে কয়েকবার
  • আবৃত্তি করবেন এবং খুব সহজভাবে ছড়া অনুসারে কথা বলে পরিবেশ তৈরি করবেন যাতে ছড়াটির প্রতি শিশুদের আগ্রহ তৈরি হয়।
  • অত:পর ছড়াটির দ্’ুলাইন শিক্ষক নিজে সুন্দরভাবে আবৃত্তি করবেন এবং শিশুদেরকেও করতে বলবেন। প্রথম দু’লাইন সবার আয়ত্ব হলে পরের দু’লাইন শেখাবেন।
  • এভাবে দু’লাইন দু’লাইন করে পুরো ছড়াটি শেখাতে হবে।
  • যে সব শিশু আগে ছড়াটি আয়ত্ব করতে পারবে তাদেরকে অন্য শিশুদের সামনে দাঁড় করিয়ে আবৃত্তি করতে উৎসাহ দেবেন।
  • ছড়াটি সব শিশুর শেখা হয়ে যাওয়ার পর তারা হাততালি দিয়ে, অঙ্গভঙ্গি করে, নেচে নেচে, বিভিন্নভাবে ছড়াটি আবৃত্তি করবে। 

ছড়া শেখার নিয়ম ও লক্ষণীয় 

  • বর্ণিত ছড়াসমূহ ছাড়াও শিক্ষক স্থানীয়ভাবে সংগৃহীত ছড়া একই নিয়মে শিশুদের শেখাতে পারেন। 

বিশেষ দ্রষ্টব্য :

  • শিশুদেরকে শুধু ছড়া মুখস্থ করানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্যে নয় বরং শিশুরা যেন উৎসাহ ও আনন্দের মাধ্যমে বিভিন্ন অঙ্গভঙ্গি ও মজা করে ছড়া শিখতে পারে তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন