প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনেকদিন ধরে ১০ম গ্রেডের দাবি নিয়ে লড়াই করছে। প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের যৌক্তিকতা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এটা যে একটা যৌক্তিক দাবি তা নিম্নের বিষয়গুলো মনোযোগ সহকারে অধ্যায়ন করলেই বোঝা যাবে।
প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের কেন নয়
👉 উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ যোগ্যতা: স্নাতক সমমান - ১০ম গ্রেড
👉 পুলিশের সাব ইন্সপেক্টর পদের নিয়োগ যোগ্যতা: স্নাতক সমমান- ১০ম গ্রেড
👉 নার্সদের নিয়োগ পদের যোগ্যতা: এইচ এস সি +( ডিপ্লোমা ইন নার্সিং ) - ১০ম গ্রেড
👉 উপ সহকারি কৃষি অফিসার পদের নিয়োগ যোগ্যতা: এসএসসি +(৪ বছরের কৃষি ডিপ্লোমা) - ১০ম গ্রেড ।
👉 ইউনিয়ন সচিব পদের নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচএসসি কিন্তু বর্তমানে স্নাতক সমমান - ১০ম গ্রেড
👉 বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ যোগ্যতা: স্নাতক সমমান - ১০ম গ্রেড
👉 খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের প্রধান সহকারী/হিসাবরক্ষক তত্ত্বাবধায়ক (১৩তম গ্রেড) পদসমূহকে ১০ম গ্রেডে উন্নীতকরণ
👉 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পদের শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (মুদ্রাক্ষরিক) - ১৬ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পদোন্নতি
👉 এছাড়া একই সিলেবাস, একই কারিকুলাম ও একই শিক্ষার্থী নিয়ে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ যোগ্যতা: স্নাতক (২য় বিভাগ), দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন ( ডিইনএড ) - ১০ম গ্রেড
👉 প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা রয়েছে
দেশ উন্নয়নশীল কাতারে স্থান পেয়েছে মাথাপিছু আয় ২৫৯১ মার্কিন ডলার।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ মেগা প্রকল্প বাস্তবায়নসহ ভিনদেশী রোহিঙ্গাদের থাকা খাওয়া সবই রাষ্ট্রীয়ভাবে প্রতিপালন করা হচ্ছে শুধু শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধির বেলায় খাজাঞ্চিতে টান পড়ে।
"প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ" এর সদস্যবৃন্দ দৃঢ় বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের যৌক্তিকতা উপস্থাপন করা হলে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
বিনীত
মু. মাহবুবর রহমান
সমন্বয়ক
"প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ"
০৬ অগ্রহায়ণ, ১৪২৯
Tags:
প্রাথমিক শিক্ষা