প্রাথমিকে বার্ষিক গোপনীয় অনুবেদন ২০২২ প্রেরণ সঙ্গে

গোপনীয় অনুবেদন অনুশাসনমালা ২০২০ এর আলোকে যথানিয়মে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে বার্ষিক গোপনীয় অনুবেদন প্রেরণ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি করা হয়েছে। যা নিম্নে দেওয়া হলো।

উপরুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাহীন কর্মরত কর্ণকর্তাগণের বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পূরণ প্রায়ই গোপনীয় অনুবেদন অনুশাসনমালা এর বিধানসমূহ যথাযথ ভাবে অনুসরণ করে ফর পুরণ অনুষ্াক্ষরসহ লিখন, প্রতিষ্বাক্ষর পূর্বক যথাসময়ে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট দাখিল করা হচ্ছে না। ফলস্রুতিতে পদোন্নতিসহ অন্যন্য ক্ষেত্রে দ্রুত ও সঠিক তথ্য প্রদানে ডোসিয়ার সংরক্ষণকারীগণ জটিলতার সম্মুহীন হচ্ছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ক্ষতি হচ্ছেন। বিষয়টি উপলব্ধি করে সূত্রোক্ত স্মারকে মাঠ পর্যায় এবং অধিদপ্তরের সকল কর্মকর্তাকে করে যথানি়য়মে-ডোসিয়ার সংরকষণাকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণের জন্য পত্র প্রেরণ করা হয়েছিল। তথাপিও অনেক কর্মকর্তা অদ্যাবধি যথাসময়ে ২০২১ সালের বার্ষিক  গোপনীয় অনুবেদন প্রতিস্বাক্ষরপূর্বক ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেননি ফলে উত্ত কর্মকর্তাগণের আর্থিক ও প্রশাসনিক জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিকে বার্ষিক গোপনীয় অনুবেদন ২০২২ প্রেরণ সঙ্গে

আরো পড়ুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন