এনভায়রনমেন্টাল জ্যান্ড সোশ্যাল কোড অফ প্র্যাকটিস (ESCoPS)
COVID-১৯ স্কুল সেক্টর রেসপল (CSSR) প্রকল্পের জন্য প্রযোজ্য
COVID-১৯ সুল সেক্টর রেসপন্স (CSSR) প্রকল্পের কার্যক্রমের সাথে সম্পৃক্ত পরিবেশগত এবং সামাজিক ঝুঁকি ও প্রভাবসমূহ ব্যবস্থাপনা বিষয়ে এনভায়রনমেন্টাল HPS সোশ্যাল কোড অফ প্র্যাকটিস (ESCoPS) প্রণয়ন করা হয়েছে। ESCoPS এর মাধ্যমে COVID-১৯ পরবর্তীকালে বিদ্যালয়সমূহ পুনরায় খোলার পর বিদ্যালয় প্রাক্নে উদ্তৃত সকল ধরণের পরিবেশগত এবং সামাজিক সমস্যাসমূহ দূরীকরণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে যথায়থ মান পূরণ পূর্বক প্রয়োজনীয় উপকরপাদি চিহিতকরণ এবং কার্ষকর প্রক্রিয়া নির্ধারণের বিষয়ে আলোকপাত করা হয়েছে। প্রকল্পের পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা কাঠামো (ESMF) অনুসরণ পূর্বক আলোচ্য এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল কোড অফ প্র্যাকটিস (ESCoPS) প্রস্তুত করা হযেছে। উল্লেখা যে, সকল খরণের জীবাণুনাশক পরিচ্ছন্নতা কার্যক্রম বিদ্যালয় ছুটির সময় পরিচালনা করা হবে। কোন বিদ্যালয় খোলা থাকলে সেক্ষেত্রে সাপ্তাহিক বা অন্যানা ছুটির দিলে এ কার্যক্রম পরিচালনা করা যাবে। সংশ্লিষ্ট অংশীজন/স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে এসএমস্/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবাপুনাশক পরিচ্ছন্নতা কার্যক্রমের বাস্তবায়ন তত্বাবধান করবেন।
এনভায়রনমেন্টাল জ্যান্ড সোশ্যাল কোড অফ প্র্যাকটিস ESCoPS Gudeline |
Tags:
প্রাথমিক শিক্ষা