সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নতুন বেতন 2022 নির্ধারণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের সেবামুল্য বা বেতন নির্ধারণ


আউটসোসিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা ২০১৮ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ সংক্রান্ত পরিপত্র মোতাবেক কার্যক্রম গ্রহণ প্রংসগে প্রথমিক শিক্ষা অধিদপ্তর একটি চিঠি তৈরি করেছে। যা নিম্নরুপ-

উপর্যুক্ত বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আউট সোর্সিং-এর মাধ্যমে নিয়োজিত দপ্তরী কাম প্রহরীদের সেবামুল্য বা বেতন প্রদান বিষয়ে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা-৩ শাখা-এর ১০.০৬.২০১৯ তারিখের নং-০৭.১৫৩.০২৯.০৭.০০.০১.২০১৯-২৫৯ পরিপত্র এতদসংগে প্রেরণ করা হলো (সংযুক্ত)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের সেবামুল্য বা বেতন


০২। এমতাবস্থায়, সংযুক্ত পরিপত্র মোতাবেক আউট সোসিং এর মাধ্যমে নিয়োজিত দপ্তরী কাম-প্রহরীদের সেবামুল্য প্রদান বিষয়ে সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আউটসোসিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা ২০১৮ দেখুন সেখানে দপ্তরী কাম প্রহরীরা কত সেবামূল্যা বা বেতন প্রাপ্ত হবেন তা দেখতে পাবেন। সেই সাথে উৎসব বা অন্যান্য ভাতাদী সম্পর্কেও জানতে পারবেন। 


উপরের আউটসোসিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা ২০১৮ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের সেবার ক্যাটাগরি হচ্ছে ৫। অর্থৎ এটি ঢাকায় হলে ১৭৬১০/-, সিটি কর্পোরেশন বা পৌর এলাকায় হলে ১৬,৬২০/-, এবং অন্যায় অঞ্চলে হলে ১৬,১৩০/- টাকা ।

2 মন্তব্যসমূহ

  1. প্লিজ দপ্তরি নিয়োগ থাকলে বলবেন🙏

    উত্তরমুছুন
  2. আমি জুয়েল রানা। দপ্তরি নিয়োগে আগ্রহি ব্যক্তি

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন