অনেকের মনেই প্রশ্ন সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রম কিভাবে নির্ধারণ করা হয়। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের থেকে প্রধান শিক্ষক পদে ৬৫% পদোন্নতি দেওয়া হবে। সেই লক্ষে সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রম নির্ধারণ করা হচ্ছে। সফটওয়্যারে কিভাবে নির্ধারিত হচ্ছে সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রম তা আমরা আজ দেখবো।
{tocify} $title={Table of Contents}
সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রমের নীতিমালা
👉 নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা - 2011 ও শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ এবং অধিদপ্তর কর্তৃক জারিকৃত সর্বশেষ পরিপত্র (15/11/ 20, 19/09/2022 এবং 15/12/2022) অনুসারে......
- রাজস্ব খাত/সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে।
- উন্নয়ন প্রকল্পভূক্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে নিয়মিতকরণের ভিত্তিতে ।
- জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে আত্তীকরণের তারিখ থেকে।
- জাতীয়করণকৃত (প্যানেল) শিক্ষকদের জ্যেষ্ঠতা হচ্ছে আত্তীকরণ/নিয়োগ আদেশের তারিখের ভিত্তিতে ।
- ১) বদলীকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা হচ্ছে বদলীকৃত উপজেলায় একই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যোগদানকৃত শিক্ষকদের শেষে । ২) উন্নয়ন প্রকল্প থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বদলিকৃত উপজেলায় একই নিয়মিতকরণ তারিখের শেষে থাকছে এবং পরবর্তী নিয়মিতকরণ তারিখের আগে থাকছে। ৩) জাতীয়করণকৃত/প্যানেল থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বদলিকৃত উপজেলায় একই আত্বীকরণ তারিখের শেষে থাকছে এবং পরবর্তী আত্বীকরণ তারিখের আগে থাকছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা তালিকা প্রস্ততকরণ
👉 চারটি উপজেলার সম্মিলিত জ্যেষ্ঠতা ক্রম পর্যালোচনা করে নমুনা হিসেবে কোন একটি উপজেলার অর্ধাংশ (2009 সাল থেকে পর্যায়ক্রমিক) ধাপ নিম্নরূপ:
- নিয়োগ বিজ্ঞপ্তি- 18/11/1989(রাজস্ব)>
- নিবি- 13/04/1992>
- নিবি- 20/08/1994>
- নিবি- 03/11/1996>
- নিবি- 28/04/1998>
- নিবি- 03/06/1999>
- নিবি- 02/04/2000>
- নিবি- 28/01/2002>
- নিবি- 06/11/2004>
- নিবি- 13/06/2005>
- উন্নয়ন প্রকল্প 13/09/2005>
- নিবি- 01/06/2006>
- নিবি- 18/01/2007>
- নিবি- 05/02/2008>
- নিয়োগ বিজ্ঞপ্তি- 14/05/2009(রাজস্ব)>
- নিবি-09/05/2010(মুক্তিযোদ্ধা)>
- নিবি-04/08/2011(রাজস্ব)> নিবি-15/11/2012(প্রাক-1)>
- জাতীয়করণ-1/1/13>
- জাতীয়করণ-1/7/13>
- নিবি-01/07/2013(প্রাক-2)>
- জাতীয়করণ -1/1/14>
- নিবি-14/09/2014 (রাজস্ব) >
- নিবি-09/12/2014 (প্রাক-3)>
- নিবি-24/05/2016 (প্রাক- মুক্তিযোদ্ধা)>
- জাতীয়করণ(প্যানেল)-2016>
- নিবি-30/07/2018 (রাজস্ব) ।
প্রশ্ন উত্তর পর্বঃ
🤔 2003 সালে ৩ ধাপে নিয়োগ এ ক্ষেত্রে জৈষ্ঠ্যতা কি ভাবে হবে?
✅ নিয়োগ আদেশর স্বারক অনুযায়ী।
🤔 মামলা করে ৪/৫ বছর পরে নিয়োগ পেয়ে তারা কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তির তারিখের কারনে ৩/৪ ব্যাচ শিক্ষকের সিনিয়র হয়?
✅ কারণ, হয়ত তারা মামলায় জিতেছেন।
🤔 মেধা তালিকা না থাকলে কিভাবে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে?
✅ নিচের পরিপত্রটি পড়লে বুঝতে পারবেন।
জাতিয়করন ও রাজস্ব কী একই?
উত্তরমুছুনজাতীয়করণ হওয়া মানে রাজস্বে অন্তর্ভূক্ত হওয়া কিন্তু নিয়োগ ধরণ আলাদা
মুছুন