প্রত্যেক বছর প্রাথমিক বিদ্যালয়ে “আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা” হয়ে থাকে। করোনার কারণে মাঝে দুই বছর বন্ধ থাকলেও এবার ২০২২ সালে আবারো প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১২/০৫/২০২২ থেকে ১৬/০৫/২০২২ তারিখের মধ্যে। ক্রমান্ময়ে উপলেজা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে যা নিচের পরিপত্র অনুযায়ী হবে।
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর প্রতিযোগিদের নির্ধারিত উচ্চতা ও বয়স নিম্নরুপ।
👉উচ্চতাঃ ক গ্রুপ (ছাত্র) - ৪ ফুট ৬ ইঞ্চি (সর্বোচ্চ)। ক গ্রুপ (ছাত্রী) - ৪ ফুট ৪ ইঞ্চি (সর্বোচ্চ)। খ গ্রুপ (ছাত্র) - ৪ ফুট ১১ ইঞ্চি (সর্বোচ্চ)। খ গ্রুপ (ছাত্রী) - ৪ ফুট ৯ ইঞ্চি (সর্বোচ্চ)।
👉বয়সঃ খ গ্রুপ (ছাত্র/ছাত্রী) - অনূর্ধ্ব ১২ বছর।
💗💗 আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়ার খেলাসমূহ
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নিম্নোক্ত খেলাগুলো করানো হয়ে থাকে।
ক গ্রুপঃ
- ৫০ মিটার দৌড়
- ২৫ মিটার চকলেট দৌড়
- দীর্ঘ লাফ
- ক্রিকেট বল নিক্ষেপ
- গুপ্তধন উদ্ধার
- যেমন খুমি তেমন সাজো
খ গ্রুপঃ
- ১০০ মিটার দৌড়
- দীর্ঘ লাফ
- উচ্চ লাফ
- ভারসাম্য দৌড়
- ক্রিকেট বল নিক্ষেপ
- রিলে রেস
- অংক দৌড়
💗💗 আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক বিষয়সমূহ
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় নিম্নোক্ত বিষয়সমূহ করানো হয়ে থাকে।
ক গ্রুপঃ
- ছড়া (আবৃত্তি)
- নৃত্য
- চিত্রাঙ্কন
- সুন্দর হাতের লেখা (বাংলা)
খ গ্রুপঃ
- কবিতা আবৃত্তি
- দেশত্ববোধক গান
- পল্লীগীতি/লোকগীতি
- নৃত্য
- চিত্রাঙ্কন
- উপস্থিত বক্তৃতা
- একক অভিনয়
- শ্রেষ্ট কাব শিশু
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়ার খেলাসমূহ ও সাংস্কৃতিক বিষয় কি কি |
আরো পড়ুনঃ
স্যার, চিত্রাঙ্কন এর জন্য কোন বিষয় কি নির্ধারন আছে?
উত্তরমুছুন