জাতীয় শিক্ষার্থী মূল্যায়নে সুপারভাইজার ও ইনভিজিলেটর কাদের নিয়োগ করা হবে
নির্বাচিত বিদ্যালয়সমূহে আগামী ০৬ ডিসেম্বর ২০২২ তারিখ জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি বিদ্যালয়ের জন্য ২ জন ইনভিজিলেটর ও ১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। এখন প্রশ্ন হলো কারা হবেন এই ইনভিজিলেটর ও সুপারভাইজার। চলুন দেখে নেওয়া যাক।
সুপারভাইজার হবেন- পার্শ্ববর্তী উপজেলার এডিপিইও/ইউইও/টিইও/ইউআরসি ইন্সট্রাক্টর/এইউইও/এটিইও/সহকারী ইউআরসি ইন্সট্রাক্টরগণের মধ্য থেকে প্রতিটি বিদ্যালয়ের জন্য ১জন। এবং তাদের নিয়োগ প্রদান করবেন বিভাগীয় উপপরিচালক মহদয়।
ইনভিজিলেটর হবেন- পার্শ্ববর্তী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মধ্য থেকে প্রতিটি বিদ্যালয়ের জন্য ২ জন। এবং তাদে নিয়োগ প্র্রদান করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।