প্রাথমিক চিকিৎসা কাকে বলে এ সম্পর্কে আমাদের অনেকেরেই ধারণা নাই। অথাব থাকলেও ভূল থাকতে পারে। আমরা আজকে জানবো প্রাথমিক চিকিৎসা কাকে বলে এবং এই সম্পর্কিত বিস্তারিত।
প্রাথমিক চিকিৎসা কী বা কাকে বলে
সাধারণত কোন আঘাত বা সমস্যাজনিত করণে অস্থায়ীভাবে রোগীকে কিছুটা সুস্থ করে তোলাকে বোঝানো হয়ে থাকে। প্রাথমিক চিকিৎসা এমন হবে যে রোগীকে সামান্য সুস্থ করে হাসাপাতালের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা।
প্রাথমিক চিকিৎসার জন্য কোনো পশিক্ষণের প্রয়োজন হয় না। এবং এর জন্য তেমন কোনো চিকিৎসা যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না। তবে বাজারে প্রাথমিক চিকিৎসা বাক্স কিনতে পাওয়া যায়। প্রত্যেক প্রতিষ্ঠান এমনটি বাড়িতেও এই প্রাথমিক চিকিৎসা বাক্স রাখা উচিত।
Tags:
প্রাথমিক চিকিৎসা
ঃাহসহসহসগহসহহ
উত্তরমুছুন