প্রাথমিক শিক্ষায় ইনোভেশন আইডিয়া মূলত প্রাথমিক শিক্ষায় নতুন কিছু ধারণা যা প্রাথমিক শিক্ষাকে উন্নতির দিকে ধাবিত করবে। ইনোভেশন আইডিয়া প্রাথমিক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
ইনোভেশন আইডিয়া প্রাথমিক শিক্ষায়
২০১৯ সালে এই ইনোভেশন আইডিয়া প্রাথমিক শিক্ষায় শুরু হলেও এর কার্যক্রম বর্তমান রয়েছে। ইনোভেশন আইডিয়া প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষায় অনেক নতুন জিনিস অন্তর্ভূক্ত হয়েছে। সেই প্রাথমিক বিদ্যালয়ের ইনোভেশন আইডিয়াগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন।
ইনোভেশন আইডিয়া বক্স
প্রাথমিক বিদ্যালয়ের ইনোভেশন আইডিয়া বক্সটি রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে।
কিছু ইনোভেশন আইডিয়া
- মিড ডে মিল (টিফিন বক্স)
- One Day One Word
- স্মাইলি
- আমাদের বিদ্যালয় আমরা গড়ব
- Lost And Found Box
- আমার স্বপ্ন আমার স্কুল
- ক্লাস পর্টি
- শ্রেণিকক্ষে প্রশ্নপত্র স্থাপন পুরষ্ককারের মাধ্যমে পাঠদান
- মহানুভবতার দেয়াল
- সেরা মা
- সততা স্টোর
- কর্মবীর
- শুদ্ধাচার ডায়রী লিখন ও মনিটরিং
- মতামত বক্স
উপরের উদ্ভাবনী আইডিয়াগুলোর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Tags:
প্রাথমিক শিক্ষা