প্রাক প্রাথমিক ছড়া তালিকা ও ছড়াগুলো

প্রাক প্রাথমিকের নির্বাচিত ছড়ার তালিকা ও ছড়াগুলো


প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ছড়া তালিকা ও ছড়াগুলো প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা বইয়ে দেওয়া আছে। কিন্তু অনেক অভিভাবক ও শিক্ষকের কাছে বইটি না থাকার কারণে জানতে পারেনা প্রাক প্রাথমিকের নির্বাচিত ছড়ার তালিকাটি। তাই আমাদের আজকের আয়োজন “প্রাক প্রাথমিকের নির্বাচিত ছড়ার তালিকা”।

{tocify} $title={Table of Contents}

প্রাক প্রাথমিক ছড়া ২৬টি


১. বাক বাকুম পায়রা
২. আয় আয় চাঁদ মামা
৩. হাট্টিমা টিম টিম
৪. খোকন খোকন ডাক পাড়ি
৫. আম পাতা জোড়া জোড়া
৬. নোটন নোটন পায়রা
৭. সিংহ মামা সিংহ মামা
৮. ইঁদুর ছানার ছড়া
৯. ঐ দেখা যায় তাল গাছ
১০. আতা গাছে তোতা পাখি
১১. খোকা ঘুমালো পাড়া জুড়ালো
১২. খোকন খোকন ময়না
১৩. খোকা যাবে মাছ ধরতে
১৪. আয়রে আয় টিয়ে
১৫. গোল করোনা
১৬. সকালে উঠিয়া আমি
১৭. Twinkle Twinkle
১৮. ভোর হলো দোর খোল
১৯. ওয়ান গেল মাছ ধরতে
২০. অইঈউঊঋএ
২১. পিঁপড়া পিঁপড়া কয়টা
২২. জাম জামরুল কদবেল
২৩. নখকাটি চুল কাটি
২৪. লাল শাক কচু শাক
২৫. কমলাফুলি কমলাফুলি
২৬. চড়ুই ডাকে কিচির মিচির

প্রাক প্রাথমিক শ্রেণির ছড়া গান


ছড়া-১

বাক বাকুম পায়রা

---------------------

বাক বাকুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বৌ সাজবে কালকি
চড়বে সোনার পালকি।

বাক বাকুম পায়রা
বাক বাকুম পায়রা


ছড়া-২

আয় আয় চাঁদ মামা

------------------------
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা।
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
ধান ভানলে কুঁড়ো দেব,
মাছ কাটলে মুড়ো দেব,
কালো গাইয়ের দুধ দেব,
দুধ খাবার বাটি দেব
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা। 
$ads={1}
আয় আয় চাঁদ মামা
আয় আয় চাঁদ মামা

ছড়া-৩

হাট্টিমা টিম্ টিম্

---------------------
হাট্টিমা টিম্ টিম্
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম্ টিম্ 
হাট্টিমা টিম্ টিম্
হাট্টিমা টিম্ টিম্
ছড়া-৪

খোকন খোকন ডাক পাড়ি

--------------------------------
খোকন খোকন ডাক পাড়ি
খোকন মোদের কার বাড়ি?
আয়রে খোকন ঘরে আয়,
দুধ মাখা ভাত কাকে খায়। 
$ads={1}
খোকন খোকন ডাক পাড়ি
খোকন খোকন ডাক পাড়ি


ছড়া-৫

আম পাতা জোড়া জোড়া

---------------------------------

আম পাতা জোড়া জোড়া
মারব চাবুক চড়ব ঘোড়া
ওরে বুবু সরে দাঁড়া
আসছে আমার পাগলা ঘোড়া।
পাগলা ঘোড়া ক্ষেপেছে
চাবুক ছুঁড়ে মেরেছে।
$ads={1}

আম পাতা জোড়া জোড়া
আম পাতা জোড়া জোড়া


ছড়া-৬

নোটন নোটন পায়রা গুলো

---------------------------------
নোটন নোটন পায়রা গুলো
ঝোটন বেঁধেছে,
ওপাড়েতে ছেলেমেয়ে
নাইতে নেমেছে
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে উঠেছে!
কে দেখেছে? কে দেখেছে?
দাদা দেখেছে।
দাদার হাতে কলম ছিল
ছুঁড়ে মেরেছে,
উহঃ বড্ড লেগেছে।
নোটন নোটন পায়রা গুলো
নোটন নোটন পায়রা গুলো


সিংহমামা সিংহমামা করছ তুমি কি এই দেখনা কেমন তোমার ছবি এঁকেছি
সিংহমামা সিংহমামা


ছড়া-৮

এক দুই তিন

----------------
এক দুই তিন
মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা ধিন ধিন
চায় পাঁচ ছয়
বিড়াল এলো, ছুটল সবাই পেয়ে ভীষণ ভয়।
সাত আট নয়
একটি ছানা আটকে গেছে কি হয়! কি হয়!
আট নয় দশ
ইঁদুর ছানা পালিয়ে গেছে
বিড়ালের আফসোস্! 
$ads={1}
এক দুই তিন
এক দুই তিন

ছড়া- ৯

ঐ দেখা যায় তাল গাছ

----------------------------
ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ,
ঐ খানেতে বাস করে
কানা বগীর ছা।
ও বগী তুই খাস্ কি?
পান্তা ভাত চাস্ কি?
পান্তা আমি খাই না
পুঁটি মাছ পাই না,
একটা যদি পাই
অমনি ধরে গাপুস গুপুস খাই।
ঐ দেখা যায় তাল গাছ
ঐ দেখা যায় তাল গাছ

