জিপিএফ ও সিপিএফ এর পার্থক্য কি?

জিপিএফ ও সিপিএফ এর পার্থক্য কি

অনেক সরকরি চাকরিজীবি এবং স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরিজীবীরা জনেন না জিপিএফ ও সিপিএফ এর পার্থক্য কি। আজকের পোস্টে আমরা এই জিপিএফ ও সিপিএফ নিয়ে বিস্থারিত আলোচনা করবো।

জিপিএফ ও সিপিএফ এর পার্থক্য

জিপিএফ কি?

জিপিএফ বা GPF: GPF এর পূর্ণরুপ হল General Provident Fund বা সাধারণ ভবিষ্য তহবিল। এটি শুধুমাত্র সরকারি চাকুরিজীবীদের জন্য। এটি সরকারি চাকুরিজীবীদের বেতন থেকে কর্তনের ৫% থেকে ২৫% পর্যন্ত হতে পারে যা ব্যক্তির ইচ্ছাধিন। এবং এখান থেকে অর্থবছর ও টাকার পরিমাণ ভেদে সুদের পরিমাণ ১১%/ ১২%/ অথবা ১৩% হতে পারে। এখান থেকে সরকারি কর্মকর্তা, কর্মচারিরা লোন নিতে পারে। এবং চাকরি শেষে এককালিন টাকাটা পান। সেই সাথে সরকারি নিয়োম অনুযায়ি মাসিক পেনশন সুবিধা পান।

সিপিএফ কি?

সিপিএফ বা CPF: CPF এর পূর্ণরুপ হলো Contributory Provident Fund বা অবদানকারী ভবিষ্য তহবিল। এটি স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তা বা কর্মচারীদের জন্য। যেমন: পৌরসভা, স্বায়ত্বশাসিত ব্যাংক, বা যে কোনো স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এক্ষেত্রে কর্মচারীরা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দেন এবং সেই পরিমাণ অথবা নিয়োগকারী প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তারা একটি পরিমাণ টাকা দিয়ে ঐ ব্যক্তির নামে অবদান বা জমাকরণ করেন। চাকুরিজীবী এক্ষেত্রে এককালীন অবসরকাল‌ীন সু‌বিধা পেলেও মা‌সিক পেনশন পান না।

উদাহরণঃ পৌরসভার কমচারী‌দের ক্ষে‌ত্রে বেতন হ‌তে কর্তনকৃত ১০% এবং এর সা‌থে পৌরসভার অবদান ১০% যোগ ক‌রা হয় অর্থাৎ একসা‌থে ২০% জমা করা হয়। যা অবসরকালীন একসাথে প্রদান করা হয়।

অর্থাৎ সার কথা বলতে গেলে বলতে হয় জিপিএফ সরকারি চাকুরিজীবীদের জন্য এবং সিপিএফ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠনে চাকুরিজীবীদের জন্য।

আরো পড়ুনঃ

🔶🔶 জিপিএফ সুদের হার ২০২২-২৩ অর্থবছর

🔶🔶 অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন