সরকারি চাকরিজীবীদের অনেকেই জিপিএফ এর সুদ নির্ণয় সম্পর্কে জানেন না। আজকের পোস্টে আমরা জিপিএফ হিসাব বের করার নিয়ম জানার সাথে সাথে জিপিএফ সম্পর্কিত আরো অনেক কিছু জানবো।
জিপিএফ সুদের হার ২০২০-২১
খ ) জিপিএফ হিসাবের সূত্র। ১২ মাসের কর্তন সমান থাকলে ১৩% সুদের ক্ষেত্রে
পূর্বের অর্থবছর শেষের স্থিতি *০.১৩ =
+প্রতি মাসে কর্তনের পরিমাণ* =
মোট সুদ =
গ ) জিপিএফ হিসাবের সূত্র। ১ম মাসের কর্তন আলাদা এবং শেষের ১১ মাসের কর্তন সমান থাকলে
পূর্বের অর্থবছর শেষের স্থিতি *০.১৩ =
+জুন মাসের কর্তনের (যা জুলাই মাসে যোগ হয়/১ম মাস)*০.১৩ =
+অবশিষ্ট ১১ মাসের কর্তনের (প্রতি মাসে কর্তনের পরিমাণ) হার*০.৭১৫ =
মোট সুদ =
জিপিএফ সুদের হিসাব উদাহরণ:
পূর্বের অর্থবছর শেষের স্থিতি = ৪,৫০,০০০/-
জুন মাসের কর্তনের (যা জুলাই মাসে যোগ হয়/১ম মাস) হার = ৬,৫০০/-
অবশিষ্ট ১১ মাসের কর্তনের (প্রতি মাসে কর্তনের পরিমাণ) হার = ৭,২০০/-
সমাধান:
৪,৫০,০০০ *০.১৩ = ৫৮,৫০০/-
৬,৫০০*০.১৩ = ৮৪৫/-
৭২০০*০.৭১৫ = ৫১৪৮/-
মোট সুদ = ৬৪,৪৯৩/-
আপনারা উপরের নিয়মে জিপিএফ হিসাব বের করতে পারেন। তবে যদি আপনারা কোনো ঝামেলা ছাড়াই জিপিএফ সুদের হিসাব বের করতে চান তাহলে নিচের জিপিএফ হিসাব ক্যালকুলেটর লেখা বাটনে ক্লিক করে সহজেই জিপিএফ হিসাব বের করতে পারবেন।