ছড়া-১০

আতা গাছে তোতা পাখি

--------------------------
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
এত ডাকি তবু কেন
কওনা কথা বউ। 

ছড়া-১১

খোকা ঘুমালো পাড়া জুড়ালো

--------------------------------------
খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে,
বূলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে?
ধান ফুরালো পান ফুরালো
খাজনার উপায় কি?
আর কটা দিন সবুর করো
রসুন বুনেছি। 
ছড়া-১২

খোকন খোকন ময়না

-----------------------
খোকন খোকন ময়না
পরিয়ে দিব গয়না
খোকন যাবে শ্বশুর বাড়ি
আর যে দেরি সয়না। 
$ads={1}
ছড়া-১৩

খোকা যাবে মাছ ধরতে

----------------------------
খোকা যাবে মাছ ধরতে
ক্ষীর নদীর কূলে,
ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে
মাছ নিয়ে গেল চিলে।

ছড়া-১৪

আয়রে আয় টিয়ে

-------------------
আয়রে আয় টিয়ে
নায়ে ভরা দিয়ে,
না নিয়ে গেল বোয়াল মাছে
তাইনা দেখে ভোঁদর নাচে।
ওরে ভোঁদর ফিরে চা
খোকার নাচন দেখে যা।

ছড়া-১৫

গোল করোনা গোল করোনা

---------------------------------
গোল করোনা গোল করোনা
ছোটন ঘুমায় খাটে,
এই ঘুমকে কিনতে হলো
নওয়াব বাড়ীর হাটে।

ছড়া-১৬

সকালে উঠিয়া আমি মনে মনে বলি

---------------------------------
সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি
আদেশ করেন যাহা মোর গুরুজনে
আমি যেন সেই কাজ করি ভালো মনে

ছড়া-১৭

Twinkle Twinkle Little Star

---------------------------------
Twinkle Twinkle Little Star 
How I wonder what you are?
Up above the world so high 
Like a diamond in the sky.

ছড়া-১৮

ভোর হোলো দোর খোলো

---------------------------------
ভোর হোলো দোর খোলো
খুকুমনি উঠ রে ,
ঐ ডাকে জুঁই শাখে
ফুল খুকি ছোটরে।
খুলি হাল তুলি পাল
ঐ তরী চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল।
আলসে নয় সে
উঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে। 
$ads={1}
ছড়া-১৯

ওয়ান গেল মাছ ধরতে

---------------------------------
ওয়ান গেল মাছ ধরতে
টু গেল তার সাথে,
থ্রি বসে নৌকা চালায়
বৈঠা নিয়ে হাতে।
ফোর পড়ল গাছ থেকে
ফাইভ বসে কাঁদে,
সিক্স বসে রকেট চালায়
পূর্নিমারই চাঁদে।
সেভেন জলে সাঁতার কাটে
এইট কাটে ধান,
নাইন বসে তবলা বাজায়
টেন ধরেছে গান।

ছড়া-২০

A B C D E F G

---------------------------------
A B C D E F G 
H I J K L M N O P 
LMNOPQRST 
UVWXYZ 
Now, I know my ABC 
Won't you come 
And sing with me.

ছড়া-২১

পিঁপড়া পিঁপড়া কয়টা ডিম?

---------------------------------
পিঁপড়া পিঁপড়া কয়টা ডিম?
একটা, দুইটা, তিনটা ডিম।
পিঁপড়া পিঁপড়া কয়টা ছাও?
চারটা, পাঁচটা, ছয়টা ছাও,
পিঁপড়া পিঁপড়া কয়টা নাও?
সাতটা,আটটা, নয়টা নাও,
পিঁপড়া পিঁপড়া কয়টা লাউ?
এক, শূন্য, দশটা লাউ। 

ছড়া-২২

জাম, জামরুল, কদবেল

---------------------------------
জাম, জামরুল, কদবেল
আতা, কাঠাল, নারকেল
তাল, তরমুজ, আমড়া
কামরাঙা, বেল, পেয়ারা
পেপে, ডালিম, জলপাই
বড়ই দিলাম আর কি চাই।

ছড়া-২৩

নখ কাঁটি চুল ছাটি

---------------------------------
নখ কাঁটি চুল ছাটি
থাকব মোরা পরিপাটি
ভালো করে দাঁত মাজি
জামা কাপড় পরে সাজি
হাত ধুয়ে খাবার খাই
জুতা পরে স্কুলে যাই। 

ছড়া-২৪

লাল শাক কচুশাক

---------------------------------
লাল শাক কচুশাক
ফুল কপি খাই,
লাউ আর সিম খেয়ে
বড় মজা পাই।
মিষ্টি কুমড়া খাই
আরো খাই শসা,
টুকটুকে লাল গাজর
খেতে ভারী মজা।
করলা তেঁতো লাগে
তবু খেতে হয়,
টমেটোর কতগুণ
জানো নিশ্চয়!

ছড়া-২৫

কমলাফুলি কমলাফুলি

---------------------------------
কমলাফুলি কমলাফুলি
কমলা লেবুর ফুল,
কমলাফুলির বিয়ে হবে
কানে মতির দুল।
কমলা ফুলির বিয়ে,
দেখতে যাবে ফলার খাবে
চন্দনা আর টিয়ে।

ছড়া-২৬

চড়ুই ডাকে কিচির মিচির

---------------------------------
চড়ুই ডাকে কিচির মিচির
হলদে পাখির বিয়ে
শেয়াল মামা বর সেজেছে
টোপর মাথায় দিয়ে।
ময়না বলে গয়না কই?
শালিক বলে আয়না কই?
পেঁচা বলে থামরে এবার
গান শোনাবে টিয়ে। 

আরো পড়ুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন