Tracking and Assessment on Remote Learning প্রকল্পে প্রধান শিক্ষকগণের তালিকা

Tracking and Assessment on Remote Learning প্রকল্পে প্রধান শিক্ষকগণের তালিকা


বিষয়: “Tracking and Assessment on Remote Learning System (SD-8)” face a&ret Fice সহযোগিতা
প্রদান।

সূত্র: বিআইডিএস কর্তৃক-২০.০৮.০০০০.৭০০.৩১.০৫৫.২২.১৭০/৬৯, তারিখ: ১৬ নভেম্বর ২০২২

উপরযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ কোডিভ-১৯ স্কুল সেক্টর রেসপন্স প্রকল্প ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) কর্তৃক যোথভাবে “Tracking and Assessment on Remote Learning (SD-8)” এর কাজ চলমান রয়েছে। এ বিষয়ে বিদ্যালয় পর্যায়ে সমীক্ষা করার পরিকল্পনা করা হয়েছে। সিএসএসআর প্রকল্পের আওতাভুক্ত নিবার্চিত ৭০টি উপজেলা/থানার মধ্য হতে নির্বাচিত ১২৫০ বিদ্যালয়ে বিআইডিএস কর্তৃক নিয়োজিত ফিল্ড রিসার্স টিম আগামী ২০ নভেম্বর হতে ০৪ ডিসেম্বর, ২০২২ তারিখ এর মধ্যে বিদ্যালয় চলাকালীন যে কোন সময় সমীক্ষা কাজ সম্পন্ন করবেন। বর্ণিতাবস্থায়, আপনার উপজেলা/থানার নির্বাচিত বিদ্যালয়ের (সংযুক্ত তালিকা-ক) প্রধান শিক্ষকগণকে সমীক্ষা কাজে শিক্ষার্থীর শিখন মূল্যায়ন কাজে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নিমিন্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হল।

নির্বাচিত ৭০ উপজেলার তালিকা 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন