বাবা-মায়ের এনআইডি না থাকলে শিক্ষার্থীরা উপবৃত্তি ফরম পূরণের নিয়ম

উপযুন্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় রাজস্য ব্যবস্থাপনায় উপবৃত্তি সুবিধাভোগী মা/অভিভাবকদের মোবাইল একাউন্টে ২০২১-২২ অর্থবছরের উপবৃত্তির অর্থ বিতরণের নিমিত্ত অর্থ বিভাগের BACS & iBAS++ স্কিম কর্তৃক প্রন্তুতকৃত PESP MIS পোর্টালে সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের ডাটা এন্ট্রির কার্যক্রম পাইলটিং পর্যায়ে সমাপ্ত হয়েছে এবং গত ১৬/০৫/২০২২ তারিখ থেকে সারাদেশের সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের ভাটা এন্ট্রির কার্যন্রম চলমান রয়েছে । ইতোমধ্যে প্রায় ৮৪ লক্ষ সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের ভেলিডেটেড ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে। যে সকল সুবিধাভোগী শিক্ষার্থীর মা, বাবা উভয়ের NID নাই কিন্তু উপবৃত্তি প্রাপ্য সে সকল শিক্ষার্থীর অভিভাবকের ভাটা অর্থ বিভাগের BACS & iBAS++ স্কিম কর্তৃক প্রস্তুতকৃত  PESP MIS পোর্টালে এন্ট্রির ক্ষেত্রে নিম্নরুপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:

(ক) মা অথবা বাবা উভয়ই জীবিত থাকলেও তাদের মধ্যে একজনের NID আছে এ ধরনের শিক্ষার্থী ও অভিভাবকের উপবৃত্তির অর্থ প্রদানের জন্য তথ্য পোর্টালে এন্ট্রি দেয়া যাবে।

(খ) মা ও বাবা উভয়ই মৃত হলে- উপবৃত্তির অর্থ প্রদানের জন্য শুধুমাত্র বৈধ অভিভাবকের NID থাকলে তথ্য পোর্টালে এন্ট্রি দেয়া যাবে।

(গ) মা, বাবা উভয়ই জীবিত কিন্তু কারোরই NID নাই এধরনের শিক্ষার্থী ও অভিভাবকের উপবৃত্তির অর্থ প্রদানের জন্য তথ্য পোর্টালে এন্ট্রি দেয়া যাবে না। তবে NID সংগ্রহের জন্য প্রচেষ্টা গ্রহণ করতে হবে, যাতে কোন শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত না হন।

উপবৃত্তি পোর্টালে লগইন করার লিংক

বাবা-মায়ের এনআইডি না থাকলে শিক্ষার্থীরা উপবৃত্তি ফরম পূরণের নিয়ম
বাবা-মায়ের এনআইডি না থাকলে শিক্ষার্থীরা উপবৃত্তি ফরম পূরণের নিয়ম



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন