আমরা অনেকেই জানি না স্বরবর্ণের প্রাথমিক রূপ কয়টি। অনেকে আবার স্বরবর্ণের প্রাথমিক রুপ ও সংক্ষিপ্ত রুপকে মিলিয়ে ফেলি। আজকের পোস্টে আমরা জানবো স্বরবর্ণের প্রাথমিক রূপ কয়টি ও সংক্ষিপ্ত রুপ কি।
স্বরবর্ণের প্রাথমিক রূপ
স্বরবর্ণ দুইভাবে ব্যবহার হয়। একটি স্বরবর্ণ নিজে শব্দে আলাদাভাবে ব্যবহৃত হয় এবং অন্যটি শব্দে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। শব্দে যদি স্বরবর্ণ আলাদাভাবে ব্যবহার হয় তবে তাকে স্বরবর্ণের প্রাথমিক রুপ বা পূর্ণরুপ বলে। আর যদি শব্দে স্বরবর্ণ অন্য বর্ণের সাথে যুক্ত থেকে ব্যবহৃত হয় তখন তাকে স্বাবর্ণের সংক্ষিপ্ত রুপ বলে।
যেমনঃ
”আমি” শব্দে ’আ’ বর্ণটি আলাদাভাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানো ’আ’ প্রাথমিক বা পূর্ণরুপ হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে
”ভালোবাসা” শব্দটিতে ’ভা’ অংশে ‘আ’ আছে কিন্তু সংক্ষিপ্ত রুপ বা কার হিসেবে ব্যবহৃত হয়েছে।
স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
Tags:
প্রাথমিক শিক্ষা