প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মুল্যায়ন কিভাবে করতে হবে (ছক সহ বিস্তারিত)

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মুল্যায়ন কিভাবে করতে হবে (ছক সহ বিস্তারিত)


সকল প্রাথমিক শিক্ষকরা হয়তে ইতমধ্যে জেনে গেছেন শিক্ষার্থীদের বার্ষিক ম্যল্যায়ন করতে হবে। যা প্রাথমিক শিক্ষা কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি ছক দিয়ে দেওয়া হয়েছে যে ছক অনুয়ায়ী ২০২২ সালে বার্ষিক মুল্যায়ন করতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মুল্যায়ন

মূল্যায়ন করা হবে দুটি ধাপে। অর্থাৎ দুটি পদ্ধতিতে যথা সাপ্তাহিক বা ধারাবাহিক মূল্যায়ন (৪০%) চুড়ান্ত বা সামষ্টিক মূল্যায়ন (৬০ নম্বর) উপরের কথাগুলি দেখে হয়তো অনেকে বিষটি নাও বুঝতে পারেন। তাদের জন্য নিচের উদারহরণটি পেশ করা হলো যা দেখলে আর কোনো সমস্যা থাকবে বলে মনি করি না।

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মুল্যায়ন ছক পূরণ

প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে চলমান মোট ২০ নম্বরের বিষয়ভিত্তিক সাপ্তাহিক বা ধারাবাহিক মুল্যায়নে ধরা যাক ৩য় শ্রেণির ছাত্র রাজু বাংলা বিষয়ে পাঁচটি সপ্তাহে সর্বোচ্চ নম্বর পেয়েছে যথাক্রমে ১৩, ১৮, ১৮, ১৪ এবং ১২।
🔶প্রথম ধাপঃ বাংলা বিষয়ে প্রাপ্ত পাঁচটি সর্বোচ্চ নম্বরের যোগফলঃ ১৩+১৮+১৮+১৪+১২= ৭৫ প্রাপ্ত ৭৫ নম্বরের মধ্যে ৪০% হিসেবে প্রাপ্ত নম্বরঃ ৩০ (৭৫×৪০%= ৩০ বা ৭৫×৪০÷১০০= ৩০) 👉৪০% হিসেবে এভাবে প্রতিটি বিষয়ের নম্বর বের করতে হবে।
🔶দ্বিতীয় ধাপঃ এরপর অন্যান্য বছরের ন্যায় অনুষ্ঠিত ৩য় প্রান্তিক (বার্ষিক) পরীক্ষায় রাজু ৬০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেয়েছে।
[পরীক্ষাটি ৬০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। ৩য় প্রান্তিক (চূড়ান্ত) পরীক্ষা গ্রহণের তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হবে]
🔶চূড়ান্ত ধাপঃ ১ম ধাপ থেকে ৪০% হিসেবে প্রাপ্ত নম্বর = ৩০ ২য় ধাপ থেকে ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর = ৪০ বাংলা বিষয়ের ফলাফলঃ (৩০+৪০)= ৭০
🔶রাজুর অগ্রগতি প্রতিবেদনঃ নম্বরঃ ৭০ (৬০% - ৭৯%) গ্রেডঃ খ শিখনের অর্জিত মাত্রাঃ উত্তম
বিঃদ্রঃ এটি একটি নমুনা মাত্র। যা একটি বিষয় ধরে নির্ণয় করা হয়েছে। এভাবে ৬ টি বিষয়ের নম্বর বের করে যোগ করতে হবে। তারপর যোগফলকে ৬ দ্বারা ভাগ করে গড় বের করে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি_প্রতিবেদন প্রদান করতে হবে
👉বিস্তারিতভাতে বলতে গেলে উপরোক্ত পন্থায় সকল বিষয়ের প্রাপ্ত নম্বর নিণয় করে গড় নির্ণ করতে হবে। যেমন: (বাংলা: ৭৫ + ইংরেজী: ৭৫ + গণিত: ৮৫ + বিজ্ঞান: ৭৪ + বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ৮৭ + ধর্ম ও নৈতিক শিক্ষা: ৮৮)÷ ৬ বিষয় =৪৮৪÷ ৬ =৮০.৬০ [যেহেতু ৮০% - ১০০%=ক] সুতরাং গ্রেড: ক শিখনের অর্জিত মাত্রাঃ অতি উত্তম
বি.দ্র.- সকল পরীক্ষার ফলাফল সংরক্ষণ করতে হবে এবং সংযুক্ত ছক অনুসারে “শিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন ২০২২” শিক্ষার্থীদের/অভিভাবকের নিকট সরবরাহ করতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মুল্যায়ন ওয়ার্ড ফাইল (MS Word File)

উক্ত বার্ষিক মুল্যায়ন ছকটি ওয়ার্ড Format/form পাওয়ার জন্য নিম্নের লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম টি সাবমিট করুন। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfpAPjRd_CqKWDAfmlnRkOOjPPpz8A-oZOFB89qU25N-DA0xw/viewform?usp=sf_link

উপরের মত শিক্ষার্থী ভিত্তিক ছক করার পর আপনারা শ্রেণিভিত্তিক ছক তৈরি করতে পারেন যা আপনাদের রেজিস্টার খাতায় করতে হবে। এখানে নমুনা দেওয়া হলো আপনারা আপনাদের রেজিস্টার খাতায় ২পৃষ্ঠা একসাথে করে এরকম একটি ছক তৈরি করবেন।

4 মন্তব্যসমূহ

  1. উত্তরগুলি
    1. নিচের ছকটা রেজিস্টার খাতায় করুন। মাইক্রসফট অফিসে এত কলামের জায়গা হচ্ছেনা। আবার প্রিন্ট করার সময় কেটে যাবে। তাই রেজিস্টার খাতায় দুই পৃষ্ঠা মিলে একটা ছক করুন।

      মুছুন
নবীনতর পূর্বতন