বাংলা বানানের নিয়ম pdf download
প্রাথমিক লেভেল থেকে শুরু করে এসএসসি, এইচএসসি বাংলা ২য় বইগুলোতে বাংলা বানানের নিয়ম দেওয়া আছে। তবে সেখানে সব কভার করা হয়তো সম্ভব হয়নি। তাই আমাদের সবার কাছে বাংলা একাডেমি বানান অভিধান বইটি থাকা দরকার।
আমাদের মধে যারা সরকারি চাকরিজীবি তাদের জন্য "সরকারি কাজে প্রমিত বাংলা ব্যবহারের নিয়ম" নামে একটি বই রয়েছে যা খুবই কাজের।
প্রমিত বাংলা বানানের নিয়ম বই
প্রমিত বাংলা বানানের নিয়ম বই আমাদের সবার কাছে হয়তো নাই। তবে আজকের পোস্টে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম pdf লিংক দেওয়া হবে। সেই সাথে এমন তিনটে বই সাজেস্ট করা হবে যা কোনো ব্যক্তি পড়লে বাংলা বানান নিয়ে আর কোনো ঝামেলাই পড়বেনা।
বাংলা বানানের নিয়ম
সরকারি ফ্রি ৩টি প্রমিত বাংলা বানানের নিয়ম pdf download করতে নিচের লিংকে ক্লিক করুন।
- সরকারি কাজে ব্যবহারিক বাংলা (জনপ্রশাসন মন্ত্রণালয়)
- 'সরকারি কাজে প্রমিত বাংলা ব্যবহারের নিয়ম' ও 'সরকারি কাজে ব্যাবহারিক কাজে বাংলা' ২য় সংস্করণ
- প্রমিত বাংলা বানানের নিয়ম (বাংলা একাডেমি)
উপরের বই তিনটি অধ্যায়ন কররে বাংলা বানানের নিয়ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন হবে। এবং বাংলা বানান নিয়ে কোথাও হেনস্থা হতে হবে না।
আবার বাংলা বানান নিয়ে কেই প্রশ্ন করলে এখান থেকে উত্তর দেওয়া যেতে পারে।