সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রম কিভাবে নির্ধারণ করা হয় (পদোন্নতি নীতিমালা)

সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রম কিভাবে নির্ধারণ করা হয় (পদোন্নতি নীতিমালা)

অনেকের মনেই প্রশ্ন সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রম কিভাবে নির্ধারণ করা হয়। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের থেকে প্রধান শিক্ষক পদে ৬৫% পদোন্নতি দেওয়া হবে। সেই লক্ষে সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রম নির্ধারণ করা হচ্ছে। সফটওয়্যারে কিভাবে নির্ধারিত হচ্ছে  সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রম তা আমরা আজ দেখবো।

{tocify} $title={Table of Contents}

সহকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতাক্রমের নীতিমালা

👉 নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা - 2011 ও শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ এবং অধিদপ্তর কর্তৃক জারিকৃত  সর্বশেষ পরিপত্র (15/11/ 20, 19/09/2022 এবং 15/12/2022) অনুসারে......

  • রাজস্ব খাত/সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে রাজস্ব  খাতের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে।
  • উন্নয়ন প্রকল্পভূক্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে নিয়মিতকরণের ভিত্তিতে ।
  • জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে আত্তীকরণের তারিখ  থেকে।
  • জাতীয়করণকৃত (প্যানেল) শিক্ষকদের জ্যেষ্ঠতা হচ্ছে  আত্তীকরণ/নিয়োগ আদেশের তারিখের ভিত্তিতে ।
  • ১) বদলীকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা হচ্ছে বদলীকৃত  উপজেলায় একই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যোগদানকৃত শিক্ষকদের শেষে । ২) উন্নয়ন প্রকল্প থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বদলিকৃত উপজেলায় একই নিয়মিতকরণ তারিখের শেষে থাকছে এবং পরবর্তী নিয়মিতকরণ তারিখের আগে থাকছে। ৩) জাতীয়করণকৃত/প্যানেল থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বদলিকৃত উপজেলায় একই আত্বীকরণ তারিখের শেষে থাকছে এবং পরবর্তী আত্বীকরণ তারিখের আগে থাকছে।
👉 উল্লেখ্য: ২০১৮ সালে যোগদানকৃত শিক্ষকদের পারস্পরিক জ্যেষ্ঠতা  মেধাক্রমের ভিত্তিতে  এবং অন্যান্য  শিক্ষকদের পারস্পরিক জ্যেষ্ঠতা তাঁদের বয়সের ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা তালিকা প্রস্ততকরণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা তালিকা প্রস্ততকরণ


👉 চারটি উপজেলার সম্মিলিত জ্যেষ্ঠতা ক্রম পর্যালোচনা করে নমুনা হিসেবে  কোন একটি উপজেলার অর্ধাংশ (2009 সাল থেকে পর্যায়ক্রমিক) ধাপ নিম্নরূপ:

  • নিয়োগ বিজ্ঞপ্তি- 18/11/1989(রাজস্ব)>
  • নিবি- 13/04/1992>
  • নিবি- 20/08/1994>
  • নিবি- 03/11/1996>
  • নিবি- 28/04/1998>
  • নিবি- 03/06/1999>
  • নিবি- 02/04/2000>
  • নিবি- 28/01/2002>
  • নিবি- 06/11/2004>
  • নিবি- 13/06/2005>
  • উন্নয়ন প্রকল্প 13/09/2005>
  • নিবি- 01/06/2006>
  • নিবি- 18/01/2007>
  • নিবি- 05/02/2008>

  • নিয়োগ বিজ্ঞপ্তি- 14/05/2009(রাজস্ব)>
  • নিবি-09/05/2010(মুক্তিযোদ্ধা)>
  • নিবি-04/08/2011(রাজস্ব)> নিবি-15/11/2012(প্রাক-1)>
  • জাতীয়করণ-1/1/13>
  • জাতীয়করণ-1/7/13> 
  • নিবি-01/07/2013(প্রাক-2)>
  • জাতীয়করণ -1/1/14>
  • নিবি-14/09/2014 (রাজস্ব) >
  • নিবি-09/12/2014 (প্রাক-3)>
  • নিবি-24/05/2016 (প্রাক- মুক্তিযোদ্ধা)>
  • জাতীয়করণ(প্যানেল)-2016>
  • নিবি-30/07/2018 (রাজস্ব) ।


প্রশ্ন উত্তর পর্বঃ

🤔 2003 সালে ৩ ধাপে নিয়োগ এ ক্ষেত্রে জৈষ্ঠ্যতা কি ভাবে হবে?

✅ নিয়োগ আদেশর স্বারক অনুযায়ী।

🤔 মামলা করে ৪/৫ বছর পরে নিয়োগ পেয়ে তারা কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তির তারিখের কারনে ৩/৪ ব্যাচ শিক্ষকের সিনিয়র হয়?

✅ কারণ, হয়ত তারা মামলায় জিতেছেন।

🤔 মেধা তালিকা না থাকলে কিভাবে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে?

✅ নিচের পরিপত্রটি পড়লে বুঝতে পারবেন।

মেধা তালিকা না থাকলে কিভাবে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে

সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা তালিকা

সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা তালিকা গেজেট

সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতার চিঠি

প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা


2 মন্তব্যসমূহ

  1. জাতিয়করন ও রাজস্ব কী একই?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জাতীয়করণ হওয়া মানে রাজস্বে অন্তর্ভূক্ত হওয়া কিন্তু নিয়োগ ধরণ আলাদা

      মুছুন
নবীনতর পূর্বতন