সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা পেনশন ও এককালিন পাবেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা পেনশন ও এককালিন পাবেন


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক রয়েছেন যিনি জানেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা পেনশন ও এককালিন পাবেন। কিন্তু সকলেরেই মোটামুটি জানার ইচ্ছা রয়েছে। আজকে আমরা একজন প্রাইমারী সহকারী শিক্ষক কত টাকা গ্র্যাচুইটি বা আনুতোষিক পান তা নিয়ে আলোচনা করবো।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পেনশন ও এককালিন টাকার পরিমাণ

ধরি, মো: মাসুদ রানা নামের একজন সহকারী শিক্ষক যে সময় পেনশনে যাবেন তখন তার মুল বেতন ছিল ২০,৫৩০ টাকার মত।

👉এককালিন তিনি টাকা বা আনুতোষিক পাবেন ২৪,৬৯,৮৫৫ টাকার কাছাকাছি
👉প্রতি মাসে মাসিক পেনশন পাবেন ৯,২৩৮.৫০ টাকাার কাছাকাছি।
👉মাসিক পেনশনের সাথে আরও চিকিৎসা ভাতা পাবেন ১৫০০ টাকা 
👉অর্থাৎ সর্বমোট মাসিক পেনশন পাবেন ১০,৭৩৮.৫০ টাকা মাত্র।

চলুন আমরা পেনশন ও আনুতোষিক হিসাব কিভাবে বের করে সেটা দেখে নিই

প্রতি মাসিক পেনশন নির্ধারণ করার নিয়ম ২০২২

মাসিক পেনশন বের করার নিয়ম বা সূত্রঃ

পেনশন = (শেষ বেসিক ✕ শকতরা হার) ÷ ২ + চিকিৎসা ভাতা
            = (২০,৫৩০ ✕ ৯০%) ÷ ২ + ১৫০০
            =১৮,৪৭৭ ÷ ২ + ১৫০০
            =৯,২৩৮.৫০ + ১৫০০
            =১০,৭৩৮.৫০ টাকা

গ্র্যাচুইটি বা এককালীন পাবেন

এবং এককালীন পাবেন ৯২৩৮.৫০*২৩০ (প্রতি এক টাকার জন্য) = ২৪,৬৯,৮৫৫ টাকা
এছাড়াও তিনি ১৮ মাসের মূল বেতন এককালীন পাবেন
  • সাথে তিনি জিপিএফ এর জমাকৃত অর্থও পাবেন
  • এছাড়াও কর্মচারী কল্যাণ বোর্ড হতে অন্যান্য সুবিধা পাবেন। 
  • বিনামূল্যে সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সুবিধা পাবেন।

উপরের পেনশন প্রাপ্তির হিসাব যে পেনশন সহজীকরণ আদেশ জারি থেকে নেওয়া হয়েছে সেটা হলো- পেনশন সহজীকরণ নীতিমালা ২০২০

পেনশন ও এককালিন টাকা বিষয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। আপনাদের কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করুন। আমরা জানানোর চেষ্টা করবো।

আরো পড়ুনঃ




3 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন