বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা ২০২০ pdf download

বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা ২০২০ pdf download
বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা ২০২০ pdf 


বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের সকলকে বার্ষিক গোপনীয় অনুবেদন প্রেরণ করা লাগে। পদোন্নতির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। গোপনীয় অনুবেদন ফরম প্রথম ২০১২ সালে প্রদান করা হলেও পরবর্তিতে তা সংশোধন করা হয়েছে।

বার্ষিক গোপনীয় অনুবেদন নীতিমালা ২০২০

অনেকে এখন ”বার্ষিক গোপনীয় প্রতিবেদন ফরম ২০২২” খুজছেন কিন্তু সর্বশেষ সংশোধন করা হয় ২০২০ সালে। তাই বার্ষিক গোপনীয় প্রতিবেদন ফরম ২০২১/২০২২ পাওয়া সম্ভব নই।  নিচে বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা ২০২০ pdf download লিংক দেওয়া হলো। যেখান থেকে আপনারা নিচের তথ্যগুলো পবেন।

এসিআর নীতিমালা ২০২০

১। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) হতে গোপনীয় অনুবেদন ফর্ম (PDF)
A4 সাইজ কাগজে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে  স্বহস্তেপুরণ করতে হবে।

২। বার্ষিক গোপনীয় অনুবেদন (ACR) একজন কর্মচারীর ক্ষেত্রে পঞ্জিকাবর্ষে একবার দাখিল করা যাবে। তবে বদলির কারণে প্রযোজ্য হলে পৃথক কর্সস্থল/অনুবেদনকারীর অধীনে কর্মকাল ন্যুনতম ০৩ (তিন) মাস হলে প্রতিক্ষেত্রেই আংশিক গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে। আংশিক গোপনীয় অনুবেদন বদলির পরে অথবা বৎসর শেষে নির্ধারিত সময়ের মধ্যেও দাখিল করা যাবে।

৩। অনুবেদনাধীন কর্মচারীর সরাসরি তদারককারী কর্তৃক অনুবেদন অনুস্বাক্ষর করতে হবে এবং
অনুবেদনকারীর সরাসরি তদারককারী কর্তৃক তা প্রতিস্বাক্ষর করতে হবে।

৪। একাধিক অনুবেদনকারীর নিয়ন্ত্রণে কর্মরত থাকার কারণে কোনো অনুবেদনকারীর নিয়ন্ত্রণে কর্মকাল
০৩ (তিন) মাস না হলে এবং এক্ষেত্রে একই কর্মস্থলে ও একই প্রতিস্থাক্ষরকারীর নিয়ন্ত্রণে কর্মকাল ন্যুনতম
০৩ (তিন) মাস হলে প্রতিস্বাক্ষরকারীর নিকট গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে।

৫। কোনো বৎসর/সময়ে প্রতিস্থাক্ষরকারী একাধিক হলে যীর অধীনে অধিককাল কর্মরত ছিলেন তীকে উক্ত এসিআর প্রতিস্থাক্ষর করতে হবে। প্রত্যেকের নিয়ন্ত্রণে কর্মকাল সমান হলে যিনি সর্বশেষ তাঁকে প্রতিস্থাক্ষর করতে হবে।

৬। গোপনীয় অনুবেদনে সংশ্লিষ্ট প্রত্যেক কর্মচারীকে স্পষ্টভাবে নাম, পদবিসহ সিল ব্যবহার, পরিচিতি নম্বর ও তারিখসহ স্বাক্ষর করতে হবে।

৭| বদলি/পদোল্নতির ক্ষেত্রে প্রযোজ্য হলে সংশ্লিষ্ট কর্মচারীর বর্তমান পদবির সঙ্গে অনুবেদনে বিবেচ্য সময়ের পদবি ও কর্মস্থল উল্লেখ করতে হবে।

৮। সিআর ফর্সে কোনো প্রকার ওতার রাইটিং/কাটাকার্টি/ঘষামাজা/ফলুইড ব্যবহার করা যাবে না। তবে একান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট অংশটুকু একটানে কেটে অনুস্থাক্ষরসহ লেখা যাবে।

৯। অনুস্বাক্ষরকৃত সিআর ফর্ম এক দপ্তর হতে জন্য দপ্তরে প্রেরণ করার সময় অবশ্যই সিলগালাযুক্ত খামে
*গোপনীয়' লিখে অগ্রায়নপত্রসহ প্রেরণ করতে হবে। কোনো অবস্থাতেই ভীজ করা যাবে না এবং অনুবেদনাধীন কর্মচারীর মাধ্যমে ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে প্রেরণ করা যাবে না।

১০। সিআর প্রযোজ্য হওয়া সন্বেও তা যথাসময়ে/যথাযথ অনুবেদনকারীর নিকট দাখিল না করা এবং
যথানিয়মে অনুস্থাক্ষর কিংবা গ্রতিম্বাক্ষর না করা অসদাচরণ।

১১। সিআর বিষয়ক কোনো স্পষ্টিকরণ, ব্যাখ্যা বা নির্দেশনার প্রয়োজন হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গো যোগাযোগ করা যেতে পারে।

বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা ২০২০ pdf


আরো পড়ুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন