প্রাথমিক শিক্ষা ও অন্যান্য সরকারি চাকরির সাথে জড়িত অনেকেই জানেন না SAC কমিটি বা সামাজিক নীরিক্ষা কমিটি কি ও কিভাবে গঠিত হয়। আজকের পোস্টে এই স্যাপ কমিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
⭐ SAC কমিটি কি?
SAC কিমিটির হলো SAC = Social Adult Committee যার বাংলা সামাজিক নীরিক্ষা কমিটি।
⭐সামাজিক নিরীক্ষা কমিটির (SAC) গঠন প্রক্রিয়া ও কার্যপরিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত স্লিপ গাইডলাইন, ২০১৯-এর ১৬.১ নং ক্রমিকে সামাজিক নিরীক্ষা কমিটির (SAC) গঠন প্রক্রিয়া ও এর কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। উক্ত ক্রমিকে বলা হয়েছে-
স্লিপ কার্যক্রমের বাস্তবায়ন নিরীক্ষা ও মূল্যায়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি থাকবে এবং এ কমিটি সামাজিক নিরীক্ষা কমিটি বা Social Audit Committee (SAC) নামে পরিচিত হবে।
⭐১৬.১ SAC কমিটির গঠন:
প্রধান শিক্ষকের উদ্যোগে পিটিএ-এর সভায় নিচের
পাঁচ সদস্যের একটি সামাজিক নিরীক্ষা কমিটি গঠিত হবে-
১. পিটিএ সভাপতি -সভাপতি
২. পিটিএ সভাপতি মনোনীত ৩ জন পিটিএ সদস্য (ন্যূনতম একজন মহিলা) - সদস্য
৩. প্রধান শিক্ষক মনোনীত ১ জন সহকারী শিক্ষক (এসএমসির সদস্যশিক্ষক ব্যতীত) - সদস্যসচিব
👉স্লিপ গাইডলাইন, ২০১৯-এর ১৬.২ নং ক্রমিকে SAC কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। উক্ত ক্রমিকে বলা হয়েছে-
সামাজিক নিরীক্ষা কমিটি কার্যক্রম শেষে এসএমসি কর্তৃক বাস্তবায়িত স্লিপ কার্যক্রম নিরীক্ষা ও মূল্যায়ন করবে। নিরীক্ষাকালে নিচের বিষয়গুলো যাচাই করে পরিশিষ্ট ৫-এর ছকে ৩ কপি নিরীক্ষা ও মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে -
⭐সামাজিক নীরিক্ষা কমিটির কাজ:
✅(১) পরিকল্পনায় অন্তর্ভুক্ত কার্যাদি যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না।
✅(২) পরিকল্পনায় অন্তর্ভুক্ত নির্ধারিত খাতে অর্থ ব্যয় হয়েছে কি না।
✅(৩) অর্থব্যয় সংশ্লিষ্ট ভাউচার যথাযথ আছে কি না।
✅(৪) অর্থব্যয় সংশ্লিষ্ট ভাউচার বাজারদর অনুযায়ী আছে কি না।
✅(৫) SAC কমিটির সদস্যসচিব ১ কপি নিরীক্ষা ও মূল্যায়ন প্রতিবেদন প্রধান শিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে, ১ কপি বিদ্যালয়ে সংরক্ষণের জন্য প্রধান শিক্ষকের কাছে এবং ১ কপি SAC কমিটির সভাপতির নিকট প্রদান করবেন।
✅(৬) সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা সহকারী থানা শিক্ষা অফিসার তার কপি মন্তব্য সহকারে উপজেলা শিক্ষা অফিসারের নিকট পেশ করবেন।
✅(৭) SAC কমিটি অভিভাবকগণের বার্ষিক সভায় নিরীক্ষা ও মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে।
👇আরো পড়ুনঃ