সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা পেনশন ও এককালিন পাবেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা পেনশন ও এককালিন পাবেন


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক রয়েছেন যিনি জানেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা পেনশন ও এককালিন পাবেন। কিন্তু সকলেরেই মোটামুটি জানার ইচ্ছা রয়েছে। আজকে আমরা একজন প্রাইমারী সহকারী শিক্ষক কত টাকা গ্র্যাচুইটি বা আনুতোষিক পান তা নিয়ে আলোচনা করবো।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পেনশন ও এককালিন টাকার পরিমাণ

ধরি, মো: মাসুদ রানা নামের একজন সহকারী শিক্ষক যে সময় পেনশনে যাবেন তখন তার মুল বেতন ছিল ২০,৫৩০ টাকার মত।

👉এককালিন তিনি টাকা বা আনুতোষিক পাবেন ২৪,৬৯,৮৫৫ টাকার কাছাকাছি
👉প্রতি মাসে মাসিক পেনশন পাবেন ৯,২৩৮.৫০ টাকাার কাছাকাছি।
👉মাসিক পেনশনের সাথে আরও চিকিৎসা ভাতা পাবেন ১৫০০ টাকা 
👉অর্থাৎ সর্বমোট মাসিক পেনশন পাবেন ১০,৭৩৮.৫০ টাকা মাত্র।

চলুন আমরা পেনশন ও আনুতোষিক হিসাব কিভাবে বের করে সেটা দেখে নিই

প্রতি মাসিক পেনশন নির্ধারণ করার নিয়ম ২০২২

মাসিক পেনশন বের করার নিয়ম বা সূত্রঃ

পেনশন = (শেষ বেসিক ✕ শকতরা হার) ÷ ২ + চিকিৎসা ভাতা
            = (২০,৫৩০ ✕ ৯০%) ÷ ২ + ১৫০০
            =১৮,৪৭৭ ÷ ২ + ১৫০০
            =৯,২৩৮.৫০ + ১৫০০
            =১০,৭৩৮.৫০ টাকা

গ্র্যাচুইটি বা এককালীন পাবেন

এবং এককালীন পাবেন ৯২৩৮.৫০*২৩০ (প্রতি এক টাকার জন্য) = ২৪,৬৯,৮৫৫ টাকা
এছাড়াও তিনি ১৮ মাসের মূল বেতন এককালীন পাবেন
  • সাথে তিনি জিপিএফ এর জমাকৃত অর্থও পাবেন
  • এছাড়াও কর্মচারী কল্যাণ বোর্ড হতে অন্যান্য সুবিধা পাবেন। 
  • বিনামূল্যে সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সুবিধা পাবেন।

উপরের পেনশন প্রাপ্তির হিসাব যে পেনশন সহজীকরণ আদেশ জারি থেকে নেওয়া হয়েছে সেটা হলো- পেনশন সহজীকরণ নীতিমালা ২০২০

পেনশন ও এককালিন টাকা বিষয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। আপনাদের কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করুন। আমরা জানানোর চেষ্টা করবো।

আরো পড়ুনঃ




4 মন্তব্যসমূহ

  1. মূল বেতনের সাথে বাড়ি ভাড়া যোগ হবে কি

    উত্তরমুছুন
  2. পেনশনের মোট টাকা কত হতে পারে?

    উত্তরমুছুন
  3. আমার চাকুরির বয়স ২২ বছর।আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী এছাড়াও আমার কিছু জটিল রোগ রয়েছে।এখন অক্ষমতা জনিত অবসরের জন্য আমি কি কোনো সুবিধা পাবো

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন