সরকারি চাকরিজীবিদের অনেকেই হয়তো জানেন না কত বছর বয়সে অবসর নিলে শতকরা কত পেনশন পাওয়া যায়। তাদের জন্য পেনশন চার্ট দেখা খুবই জরুরী। এই পেনশন চার্ট দেখলে পেনশন হিসাব নিয়ে আর কোনো চিন্তা থাকবেন।
পেনশন চার্ট পেনশন হিসাবের একটি অবিচ্ছেদ্য অংশ। সকল চাকরিজীবিদের এই পেনশন চার্ট সম্পর্কে ধরণা থাকা প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক পেনশন চার্ট।
পেনশন চার্ট
পেনশন চার্ট |
উপরের পেনশন চার্ট দেখার সাথে সাথে দেখতে পারেন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২২। এটি দেখলে পেনশন সম্পর্কিত অনেক তথ্য জানতে পরবেন।
পেনশন প্রাপ্তি শুরু হবে ৫ বছর পূর্ণ হওয়ার পর থেকে এবং চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সর্বোচ্চ পেনশন পাওয়া যাবে।